ETV Bharat / bharat

Ganesh Chaturthi 2022: কাশীতে চোখ বন্ধ করে ক্যানভাসে গণপতি বাপ্পাকে তুলে ধরলেন এক ভক্ত

কাশীতে এক ভক্ত চোখ বন্ধ করে গণপতি বাপ্পার অসাধারন ছবি এঁকেছেন (Painting of Ganpati) ৷ শিল্পীর নাম বিজয় ৷ তাঁর শিল্প কর্ম লিমকা বুক অফ রেকর্ডসে (Limca Book of Records) জায়গা করে নিয়েছে ৷

devotee of ganapati in varanasi prepares bappa painting in closed eyes
Ganesh Chaturthi 2022
author img

By

Published : Aug 31, 2022, 5:04 PM IST

বারাণসী, 31 অগস্ট: সারা দেশে মহাসমারোহে পালিত হচ্ছে গণেশ উৎসব (Ganesh Chaturthi 2022) । আর এই গণেশ উৎসব শুক্লপক্ষের চতুর্থীতে পালিত হয় । মহারাষ্ট্র থেকে শুরু করে ধর্ম ও আধ্যাত্মিকতার শহর কাশী পর্যন্ত আপামর দেশবাসী গণপতি বাপ্পার পুজোয় মেতে উঠেছেন । মহাদেবের নগরীতেও আজ থেকে তাঁর ছেলের আরাধনা শুরু হয়েছে ৷ বিভিন্ন প্যান্ডেল ও বাড়িতে এদিন গণেশ উৎসবের সূচনা হয় ৷

বিশ্বের প্রাচীনতম শহর কাশীর অসি অঞ্চলে গণপতি বাপ্পার এক ভক্ত রয়েছেন (Devotee of Ganapati in Varanasi) । আরোধ্য দেবতাকে নিজের শ্রদ্ধার্ঘ পৌঁছে দেওয়ার তাঁর পদ্ধতিটাও সবার থেকে আলাদা । বিজয়, পেশায় একজন চিত্রকর ও শিল্পী ৷ বিগত 30 বছর ধরে বন্ধ চোখে মাত্র 1 মিনিটে গণেশের ছবি আঁকছেন তিনি ৷ এই গণেশ চতুর্থীতেও তিনি চোখে কাপড় বেঁধে বাপ্পার ছবি এঁকেছেন (Painting of Ganpati) ।

devotee of ganapati in varanasi prepares bappa painting in closed eyes
500000 এর বেশি গণপতির ছবি এঁকেছেন বিজয়

আরও পড়ুন: গণেশ চতুর্থীর নৈবেদ্য সাজান বিনায়কের প্রিয় রকমারি মোদকে

বিজয় জানান, তিনি বাপ্পার কাছে প্রার্থনাও করেছেন যাতে সারা বিশ্বে শান্তি থাকে এবং কাশীতে মা গঙ্গার রুদ্র রূপ যেন শান্ত হয় (Rudra form of Ganga) ৷ আর এই কামনা করেই তিনি আজ চোখ বন্ধ করে গণেশের ছবিটি আঁকেন ৷ বিজয় আরও জানান, তিনি 30 বছরে 500000-এর বেশি গণপতির ছবি এঁকেছেন ৷ কাশীতে একটানা 51 ঘন্টা ধরে গণেশের একটি চিত্র ক্যানভাসে তুলে ধরেন তিনি । আর তাঁর এই শিল্প কর্ম ইতিমধ্যে লিমকা বুক অফ রেকর্ডসে (Limca Book of Records) জায়গা করে নিয়েছে ৷

বারাণসী, 31 অগস্ট: সারা দেশে মহাসমারোহে পালিত হচ্ছে গণেশ উৎসব (Ganesh Chaturthi 2022) । আর এই গণেশ উৎসব শুক্লপক্ষের চতুর্থীতে পালিত হয় । মহারাষ্ট্র থেকে শুরু করে ধর্ম ও আধ্যাত্মিকতার শহর কাশী পর্যন্ত আপামর দেশবাসী গণপতি বাপ্পার পুজোয় মেতে উঠেছেন । মহাদেবের নগরীতেও আজ থেকে তাঁর ছেলের আরাধনা শুরু হয়েছে ৷ বিভিন্ন প্যান্ডেল ও বাড়িতে এদিন গণেশ উৎসবের সূচনা হয় ৷

বিশ্বের প্রাচীনতম শহর কাশীর অসি অঞ্চলে গণপতি বাপ্পার এক ভক্ত রয়েছেন (Devotee of Ganapati in Varanasi) । আরোধ্য দেবতাকে নিজের শ্রদ্ধার্ঘ পৌঁছে দেওয়ার তাঁর পদ্ধতিটাও সবার থেকে আলাদা । বিজয়, পেশায় একজন চিত্রকর ও শিল্পী ৷ বিগত 30 বছর ধরে বন্ধ চোখে মাত্র 1 মিনিটে গণেশের ছবি আঁকছেন তিনি ৷ এই গণেশ চতুর্থীতেও তিনি চোখে কাপড় বেঁধে বাপ্পার ছবি এঁকেছেন (Painting of Ganpati) ।

devotee of ganapati in varanasi prepares bappa painting in closed eyes
500000 এর বেশি গণপতির ছবি এঁকেছেন বিজয়

আরও পড়ুন: গণেশ চতুর্থীর নৈবেদ্য সাজান বিনায়কের প্রিয় রকমারি মোদকে

বিজয় জানান, তিনি বাপ্পার কাছে প্রার্থনাও করেছেন যাতে সারা বিশ্বে শান্তি থাকে এবং কাশীতে মা গঙ্গার রুদ্র রূপ যেন শান্ত হয় (Rudra form of Ganga) ৷ আর এই কামনা করেই তিনি আজ চোখ বন্ধ করে গণেশের ছবিটি আঁকেন ৷ বিজয় আরও জানান, তিনি 30 বছরে 500000-এর বেশি গণপতির ছবি এঁকেছেন ৷ কাশীতে একটানা 51 ঘন্টা ধরে গণেশের একটি চিত্র ক্যানভাসে তুলে ধরেন তিনি । আর তাঁর এই শিল্প কর্ম ইতিমধ্যে লিমকা বুক অফ রেকর্ডসে (Limca Book of Records) জায়গা করে নিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.