ETV Bharat / bharat

Covid Vaccine : পরীক্ষামূলক গবেষণায় অংশগ্রহণ করেও মেলেনি সার্টিফিকেট, আদালতের দ্বারস্থ চিকিৎসক

author img

By

Published : Nov 9, 2021, 10:26 PM IST

কলকাতায় 50 জন পরীক্ষামূলকভাবে ‘স্পুটনিক-V' ভ্যাকসিনের টিকা গ্রহণ করেছিলেন । কিন্তু তাঁদের কেউই এখনও ওই সার্টিফিকেট পাননি । কলকাতা হাইকোর্টে এই নিয়ে জনস্বার্থ মামলা করলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক ।

Covid Vaccine
পরীক্ষামূলক গবেষণায় অংশগ্রহণ করেও মেলেনি সার্টিফিকেট, আদালতের দ্বারস্থ চিকিৎসক

কলকাতা, 9 নভেম্বর : করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক গবেষণায় অংশগ্রহণ করেও মেলেনি সার্টিফিকেট । কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক ।

কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, গত বছরের ডিসেম্বর মাস থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ‘স্পুটনিক-V' ভ্যাকসিনের পরীক্ষামূলক টিকাকরণ চলেছিল ভারতে । পরীক্ষায় সফল হওয়ার পর সর্বসাধারনের জন্য এই ভ্যাকসিনের ছাড়পত্র দেয় আইসিএমআর (Indian Council of Medical Research) । অন্যান্য ভ্যাকসিনের মতই এই ভ্যাকসিনের নির্দিষ্ট ডোজ নেওয়ার পর কেন্দ্রীয় সরকারের কো-উইন (Cowin) অ্যাপ থেকে সার্টিফিকেট প্রদান করা হয় । অভিযোগ, যাঁরা পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাঁদের এখনও সার্টিফিকেট দেওয়া হয়নি ৷ ফলে তাঁরা বিভিন্ন জায়গায় গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন । কলকাতায় এরকম 50 জন পরীক্ষামূলকভাবে ‘স্পুটনিক-V' ভ্যাকসিনের টিকা গ্রহণ করেছিলেন । কিন্তু তাঁদের কেউই এখনও ওই সার্টিফিকেট পাননি । অথচ যাঁরা তারপরে ভ্যাকসিন নিয়েছেন তাঁরা সবাই ইতিমধ্যেই সার্টিফিকেট পেয়েছেন ।

আরও পড়ুন : Zydus Cadila : শিশুদের ভ্যাকসিন দিতে এক কোটি 'জাইডাস ক্যাডিলা' কিনছে কেন্দ্র

কেন তাঁরা এখনও সার্টিফিকেট পাননি এবং কবে তাঁদের সার্টিফিকেট দেওয়া হবে, গোটা বিষয়টাই তাঁদের কাছে ধোঁয়াশার মতো । এদিকে প্রতিদিন এই নিয়ে সমস্যায় পড়ছেন তাঁরা । সার্টিফিকেট না থাকায় বিভিন্ন জায়গায় অসুবিধার সম্মুখীন হচ্ছেন । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে ।

উল্লেখ্য, করোনা সংক্রমণের হার গোটা দেশজুড়ে কমলেও বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকিয়ে তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় রয়েছেন সবাই । জনজীবন আগের থেকে অনেক স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ভয়ও বেড়েছে মানুষের মধ্যে । বিশেষ করে কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে (ভিন রাজ্য বা বিদেশ ছাড়াও নিজেদের রাজ্যেই বিভিন্ন পর্যটন কেন্দ্রে) ভ্যাকসিনের দুটি ডোজ সম্পূর্ণ হয়েছে কিনা সেই সার্টিফিকেট দেখতে চাওয়া হচ্ছে । ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেককেই ।

কলকাতা, 9 নভেম্বর : করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক গবেষণায় অংশগ্রহণ করেও মেলেনি সার্টিফিকেট । কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক ।

কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, গত বছরের ডিসেম্বর মাস থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ‘স্পুটনিক-V' ভ্যাকসিনের পরীক্ষামূলক টিকাকরণ চলেছিল ভারতে । পরীক্ষায় সফল হওয়ার পর সর্বসাধারনের জন্য এই ভ্যাকসিনের ছাড়পত্র দেয় আইসিএমআর (Indian Council of Medical Research) । অন্যান্য ভ্যাকসিনের মতই এই ভ্যাকসিনের নির্দিষ্ট ডোজ নেওয়ার পর কেন্দ্রীয় সরকারের কো-উইন (Cowin) অ্যাপ থেকে সার্টিফিকেট প্রদান করা হয় । অভিযোগ, যাঁরা পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাঁদের এখনও সার্টিফিকেট দেওয়া হয়নি ৷ ফলে তাঁরা বিভিন্ন জায়গায় গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন । কলকাতায় এরকম 50 জন পরীক্ষামূলকভাবে ‘স্পুটনিক-V' ভ্যাকসিনের টিকা গ্রহণ করেছিলেন । কিন্তু তাঁদের কেউই এখনও ওই সার্টিফিকেট পাননি । অথচ যাঁরা তারপরে ভ্যাকসিন নিয়েছেন তাঁরা সবাই ইতিমধ্যেই সার্টিফিকেট পেয়েছেন ।

আরও পড়ুন : Zydus Cadila : শিশুদের ভ্যাকসিন দিতে এক কোটি 'জাইডাস ক্যাডিলা' কিনছে কেন্দ্র

কেন তাঁরা এখনও সার্টিফিকেট পাননি এবং কবে তাঁদের সার্টিফিকেট দেওয়া হবে, গোটা বিষয়টাই তাঁদের কাছে ধোঁয়াশার মতো । এদিকে প্রতিদিন এই নিয়ে সমস্যায় পড়ছেন তাঁরা । সার্টিফিকেট না থাকায় বিভিন্ন জায়গায় অসুবিধার সম্মুখীন হচ্ছেন । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে ।

উল্লেখ্য, করোনা সংক্রমণের হার গোটা দেশজুড়ে কমলেও বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকিয়ে তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় রয়েছেন সবাই । জনজীবন আগের থেকে অনেক স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ভয়ও বেড়েছে মানুষের মধ্যে । বিশেষ করে কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে (ভিন রাজ্য বা বিদেশ ছাড়াও নিজেদের রাজ্যেই বিভিন্ন পর্যটন কেন্দ্রে) ভ্যাকসিনের দুটি ডোজ সম্পূর্ণ হয়েছে কিনা সেই সার্টিফিকেট দেখতে চাওয়া হচ্ছে । ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেককেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.