ETV Bharat / bharat

মাত্র 75 মিনিটেই কোভিড-19 প্রতিরোধী অ্য়ান্টিবডির হদিশ দেবে ডিপকোভ্যান - করোনা

মাত্র 75 মিনিটেই কোভিড-19 প্রতিরোধী অ্য়ান্টিবডির হদিশ দেবে ডিপকোভ্যান ৷ ডিআরডিও সূত্রে খবর, ডিফেন্স ইনস্টিটিউট অফ ফিজিওলজি অ্য়ান্ড অ্য়ালায়েড সায়েন্স (ডিপ্যাস) নামে তাদেরই একটি গবেষণাগারে তৈরি হয়েছে ডিপকোভ্যান ৷ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে এই অ্য়ান্টিবডি ডিটেকশন কিট ৷ এক-একটি কিট বিক্রি করা হবে 75 টাকায় ৷ জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই বাজারে মিলবে ডিপকোভ্যান ৷

NAT-HN-DRDO develops indigenous covid 19 antibody detection kit-DESK
মাত্র 75 মিনিটেই কোভিড-19 প্রতিরোধী অ্য়ান্টিবডির হদিশ দেবে ডিপকোভ্যান
author img

By

Published : May 22, 2021, 12:17 PM IST

Updated : May 22, 2021, 1:15 PM IST

নয়াদিল্লি, 22 মে : এবার থেকে মাত্র 75 মিনিটেই মিলবে কোভিড-19 প্রতিরোধী অ্য়ান্টিবডির হদিশ ৷ তাও আবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির সহায়তায় ৷ এমনই একটি ডিটেকশন কিট আবিষ্কার করেছে ভারতের ‘ডিফেন্স রিসার্চ অ্য়ান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন’ (ডিআরডিও) ৷ শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে ৷ তাদের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কিটটির পোশাকি নাম ডিপকোভ্যান ৷

NAT-HN-DRDO develops indigenous covid 19 antibody detection kit-DESK
ডিআরডিও-র তৈরি ডিপকোভ্যান ৷

ডিআরডিও সূত্রে খবর, ডিফেন্স ইনস্টিটিউট অফ ফিজিওলজি অ্য়ান্ড অ্য়ালায়েড সায়েন্স (ডিপ্যাস) নামে তাদেরই একটি গবেষণাগারে তৈরি হয়েছে ডিপকোভ্যান ৷ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে এই অ্য়ান্টিবডি ডিটেকশন কিট ৷ এই কাজে ডিআরডিও-র গবেষকদের সাহায্য করেছে ভ্য়ানগার্ড ডায়গনোস্টিক প্রাইভেট লিমিটেড নামে দিল্লির একটি সংস্থা ৷

করোনায় আক্রান্ত হওয়ার পর মানব শরীরে (প্লাজমায়) অ্য়ান্টিবডি তৈরি হয় ৷ সেই অ্য়ান্টিবডি চিহ্নিত করতে পারলেই বোঝা যাবে, সংশ্লিষ্ট ব্য়ক্তি কোভিড-19 ভাইরাসের কবলে পড়েছেন বা পড়েছিলেন ৷ এবার সেই কাজটাই মাত্র 75 মিনিটে করে দেখাবে ডিপকোভ্যান ৷ ডিআরডিও-র দাবি, এক-একটি ডিপকোভ্য়ান কিটের আয়ু 18 মাস ৷

আরও পড়ুন : দেশে কমেছে দৈনিক সংক্রমণ ও মৃত্য়ু ; রাজ্যগুলির কেমন পরিস্থিতি, দেখে নিন এক ক্লিকে

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসেই এই কিটটিকে অনুমোদন দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) ৷ এরপর মে মাসে কিটটি ব্যবহারের অনুমতি মেলে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই), সেন্ট্রাল ড্রাগস স্ট্য়ান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) এবং স্বাস্থ্য মন্ত্রকের তরফে ৷ মেলে বাণিজ্যিকভাবে এর উৎপাদন বিক্রির অনুমতিও ৷ এক-একটি কিট বিক্রি করা হবে 75 টাকায় ৷ জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই বাজারে মিলবে ডিপকোভ্যান ৷

নয়াদিল্লি, 22 মে : এবার থেকে মাত্র 75 মিনিটেই মিলবে কোভিড-19 প্রতিরোধী অ্য়ান্টিবডির হদিশ ৷ তাও আবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির সহায়তায় ৷ এমনই একটি ডিটেকশন কিট আবিষ্কার করেছে ভারতের ‘ডিফেন্স রিসার্চ অ্য়ান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন’ (ডিআরডিও) ৷ শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে ৷ তাদের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কিটটির পোশাকি নাম ডিপকোভ্যান ৷

NAT-HN-DRDO develops indigenous covid 19 antibody detection kit-DESK
ডিআরডিও-র তৈরি ডিপকোভ্যান ৷

ডিআরডিও সূত্রে খবর, ডিফেন্স ইনস্টিটিউট অফ ফিজিওলজি অ্য়ান্ড অ্য়ালায়েড সায়েন্স (ডিপ্যাস) নামে তাদেরই একটি গবেষণাগারে তৈরি হয়েছে ডিপকোভ্যান ৷ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে এই অ্য়ান্টিবডি ডিটেকশন কিট ৷ এই কাজে ডিআরডিও-র গবেষকদের সাহায্য করেছে ভ্য়ানগার্ড ডায়গনোস্টিক প্রাইভেট লিমিটেড নামে দিল্লির একটি সংস্থা ৷

করোনায় আক্রান্ত হওয়ার পর মানব শরীরে (প্লাজমায়) অ্য়ান্টিবডি তৈরি হয় ৷ সেই অ্য়ান্টিবডি চিহ্নিত করতে পারলেই বোঝা যাবে, সংশ্লিষ্ট ব্য়ক্তি কোভিড-19 ভাইরাসের কবলে পড়েছেন বা পড়েছিলেন ৷ এবার সেই কাজটাই মাত্র 75 মিনিটে করে দেখাবে ডিপকোভ্যান ৷ ডিআরডিও-র দাবি, এক-একটি ডিপকোভ্য়ান কিটের আয়ু 18 মাস ৷

আরও পড়ুন : দেশে কমেছে দৈনিক সংক্রমণ ও মৃত্য়ু ; রাজ্যগুলির কেমন পরিস্থিতি, দেখে নিন এক ক্লিকে

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসেই এই কিটটিকে অনুমোদন দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) ৷ এরপর মে মাসে কিটটি ব্যবহারের অনুমতি মেলে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই), সেন্ট্রাল ড্রাগস স্ট্য়ান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) এবং স্বাস্থ্য মন্ত্রকের তরফে ৷ মেলে বাণিজ্যিকভাবে এর উৎপাদন বিক্রির অনুমতিও ৷ এক-একটি কিট বিক্রি করা হবে 75 টাকায় ৷ জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই বাজারে মিলবে ডিপকোভ্যান ৷

Last Updated : May 22, 2021, 1:15 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.