ETV Bharat / bharat

Governor of West Bengal: পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হলেন সিভি আনন্দ বোস

ডাঃ আনন্দ বোস বর্তমানে মেঘালয় সরকারের উপদেষ্টা । তিনি সরকারের সচিবের পদে অধিষ্ঠিত হয়েছেন । অতীতে জাতিসংঘের বাসস্থান পরিচালনা পরিষদের সদস্য ছিলেন তিনি (CV Ananda Bose appointed as the Governor of West Bengal) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 17, 2022, 8:29 PM IST

Updated : Nov 17, 2022, 10:05 PM IST

কলকাতা, 17 নভেম্বর: পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হচ্ছেন সিভি আনন্দ বোস । ডাঃ আনন্দ বোস বর্তমানে মেঘালয় সরকারের উপদেষ্টা । তিনি সরকারের সচিবের পদে অধিষ্ঠিত হয়েছেন । অতীতে জাতিসংঘের বাসস্থান পরিচালনা পরিষদের সদস্য ছিলেন তিনি (CV Ananda Bose appointed as the Governor of West Bengal) ।

পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার পর অস্থায়ী রাজ্যপাল হিসাবে রাজ্যপালের দায়িত্ব নেন লা গণেশন । সেই দায়িত্বই এবার গেল আইএএস অফিসার আনন্দের হাতে । এদিন রাষ্ট্রপতি ভবন থেকে তাঁর রাজ্যপাল হওয়ার ঘোষণা করা হয়েছে । রাষ্ট্রপতির প্রেস সচিব অজয় ​​কুমার সিং বিবৃতিতে বলেন, "ভারতের রাষ্ট্রপতি ডক্টর সিভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে নিয়োগ করতে পেরে আনন্দিত । তিনি তাঁর পদের দায়িত্ব গ্রহণের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে ।"

West Bengal Governor
পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল

আরও পড়ুন: রাজ্যপালকে আচার্য পদ থেকে সরানো বাংলায় বেঠিক আর কেরালায় সঠিক মনে করছে সিপিএম

আনন্দ বোস জওহরলাল নেহেরু ফেলোশিপের প্রাপক । এছাড়াও তিনি মুসৌরিতে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম ফেলো । 1977-ব্যাচের এই প্রাক্তন আইএএস ভারত সরকারের সচিব, রাজ্য সরকারগুলির মুখ্যসচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে কাজ করেছেন ।

আরও পড়ুন: বিমানে অসুস্থ সহযাত্রী, স্টেথোস্কোপ নিয়ে সাহায্যে এগিয়ে গেলেন রাজ্যপাল

ভারত সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে, তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দেশের প্রতিনিধিত্ব করেছেন । জাতিসংঘ চারবার তাঁর উদ্যোগ 'গ্লোবাল বেস্ট প্র্যাকটিস' নির্বাচন করেছে । একজন বিশিষ্ট লেখক এবং কলামনিস্ট আনন্দ বোস উপন্যাস, ছোট গল্প, কবিতা এবং প্রবন্ধ-সহ ইংরেজি, মালায়ালম এবং হিন্দিতে 40টি বই প্রকাশ করেছেন । যার মধ্যে বেশ কিছু বই বেস্টসেলার ।

তিনি একটি ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ছিলেন যেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের উন্নয়ন প্রকল্পের রূপরেখা নির্মাণ করেছিল । তার 'সবার জন্য পাকা বাড়ি'র পরিকল্পনাটি কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে ।

কলকাতা, 17 নভেম্বর: পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হচ্ছেন সিভি আনন্দ বোস । ডাঃ আনন্দ বোস বর্তমানে মেঘালয় সরকারের উপদেষ্টা । তিনি সরকারের সচিবের পদে অধিষ্ঠিত হয়েছেন । অতীতে জাতিসংঘের বাসস্থান পরিচালনা পরিষদের সদস্য ছিলেন তিনি (CV Ananda Bose appointed as the Governor of West Bengal) ।

পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার পর অস্থায়ী রাজ্যপাল হিসাবে রাজ্যপালের দায়িত্ব নেন লা গণেশন । সেই দায়িত্বই এবার গেল আইএএস অফিসার আনন্দের হাতে । এদিন রাষ্ট্রপতি ভবন থেকে তাঁর রাজ্যপাল হওয়ার ঘোষণা করা হয়েছে । রাষ্ট্রপতির প্রেস সচিব অজয় ​​কুমার সিং বিবৃতিতে বলেন, "ভারতের রাষ্ট্রপতি ডক্টর সিভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে নিয়োগ করতে পেরে আনন্দিত । তিনি তাঁর পদের দায়িত্ব গ্রহণের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে ।"

West Bengal Governor
পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল

আরও পড়ুন: রাজ্যপালকে আচার্য পদ থেকে সরানো বাংলায় বেঠিক আর কেরালায় সঠিক মনে করছে সিপিএম

আনন্দ বোস জওহরলাল নেহেরু ফেলোশিপের প্রাপক । এছাড়াও তিনি মুসৌরিতে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম ফেলো । 1977-ব্যাচের এই প্রাক্তন আইএএস ভারত সরকারের সচিব, রাজ্য সরকারগুলির মুখ্যসচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে কাজ করেছেন ।

আরও পড়ুন: বিমানে অসুস্থ সহযাত্রী, স্টেথোস্কোপ নিয়ে সাহায্যে এগিয়ে গেলেন রাজ্যপাল

ভারত সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে, তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দেশের প্রতিনিধিত্ব করেছেন । জাতিসংঘ চারবার তাঁর উদ্যোগ 'গ্লোবাল বেস্ট প্র্যাকটিস' নির্বাচন করেছে । একজন বিশিষ্ট লেখক এবং কলামনিস্ট আনন্দ বোস উপন্যাস, ছোট গল্প, কবিতা এবং প্রবন্ধ-সহ ইংরেজি, মালায়ালম এবং হিন্দিতে 40টি বই প্রকাশ করেছেন । যার মধ্যে বেশ কিছু বই বেস্টসেলার ।

তিনি একটি ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ছিলেন যেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের উন্নয়ন প্রকল্পের রূপরেখা নির্মাণ করেছিল । তার 'সবার জন্য পাকা বাড়ি'র পরিকল্পনাটি কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে ।

Last Updated : Nov 17, 2022, 10:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.