পিথোরাগঢ়, 10 সেপ্টেম্বর: মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত ধারচুলা ৷ শুক্রবার রাতে এই বৃষ্টিতে ধারচুলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ৷ পাহাড় থেকে বয়ে আসা জলের তোড়ে অনেক ধ্বংসাবশেষও ঘরবাড়ির মধ্যে ঢুকে গিয়েছে ৷ বাজারের রাস্তাও ধুলো, বালি, মাটিতে ঢেকে গিয়েছে ৷ তাই রাস্তায় থাকা যানবাহনও চাপা পড়ে গিয়েছে ৷ মল্লি বাজার, খোতিলায় সড়কেও ধ্বংসস্তূপ জমা হয়েছে ৷ মেঘ ভাঙার ঘটনায় নেপালের ঘরবাড়ি ধসে গিয়েছে বলে খবর ৷ জানা গিয়েছে এখনও অনেকের খোঁজ মিলছে না (Heavy devastation due to cloudburst in Dharchula's Khotila in Pithoragarh) ৷
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এক মহিলার মৃত্যু হয়েছে । তাছাড়া 30টি বাড়িও ধ্বংস হয়ে গিয়েছে মেঘ ভাঙা বৃষ্টিতে ৷ জেলাশাসক আশিস চৌহান বলেন, "মেঘ ভেঙে প্রায় 30 টি বাড়ি নষ্ট হয়ে গিয়েছে এবং এক মহিলার মৃত্যু হয়েছে৷"
আরও পড়ুন: পিথোরাগড়ে ভূমিধসে মৃত দুই, চাপা পড়লেন আরও পাঁচজন
গত রাতে ধারচুলার কালি নদীতে জলস্ফীতি হয় ৷ এতে এই অঞ্চলে বিপুল ক্ষতি হয়েছে ৷ বহু বাড়ি জলের তোড়ে ভেসে গিয়েছে ৷ কয়েকটি বাড়ি ভেঙেচুরেও গিয়েছে ৷ শনিবার সকালে নদীর জলের স্রোতে একটি বড় বাড়ি ভেঙে পড়ে এবং জলের মধ্যে ডুবে যায় ৷
জেলাশাসক জানান, এনডিআরএফ (National Disaster Response Force, NDRF) এবং এসডিআরএফ (State Disaster Response Fund, SDRF)-এর দল ত্রাণকার্য শুরু করেছে ৷ কালি নদীতে বন্যার ফলে ইন্দো-নেপাল সীমান্তবর্তী অঞ্চলের গ্রামগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে । এর আগে 20 অগস্ট এই রকম মেঘ ভাঙার ঘটনা ঘটে দেরাদুনে ৷ জলের তোড়ে সব ভেসে যায় রাস্তাঘাট ৷