ETV Bharat / bharat

COVID Booster Dose : বাংলার করোনা যোদ্ধাদের জন্য দ্রুত বুস্টার ডোজ চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি

রাজ্যের করোনা যোদ্ধাদের জন্য দ্রুত বুস্টার ডোজের আবেদন জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি ৷ শনিবার মনসুখ মাণ্ডব্যকে চিঠি পাঠাল ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম ৷

doctors from west bengal write to Mandaviya for COVID booster dose
COVID Booster Dose : বাংলার করোনা যোদ্ধাদের জন্য দ্রুত বুস্টার ডোজ চেয়ে মাণ্ডব্যকে চিঠি
author img

By

Published : Nov 6, 2021, 7:37 PM IST

Updated : Nov 6, 2021, 9:13 PM IST

কলকাতা, 6 নভেম্বর : রাজ্যের করোনা যোদ্ধাদের জন্য যত দ্রুত সম্ভব বুস্টার ডোজের ব্যবস্থা করা হোক ৷ শনিবার পশ্চিমবঙ্গের চিকিৎসকদের পক্ষ থেকে এমনটাই দাবি জানানো হয়েছে ৷ এদিন এই ইস্যুতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে (Mansukh Mandaviya) একটি চিঠি পাঠান বাংলার চিকিৎসকরা ৷ দুই পৃষ্ঠার ওই চিঠিতে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম (West Bengal Doctors Forum) বা ডাব্লিউবিডিএফ-এর (WBDF) তরফে বলা হয়েছে, কোভিড টিকার কার্যকারিতা বাড়াতে বুস্টার ডোজ আবশ্যিক ৷ সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় এমন তথ্যই হাতে এসেছে ৷ তাই করোনা যোদ্ধাদের দ্রুত বুস্টার ডোজ দেওয়া দরকার ৷

আরও পড়ুন : Corona in West Bengal : উৎসবের আবহে স্বস্তি দিয়ে সামান্য কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

এই প্রসঙ্গে ফোরামের তরফে রাজীব পান্ডে এবং পুণ্যব্রত গুণ বলেন, ‘‘আমরা জানি, একটা নির্দিষ্ট সময়ের পর টিকার আর কোনও কার্যকারিতা অবশিষ্ট থাকবে না ৷ কিন্তু, তারপরও ঝুঁকি নিয়ে কাজ করে যেতে হবে স্বাস্থ্যকর্মীদের ৷ ফলে তাঁদের সংক্রমণের আশঙ্কা বাড়বে ৷ তবে বুস্টার ডোজ দেওয়া হলে করোনা টিকার কার্যকারিতা অনেক বেড়ে যায় ৷ গবেষণায় ইতিমধ্যেই তার প্রমাণ পাওয়া গিয়েছে ৷ এই মুহূর্তে আমাদের দেশে কোভিডের সংক্রমণ অনেকটাই কমেছে ৷ আর এই প্রেক্ষাপটে চিকিৎসা পরিষেবার প্রতিনিধি হিসাবে আমাদের আবেদন, সমস্ত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের অবিলম্বে বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা করুক সরকার ৷’’

আরও পড়ুন : Local Train Service : ভিড়ে ঠাসা লোকাল ট্রেন, শিকেয় করোনা বিধি

এদিকে, শুক্রবারের হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত 8 কোটি 6 লক্ষ 30 হাজার 430টি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে ৷ রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই পরিসংখ্যান প্রকাশ্যে আনা হয়েছে ৷

কলকাতা, 6 নভেম্বর : রাজ্যের করোনা যোদ্ধাদের জন্য যত দ্রুত সম্ভব বুস্টার ডোজের ব্যবস্থা করা হোক ৷ শনিবার পশ্চিমবঙ্গের চিকিৎসকদের পক্ষ থেকে এমনটাই দাবি জানানো হয়েছে ৷ এদিন এই ইস্যুতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে (Mansukh Mandaviya) একটি চিঠি পাঠান বাংলার চিকিৎসকরা ৷ দুই পৃষ্ঠার ওই চিঠিতে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম (West Bengal Doctors Forum) বা ডাব্লিউবিডিএফ-এর (WBDF) তরফে বলা হয়েছে, কোভিড টিকার কার্যকারিতা বাড়াতে বুস্টার ডোজ আবশ্যিক ৷ সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় এমন তথ্যই হাতে এসেছে ৷ তাই করোনা যোদ্ধাদের দ্রুত বুস্টার ডোজ দেওয়া দরকার ৷

আরও পড়ুন : Corona in West Bengal : উৎসবের আবহে স্বস্তি দিয়ে সামান্য কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

এই প্রসঙ্গে ফোরামের তরফে রাজীব পান্ডে এবং পুণ্যব্রত গুণ বলেন, ‘‘আমরা জানি, একটা নির্দিষ্ট সময়ের পর টিকার আর কোনও কার্যকারিতা অবশিষ্ট থাকবে না ৷ কিন্তু, তারপরও ঝুঁকি নিয়ে কাজ করে যেতে হবে স্বাস্থ্যকর্মীদের ৷ ফলে তাঁদের সংক্রমণের আশঙ্কা বাড়বে ৷ তবে বুস্টার ডোজ দেওয়া হলে করোনা টিকার কার্যকারিতা অনেক বেড়ে যায় ৷ গবেষণায় ইতিমধ্যেই তার প্রমাণ পাওয়া গিয়েছে ৷ এই মুহূর্তে আমাদের দেশে কোভিডের সংক্রমণ অনেকটাই কমেছে ৷ আর এই প্রেক্ষাপটে চিকিৎসা পরিষেবার প্রতিনিধি হিসাবে আমাদের আবেদন, সমস্ত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের অবিলম্বে বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা করুক সরকার ৷’’

আরও পড়ুন : Local Train Service : ভিড়ে ঠাসা লোকাল ট্রেন, শিকেয় করোনা বিধি

এদিকে, শুক্রবারের হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত 8 কোটি 6 লক্ষ 30 হাজার 430টি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে ৷ রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই পরিসংখ্যান প্রকাশ্যে আনা হয়েছে ৷

Last Updated : Nov 6, 2021, 9:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.