নয়াদিল্লি, 16 জুলাই: অধ্যক্ষের ডাকা সর্বদলীয় বৈঠক শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই ফের একবার কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien) ৷ 18 জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন (Parliament Monsoon Session 2022) ৷ তার আগে নিয়ম মেনে শনিবারই সর্বদলীয় বৈঠকে (All Party Meeting) বসার ডাক দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Om Birla) ৷ তার ঠিক আগেই এদিন সর্বদলীয় বৈঠক সংক্রান্ত একটি টুইট করেন ডেরেক ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রের বর্তমান সরকার এমন কোনও আলোচনা করার অনুমতি দেয় না, যার সঙ্গে মানুষের স্বার্থ জড়িত রয়েছে ৷
ডেরেকের বার্তা, গণতন্ত্রকে কার্যত উপহাসে পরিণত করেছে বর্তমান সরকার ৷ এমনকী, সর্বদলীয় বৈঠককেও 'ঝুটো' বলে কটাক্ষ করেছেন তিনি ৷ তাঁর দাবি, সরকার পক্ষ সবসময় বোঝাতে চায়, তারা যেকোনও বিষয় নিয়েই আলোচনা করতে প্রস্তুত ৷ কিন্তু, বাস্তবে তেমনটা করা হয় না ৷ বরং, নানা সময় নানা ইস্যুতে বিরোধীদের উপেক্ষা করে বর্তমান সরকার ৷
শনিবার বিকেলেই সর্বদলীয় বৈঠক করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ এদিকে, কয়েক দিন আগেই সংসদের সচিবালয়ের তরফে 'অসংসদীয় শব্দ' (Unparliamentary Words)-এর একটি তালিকা প্রকাশ করা হয়েছে ৷ তাতে এমন অনেক শব্দ রয়েছে, যেগুলি এত দিন মোদি সরকারের বিরুদ্ধে ব্যবহার করে এসেছেন বিরোধীরা ৷ কেন্দ্রের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন ডেরেক ৷ তিনি সাফ জানিয়েছেন, প্রয়োজনে তাঁকে সাসপেন্ড করা হোক ৷ কিন্তু, তিনি তাঁক বাকস্বাধীনতার অধিকার ক্ষুণ্ণ হতে দেবেন না ৷ যদিও লোকসভার অধ্যক্ষের দাবি, কোনও শব্দকেই নতুন করে সংসদে নিষিদ্ধ করা হয়নি ৷ তাই সাংসদরা স্বাধীনভাবেই তাঁদের মতপ্রকাশ করতে পারবেন ৷ কিন্তু, তাঁদের সংসদীয় আচার মেনে চলতে হবে ৷
-
Union govt never allow a discussion on any ‘people centric’ issue in #Parliament They run scared making a mockery of #ParliamentaryDemocracy
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
PRE-SESSION ALL PARTY MEETINGS NOW A SHAM.
PM photo-op where Govt says ‘we are willing to discus any subject’ but end up ignoring Oppn
">Union govt never allow a discussion on any ‘people centric’ issue in #Parliament They run scared making a mockery of #ParliamentaryDemocracy
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 16, 2022
PRE-SESSION ALL PARTY MEETINGS NOW A SHAM.
PM photo-op where Govt says ‘we are willing to discus any subject’ but end up ignoring OppnUnion govt never allow a discussion on any ‘people centric’ issue in #Parliament They run scared making a mockery of #ParliamentaryDemocracy
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 16, 2022
PRE-SESSION ALL PARTY MEETINGS NOW A SHAM.
PM photo-op where Govt says ‘we are willing to discus any subject’ but end up ignoring Oppn
এই বিতর্কের মধ্যেই সংসদের সচিবালয়ের তরফ থেকে জানানো হয়, এবার থেকে সংসদ চত্বরের কোথাও প্রতিবাদ, বিক্ষোভ করা যাবে না ৷ পালন করা যাবে না কোনও ধর্মীয় অনুষ্ঠান ৷ এই ঘটনাতেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধ করার অভিযোগ তুলেছেন বিরোধীরা ৷
এই প্রেক্ষাপটে আসন্ন বাদল অধিবেশনে 24টি নতুন বিল পেশ করবে সরকার পক্ষ ৷ তা নিয়ে বিরোধীরা যাতে বেশি হইচই না করেন, সর্বদলীয় বৈঠকে লোকসভার অধ্যক্ষ সেই বার্তা দিতে পারেন বলে মত ওয়াকিবহাল মহলের ৷ কিন্তু, সেই বৈঠকের আগেই ডেরেকের এই টুইট তাঁর এবং তাঁর দলের সরকারবিরোধী অবস্থান স্পষ্ট করে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷ প্রসঙ্গত, 18 জুলাই থেকে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশন চলবে 12 অগস্ট পর্যন্ত ৷