ETV Bharat / bharat

Chittoor Medical Negligency case: বৃদ্ধার ভাঙা পা জোড়া লাগাতে গিয়ে কেটেই বাদ দিয়ে দিলেন চিকিৎসকরা! - Medical Negligency case in Chittoor Hospital

পড়ে গিয়ে ভেঙেছিল বৃদ্ধার পা ৷ সেই পায়ের চিকিৎসা করতে গিয়ে তা কেটে বাদ দেওয়ার অভিযোগ উঠল চিকিৎসকদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে চিত্তুরের গভর্নমেন্ট হসপাটালে (allegation of medical negligency) ৷

ETV Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jan 12, 2023, 11:04 PM IST

Updated : Jan 13, 2023, 6:01 AM IST

চিত্তুর, 12 জানুয়ারি: চিকিৎসায় গাফিলতির এক গুরুতর অভিযোগ সামনে এসেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুরে ৷ এখানকার এক সরকারি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ, এক বৃদ্ধার ভেঙে যাওয়া পায়ের হাড় জোড়া লাগাতে গিয়ে তা কেটেই বাদ দিয়েছেন তাঁরা ৷ ওই চিকিৎসকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ওই বৃদ্ধার পরিবার ৷ হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশেও অভিযোগ জানানো হয়েছে ওই চিকিৎসকদের বিরুদ্ধে (Doctors wrongly amputate elderly woman leg)৷

জানা গিয়েছে, গত 31 ডিসেম্বর বাড়িতে পড়ে যান পুষ্পাম্মা নামে ওই বৃদ্ধার ৷ তাঁর পায়ে চোট লাগে ৷ ভেঙে যায় তাঁর পায়ের ফিমার নামক হাড়টি ৷ ফলে আর হাঁটাচলা করতে পারছিলেন না ওই বৃদ্ধা ৷ 4 জানুয়ারি চিকিৎসার জন্য তাঁকে চিত্তুরের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এরপর একে একে ওই বৃদ্ধার এক্স-রে, সুগার ও ব্লাড প্রেসার পরীক্ষা করা হয় ৷ এরপর চিকিৎসকদের পরামর্শে বাইরের বেসরকারি ল্যাব থেকে ওই বৃদ্ধার এক্স-রে করা হয় ৷ সেই রিপোর্ট দেখে বৃদ্ধার পায়ে অপরেশনের সিদ্ধান্ত নেন ওই সরকারি হাসপাতালের চিকিৎসকরা (Medical Negligency case in Chittoor Hospital) ৷

বুধবার অস্ত্রপোচার হয় পুষ্পাম্মা পায়ে ৷ কিন্তু অপারেশনের পর ওই বৃদ্ধার অবস্থা দেখে তাজ্জব বনে যান তাঁর পরিবারের সদস্যরা ৷ দেখা যায় ভেঙে যাওয়া পায়ের হাড় ঠিক করার পরিবর্তে বৃদ্ধার পুরো পা কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে ৷ এখানেই শেষ নয়, পরিবারের এক সদস্যদের কথায়, বৃদ্ধার পা বাদ দেওয়ার পর মাঝপথেই অপারেশন থামিয়ে দেন অভিযুক্ত চিকিৎসকরা ৷ উলটে বৃদ্ধার পরিবারকে পরামর্শ দেওয়া হয় তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ৷

আরও পড়ুন: জোশীমঠের বিপর্যয়ে কপালে চিন্তার ভাঁজ রাজ্যের পর্বতারোহীদের

ওই চিকিৎসকদের বিরুদ্ধে হাসপাতালের সুপার অরুণ কুমারের কাছে অভিযোগ জানিয়েছে রোগীর পরিবার ৷ অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ৷ বর্তমানে ওই হাসপাতালেই রয়েছেন বৃদ্ধা ৷ তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকরা ৷

চিত্তুর, 12 জানুয়ারি: চিকিৎসায় গাফিলতির এক গুরুতর অভিযোগ সামনে এসেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুরে ৷ এখানকার এক সরকারি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ, এক বৃদ্ধার ভেঙে যাওয়া পায়ের হাড় জোড়া লাগাতে গিয়ে তা কেটেই বাদ দিয়েছেন তাঁরা ৷ ওই চিকিৎসকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ওই বৃদ্ধার পরিবার ৷ হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশেও অভিযোগ জানানো হয়েছে ওই চিকিৎসকদের বিরুদ্ধে (Doctors wrongly amputate elderly woman leg)৷

জানা গিয়েছে, গত 31 ডিসেম্বর বাড়িতে পড়ে যান পুষ্পাম্মা নামে ওই বৃদ্ধার ৷ তাঁর পায়ে চোট লাগে ৷ ভেঙে যায় তাঁর পায়ের ফিমার নামক হাড়টি ৷ ফলে আর হাঁটাচলা করতে পারছিলেন না ওই বৃদ্ধা ৷ 4 জানুয়ারি চিকিৎসার জন্য তাঁকে চিত্তুরের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এরপর একে একে ওই বৃদ্ধার এক্স-রে, সুগার ও ব্লাড প্রেসার পরীক্ষা করা হয় ৷ এরপর চিকিৎসকদের পরামর্শে বাইরের বেসরকারি ল্যাব থেকে ওই বৃদ্ধার এক্স-রে করা হয় ৷ সেই রিপোর্ট দেখে বৃদ্ধার পায়ে অপরেশনের সিদ্ধান্ত নেন ওই সরকারি হাসপাতালের চিকিৎসকরা (Medical Negligency case in Chittoor Hospital) ৷

বুধবার অস্ত্রপোচার হয় পুষ্পাম্মা পায়ে ৷ কিন্তু অপারেশনের পর ওই বৃদ্ধার অবস্থা দেখে তাজ্জব বনে যান তাঁর পরিবারের সদস্যরা ৷ দেখা যায় ভেঙে যাওয়া পায়ের হাড় ঠিক করার পরিবর্তে বৃদ্ধার পুরো পা কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে ৷ এখানেই শেষ নয়, পরিবারের এক সদস্যদের কথায়, বৃদ্ধার পা বাদ দেওয়ার পর মাঝপথেই অপারেশন থামিয়ে দেন অভিযুক্ত চিকিৎসকরা ৷ উলটে বৃদ্ধার পরিবারকে পরামর্শ দেওয়া হয় তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ৷

আরও পড়ুন: জোশীমঠের বিপর্যয়ে কপালে চিন্তার ভাঁজ রাজ্যের পর্বতারোহীদের

ওই চিকিৎসকদের বিরুদ্ধে হাসপাতালের সুপার অরুণ কুমারের কাছে অভিযোগ জানিয়েছে রোগীর পরিবার ৷ অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ৷ বর্তমানে ওই হাসপাতালেই রয়েছেন বৃদ্ধা ৷ তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকরা ৷

Last Updated : Jan 13, 2023, 6:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.