ETV Bharat / bharat

Heart Surgery: হৃদযন্ত্রে জটিল অস্ত্রোপচার, বেরল 200 গ্রামের টিউমার - মাইট্রাল ভাল্বকে

হার্টের বিরল অস্ত্রোপচার (Heart Operation) ৷ রোগীর হার্ট থেকে বেরল প্রায় 200 গ্রাম ওজনের একটি টিউমার (Tumour from Heart)৷

Etv Bharat
জিবি পান্ত হাসপাতালে হার্টের বিরল অস্ত্রোপচার
author img

By

Published : Mar 24, 2023, 8:48 PM IST

আগরতলা, 24 মার্চ: হার্টের বিরল অস্ত্রোপচার (Heart Operation) করে নজির গড়ল জিবি পান্ত হাসপাতালের কার্ডিয়াক সার্জারি টিম ৷ এই অস্ত্রোপচারের মাধ্য়মে রোগীর হার্ট থেকে প্রায় 200 গ্রাম ওজনের একটি টিউমার (Tumour in Heart) অপসারণ করেছেন চিকিৎসকরা ৷ পাশাপাশি হাসপাতাল সূত্রে খবর, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে এই অস্ত্রোপচার।

ত্রিপুরার পশ্চিম নোয়াবাদির বাসিন্দা 35 বছর বয়সি রেনু বেগম কয়েক মাস ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন ৷ বুকে ব্য়থা এবং শ্বাসকষ্ট নিয়ে বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি । এরপরই সিটিভিএস বিভাগের পরীক্ষায় ধরা পড়ে তাঁর হৃদযন্ত্রের বাম প্রকোষ্ঠে বেশ বড় একটি টিউমার সৃষ্টি হয়েছে, যা তার মাইট্রাল ভাল্বকে ব্লক করে রেখেছে। এই রিপোর্ট আসতেই সিটিভিএস বিভাগ তড়িঘড়ি তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।

গত 20 মার্চ আগরতলার জিবি পান্ত হাসপাতালের কার্ডিয়াক সার্জেন কনকনারায়ণ ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত হয় একটি কার্ডিয়াক সার্জারি টিম ৷ তাঁরা একাধিক পরীক্ষার পর দীর্ঘ ছ'ঘন্টা ধরে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে সফলভাবে 200 গ্রামের ওই টিউমারটি রোগীর হৃদযন্ত্র থেকে বের করে আনেন। চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগের নাম কার্ডিয়াক মিক্সোমা। এটি হৃদযন্ত্রের একটি বিরল রোগ। প্রতি 20 লক্ষ মানুষের মধ্য়ে একজনের হতে পারে এই হার্ট টিউমার। একটুতেই হাপিয়ে যাওয়া, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় এই রোগের সাধারণ বা প্রাথমিক উপসর্গ বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: সাজা পাওয়ার পরদিনই সাংসদ পদ খারিজ রাহুল গান্ধির

এই প্রথম রাজ্য়ে এ ধরণের অস্ত্রোপচার সফলভাবে করা হয়েছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর রোগী এখন আইসিইউতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ৷ পাশাপাশি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস ও খাওয়া-দাওয়া করছেন বলেও দাবি করেছেন চিকিৎসকরা ৷ কার্ডিয়াক সার্জন ছাড়াও এই টিমে ছিলেন কার্ডিয়াক অ্যানাস্থেসিওলজিস্ট মণিময় দেববর্মা, চিকিৎসক জয়দীপ দেবনাথ, সার্জন সহকারী সুদীপ্ত মণ্ডল ৷ এই অস্ত্রোপচারে তাঁর সহযোগিদের ধন্যবাদ জানান কার্ডিয়াক সার্জেন কনকনারায়ণ ভট্টাচার্য। অন্য়দিকে বিনামূল্যে এই অস্ত্রোপচার হওয়ায় পরিবার সন্তোষ প্রকাশ করেছে রোগীর পরিবারও।

আগরতলা, 24 মার্চ: হার্টের বিরল অস্ত্রোপচার (Heart Operation) করে নজির গড়ল জিবি পান্ত হাসপাতালের কার্ডিয়াক সার্জারি টিম ৷ এই অস্ত্রোপচারের মাধ্য়মে রোগীর হার্ট থেকে প্রায় 200 গ্রাম ওজনের একটি টিউমার (Tumour in Heart) অপসারণ করেছেন চিকিৎসকরা ৷ পাশাপাশি হাসপাতাল সূত্রে খবর, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে এই অস্ত্রোপচার।

ত্রিপুরার পশ্চিম নোয়াবাদির বাসিন্দা 35 বছর বয়সি রেনু বেগম কয়েক মাস ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন ৷ বুকে ব্য়থা এবং শ্বাসকষ্ট নিয়ে বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি । এরপরই সিটিভিএস বিভাগের পরীক্ষায় ধরা পড়ে তাঁর হৃদযন্ত্রের বাম প্রকোষ্ঠে বেশ বড় একটি টিউমার সৃষ্টি হয়েছে, যা তার মাইট্রাল ভাল্বকে ব্লক করে রেখেছে। এই রিপোর্ট আসতেই সিটিভিএস বিভাগ তড়িঘড়ি তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।

গত 20 মার্চ আগরতলার জিবি পান্ত হাসপাতালের কার্ডিয়াক সার্জেন কনকনারায়ণ ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত হয় একটি কার্ডিয়াক সার্জারি টিম ৷ তাঁরা একাধিক পরীক্ষার পর দীর্ঘ ছ'ঘন্টা ধরে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে সফলভাবে 200 গ্রামের ওই টিউমারটি রোগীর হৃদযন্ত্র থেকে বের করে আনেন। চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগের নাম কার্ডিয়াক মিক্সোমা। এটি হৃদযন্ত্রের একটি বিরল রোগ। প্রতি 20 লক্ষ মানুষের মধ্য়ে একজনের হতে পারে এই হার্ট টিউমার। একটুতেই হাপিয়ে যাওয়া, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় এই রোগের সাধারণ বা প্রাথমিক উপসর্গ বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: সাজা পাওয়ার পরদিনই সাংসদ পদ খারিজ রাহুল গান্ধির

এই প্রথম রাজ্য়ে এ ধরণের অস্ত্রোপচার সফলভাবে করা হয়েছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর রোগী এখন আইসিইউতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ৷ পাশাপাশি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস ও খাওয়া-দাওয়া করছেন বলেও দাবি করেছেন চিকিৎসকরা ৷ কার্ডিয়াক সার্জন ছাড়াও এই টিমে ছিলেন কার্ডিয়াক অ্যানাস্থেসিওলজিস্ট মণিময় দেববর্মা, চিকিৎসক জয়দীপ দেবনাথ, সার্জন সহকারী সুদীপ্ত মণ্ডল ৷ এই অস্ত্রোপচারে তাঁর সহযোগিদের ধন্যবাদ জানান কার্ডিয়াক সার্জেন কনকনারায়ণ ভট্টাচার্য। অন্য়দিকে বিনামূল্যে এই অস্ত্রোপচার হওয়ায় পরিবার সন্তোষ প্রকাশ করেছে রোগীর পরিবারও।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.