ETV Bharat / bharat

No Relief to Mamata: জাতীয় সঙ্গীতে অসম্মানের অভিযোগ, মমতার আবেদন খারিজ করে অস্বস্তি বাড়াল বম্বে হাইকোর্ট

জাতীয় সঙ্গীতে অসম্মানের অভিযোগে (Disrespect of national anthem complaint) দায়রা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আবেদন করেছিলেন (No Relief to Mamata) তা খারিজ করে দিল বম্বে হাইকোর্ট (Bombay HC Refuses to Grant Relief to Mamata)৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Mar 29, 2023, 12:25 PM IST

Updated : Mar 29, 2023, 12:45 PM IST

মুম্বই, 29 মার্চ: জাতীয় সঙ্গীতের অসম্মান করার অভিযোগের (Disrespect of national anthem complaint) ঘটনায় অস্বস্তি বাড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ৷ তাঁর আবেদন খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট (Bombay HC Refuses to Grant Relief to Mamata)৷ গত বছর মুম্বইয়ের একটি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের অসম্মান করার অভিযোগে চলতি বছর জানুয়ারি মাসে দায়রা আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে মামলা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি অমিত বোরকারের সিঙ্গল বেঞ্চ ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অসম্মান করার অভিযোগ সংক্রান্ত মামলায় দায়রা আদালত এই অভিযোগের তদন্তের জন্য ম্যাজিস্ট্রেট আদালতে বিষয়টি ফেরত পাঠিয়েছিল এবং সমন জারি করেছিল । সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী বম্বে হাইকোর্টে আবেদন করেন ৷ তাঁর আবেদনে মমতা বলেন, বিষয়টিকে ফিরিয়ে দেওয়ার পরিবর্তে, পুরো অভিযোগটিই বাতিল করা উচিত ছিল দায়রা আদালতের । যদিও বিচারপতি বোরকার উল্লেখ করেন যে, দায়রা আদালতের আদেশে অবৈধতা ছিল এবং এই মামলায় হাইকোর্টের হস্তক্ষেপের প্রয়োজন নেই ।

2022 সালের মার্চ মাসে ম্যাজিস্ট্রেট আদালত কর্মী বিবেকানন্দ গুপ্তের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি সমন জারি করে অভিযোগ করে যে, মুম্বইয়ের কাফ প্যারেডে যশবন্তরাও চ্যবন অডিটোরিয়ামে একটি জনসভায় মুখ্যমন্ত্রী বসে থাকা অবস্থায় জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেছিলেন এবং পরে উঠে দাঁড়িয়েছিলেন । দুটি স্তবক গেয়ে আচমকা জাতীয় সঙ্গীত থামিয়ে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলেও অভিযোগ করা হয় ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননা মামলার শুনানি 2 নভেম্বর

মুখ্যমন্ত্রী বিশেষ আদালতের সমনকে চ্যালেঞ্জ করেছিলেন । 2023 সালের জানুয়ারি মাসে বিশেষ বিচারক আরএন রোকাদে ম্যাজিস্ট্রেটের দ্বারা জারি করা সমনকে কার্যপ্রণালীগত ভিত্তিতে বাতিল করে দেন এবং ম্যাজিস্ট্রেটকে অভিযোগটি নতুন করে বিবেচনা করতে বলেন । হাইকোর্টে তাঁর আবেদনে, মমতা এই আদেশকে চ্যালেঞ্জ করে দাবি করেন যে, ম্যাজিস্ট্রেটকে নতুন করে বিবেচনা করার নির্দেশ দেওয়ার পরিবর্তে পুরো সমনটাই বাতিল করা উচিত ছিল ।

অভিযোগকারী বিবেকানন্দ গুপ্ত তাঁর অভিযোগে দাবি করেছিলেন যে, মমতা যা করেছেন, তা জাতীয় সঙ্গীতের প্রতি অসম্মান ৷ এটি প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট, 1971-অনুযায়ী একটি অপরাধ । তিনি কাফ প্যারেড থানায় অভিযোগ দায়ের করেছিলেন ৷ কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের দ্বারস্থ হন ।

মুম্বই, 29 মার্চ: জাতীয় সঙ্গীতের অসম্মান করার অভিযোগের (Disrespect of national anthem complaint) ঘটনায় অস্বস্তি বাড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ৷ তাঁর আবেদন খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট (Bombay HC Refuses to Grant Relief to Mamata)৷ গত বছর মুম্বইয়ের একটি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের অসম্মান করার অভিযোগে চলতি বছর জানুয়ারি মাসে দায়রা আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে মামলা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি অমিত বোরকারের সিঙ্গল বেঞ্চ ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অসম্মান করার অভিযোগ সংক্রান্ত মামলায় দায়রা আদালত এই অভিযোগের তদন্তের জন্য ম্যাজিস্ট্রেট আদালতে বিষয়টি ফেরত পাঠিয়েছিল এবং সমন জারি করেছিল । সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী বম্বে হাইকোর্টে আবেদন করেন ৷ তাঁর আবেদনে মমতা বলেন, বিষয়টিকে ফিরিয়ে দেওয়ার পরিবর্তে, পুরো অভিযোগটিই বাতিল করা উচিত ছিল দায়রা আদালতের । যদিও বিচারপতি বোরকার উল্লেখ করেন যে, দায়রা আদালতের আদেশে অবৈধতা ছিল এবং এই মামলায় হাইকোর্টের হস্তক্ষেপের প্রয়োজন নেই ।

2022 সালের মার্চ মাসে ম্যাজিস্ট্রেট আদালত কর্মী বিবেকানন্দ গুপ্তের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি সমন জারি করে অভিযোগ করে যে, মুম্বইয়ের কাফ প্যারেডে যশবন্তরাও চ্যবন অডিটোরিয়ামে একটি জনসভায় মুখ্যমন্ত্রী বসে থাকা অবস্থায় জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেছিলেন এবং পরে উঠে দাঁড়িয়েছিলেন । দুটি স্তবক গেয়ে আচমকা জাতীয় সঙ্গীত থামিয়ে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলেও অভিযোগ করা হয় ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননা মামলার শুনানি 2 নভেম্বর

মুখ্যমন্ত্রী বিশেষ আদালতের সমনকে চ্যালেঞ্জ করেছিলেন । 2023 সালের জানুয়ারি মাসে বিশেষ বিচারক আরএন রোকাদে ম্যাজিস্ট্রেটের দ্বারা জারি করা সমনকে কার্যপ্রণালীগত ভিত্তিতে বাতিল করে দেন এবং ম্যাজিস্ট্রেটকে অভিযোগটি নতুন করে বিবেচনা করতে বলেন । হাইকোর্টে তাঁর আবেদনে, মমতা এই আদেশকে চ্যালেঞ্জ করে দাবি করেন যে, ম্যাজিস্ট্রেটকে নতুন করে বিবেচনা করার নির্দেশ দেওয়ার পরিবর্তে পুরো সমনটাই বাতিল করা উচিত ছিল ।

অভিযোগকারী বিবেকানন্দ গুপ্ত তাঁর অভিযোগে দাবি করেছিলেন যে, মমতা যা করেছেন, তা জাতীয় সঙ্গীতের প্রতি অসম্মান ৷ এটি প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট, 1971-অনুযায়ী একটি অপরাধ । তিনি কাফ প্যারেড থানায় অভিযোগ দায়ের করেছিলেন ৷ কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের দ্বারস্থ হন ।

Last Updated : Mar 29, 2023, 12:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.