ETV Bharat / bharat

Uddhav slams ECI: নির্বাচন কমিশন বন্ধ করে দেওয়া উচিত, তোপ উদ্ধবের - নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন উদ্ধব ঠাকরে ৷ পাশাপাশি তিনি দাবি করলেন, কমিশন বন্ধ করে দেওয়া উচিত (Uddhav Thackeray slams Election Commission) ৷ একই সঙ্গে তাঁর দাবি, এই ইস্য়ুতে মমতা, পাওয়ার, নীতীশরা তাঁর পাশে রয়েছেন ৷

Uddhav slams ECI
Uddhav slams ECI
author img

By

Published : Feb 20, 2023, 5:50 PM IST

মুম্বই (মহারাষ্ট্র), 20 ফেব্রুয়ারি: শিবসেনার (Shiv Sena) নাম ও প্রতীক একনাথ শিন্ডে (Maharashtra CM Eknath Shinde) গোষ্ঠীকে দেওয়া নিয়ে আরও একবার নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে সরব হলেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ৷ সোমবার তিনি দাবি করেছেন যে নির্বাচন কমিশনকে বন্ধ করে দেওয়া উচিত ৷ এর আগে শনিবার তিনি নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ভৃত্য বলেও কটাক্ষ করেছিলেন ৷

এদিন দাদরে শিবসেনা ভবনের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, "নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ভুল । সুপ্রিম কোর্টই (Supreme Court) আমাদের একমাত্র ভরসা ।’’ নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে কেন তাড়াহুড়ো করল, সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷ প্রসঙ্গত, সোমবারই মৌখিকভাবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি ৷ কিন্তু মৌখিক আবেদন গ্রহণ করেনি আদালত ৷ আগামিকাল, মঙ্গলবার এই নিয়ে লিখিত আবেদন জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট ৷

এই ইস্যুতে তিনি আরও একবার বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন ৷ তাঁর অভিযোগ, বিজেপি (BJP) তার নিজস্ব এজেন্ডাকে আরও এগিয়ে নিতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ব্যবহার করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে । এখন তাঁদের সঙ্গে যা হল, তা অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে হতে পারে বলেও শিবসেনা (উদ্ধব বালাসাহেব)-এর নেতা দাবি করেছেন ৷ তাঁর দাবি, "যদি এই ধরনের কাজগুলি নিরবচ্ছিন্ন ভাবে হয়, তাহলে 2024 সালের নির্বাচনের পরে ভারতে গণতন্ত্র বলে কিছুই অবশিষ্ট থাকবে না ৷"

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে গোষ্ঠীকেই গত শুক্রবার আসল শিবসেনা বলে জানিয়ে দেয় নির্বাচন কমিশন ৷ শনিবার ওই ইস্যুতে পালটা শিবসেনার নাম ও প্রতীক তির-ধনুক চুরির অভিযোগ তুলেছিলেন বালাসাহেব ঠাকরের পুত্র ৷ সেই অভিযোগ সোমবার আবার শোনা গেল তাঁর গলায় ৷ এবার তিনি জানালেন, শিবসেনার নাম ও প্রতীক চুরি করা গেলে তাঁর কাছ থেকে ঠাকরে নাম কেউ কেড়ে নিতে পারবে না ৷ তিনি বলেন, "আমি ভাগ্যবান যে বালাসাহেব ঠাকরের পরিবারে জন্মগ্রহণ করেছি ৷"

উদ্ধবের আরও দাবি, বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতারা তাঁর পাশে রয়েছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), শরদ পাওয়ার ও নীতীশ কুমার তাঁর সঙ্গে যোগাযোগ করে পাশে থাকার বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন ৷ উদ্ধবের অনুগামীরা শিবসেনার অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্ট থেকে তহবিল স্থানান্তর করছে বলে অভিযোগ উঠেছে ৷ এই নিয়েও কমিশনের সমালোচনা করেছেন উদ্ধব ঠাকরে ৷ তাঁর দাবি, দলীয় তহবিলের বিষয়ে হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই কমিশনের ৷ কমিশন শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র সুনিশ্চিত করার কাজ করতে পারে ৷ দলীয় তহবিল সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করলে ফৌজদারি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি ।

একনাথ শিন্ডের গোষ্ঠী দলের বেশ কয়েকটি সম্পত্তি দখল করছে বলে অভিযোগ ৷ এই নিয়ে উদ্ধবের বক্তব্য, বালাসাহেব ঠাকরের ছবি ও নাম ব্যবহার বন্ধ করে তাঁদের (শিন্ডে গোষ্ঠী) বাবার নাম ও ছবি ব্যবহার করে ভোট চাইবার সাহস দেখানো উচিত ৷ তিনি জানিয়েছেন, যেদিন নির্বাচন কমিশন শিবসেনা (উদ্ধব বালাসাহেব) দল ও জ্বলন্ত মশাল প্রতীক দিয়েছে, সেদিন থেকেই তাঁরা আলাদা রাজনৈতিক দল ৷

আরও পড়ুন: শিন্ডের মানহানির অভিযোগে সঞ্জয় রাউতের বিরুদ্ধে মামলা

মুম্বই (মহারাষ্ট্র), 20 ফেব্রুয়ারি: শিবসেনার (Shiv Sena) নাম ও প্রতীক একনাথ শিন্ডে (Maharashtra CM Eknath Shinde) গোষ্ঠীকে দেওয়া নিয়ে আরও একবার নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে সরব হলেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ৷ সোমবার তিনি দাবি করেছেন যে নির্বাচন কমিশনকে বন্ধ করে দেওয়া উচিত ৷ এর আগে শনিবার তিনি নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ভৃত্য বলেও কটাক্ষ করেছিলেন ৷

এদিন দাদরে শিবসেনা ভবনের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, "নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ভুল । সুপ্রিম কোর্টই (Supreme Court) আমাদের একমাত্র ভরসা ।’’ নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে কেন তাড়াহুড়ো করল, সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷ প্রসঙ্গত, সোমবারই মৌখিকভাবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি ৷ কিন্তু মৌখিক আবেদন গ্রহণ করেনি আদালত ৷ আগামিকাল, মঙ্গলবার এই নিয়ে লিখিত আবেদন জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট ৷

এই ইস্যুতে তিনি আরও একবার বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন ৷ তাঁর অভিযোগ, বিজেপি (BJP) তার নিজস্ব এজেন্ডাকে আরও এগিয়ে নিতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ব্যবহার করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে । এখন তাঁদের সঙ্গে যা হল, তা অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে হতে পারে বলেও শিবসেনা (উদ্ধব বালাসাহেব)-এর নেতা দাবি করেছেন ৷ তাঁর দাবি, "যদি এই ধরনের কাজগুলি নিরবচ্ছিন্ন ভাবে হয়, তাহলে 2024 সালের নির্বাচনের পরে ভারতে গণতন্ত্র বলে কিছুই অবশিষ্ট থাকবে না ৷"

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে গোষ্ঠীকেই গত শুক্রবার আসল শিবসেনা বলে জানিয়ে দেয় নির্বাচন কমিশন ৷ শনিবার ওই ইস্যুতে পালটা শিবসেনার নাম ও প্রতীক তির-ধনুক চুরির অভিযোগ তুলেছিলেন বালাসাহেব ঠাকরের পুত্র ৷ সেই অভিযোগ সোমবার আবার শোনা গেল তাঁর গলায় ৷ এবার তিনি জানালেন, শিবসেনার নাম ও প্রতীক চুরি করা গেলে তাঁর কাছ থেকে ঠাকরে নাম কেউ কেড়ে নিতে পারবে না ৷ তিনি বলেন, "আমি ভাগ্যবান যে বালাসাহেব ঠাকরের পরিবারে জন্মগ্রহণ করেছি ৷"

উদ্ধবের আরও দাবি, বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতারা তাঁর পাশে রয়েছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), শরদ পাওয়ার ও নীতীশ কুমার তাঁর সঙ্গে যোগাযোগ করে পাশে থাকার বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন ৷ উদ্ধবের অনুগামীরা শিবসেনার অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্ট থেকে তহবিল স্থানান্তর করছে বলে অভিযোগ উঠেছে ৷ এই নিয়েও কমিশনের সমালোচনা করেছেন উদ্ধব ঠাকরে ৷ তাঁর দাবি, দলীয় তহবিলের বিষয়ে হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই কমিশনের ৷ কমিশন শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র সুনিশ্চিত করার কাজ করতে পারে ৷ দলীয় তহবিল সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করলে ফৌজদারি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি ।

একনাথ শিন্ডের গোষ্ঠী দলের বেশ কয়েকটি সম্পত্তি দখল করছে বলে অভিযোগ ৷ এই নিয়ে উদ্ধবের বক্তব্য, বালাসাহেব ঠাকরের ছবি ও নাম ব্যবহার বন্ধ করে তাঁদের (শিন্ডে গোষ্ঠী) বাবার নাম ও ছবি ব্যবহার করে ভোট চাইবার সাহস দেখানো উচিত ৷ তিনি জানিয়েছেন, যেদিন নির্বাচন কমিশন শিবসেনা (উদ্ধব বালাসাহেব) দল ও জ্বলন্ত মশাল প্রতীক দিয়েছে, সেদিন থেকেই তাঁরা আলাদা রাজনৈতিক দল ৷

আরও পড়ুন: শিন্ডের মানহানির অভিযোগে সঞ্জয় রাউতের বিরুদ্ধে মামলা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.