ETV Bharat / bharat

মোদির চেয়ে মমতা দক্ষ প্রশাসক, রাজ্যসভায় পরিসংখ্যান দিয়ে বোঝালেন ডেরেক

বৃহস্পতিবার রাজ্যসভায় ভাষণ দেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়ান৷ তিনি একেবারে পরিসংখ্যান তুলে ধরে বুঝিয়ে দেন যে কোন কোন ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়ে৷

মোদির চেয়ে মমতা দক্ষ প্রশাসক, রাজ্যসভায় পরিসংখ্যান দিয়ে বোঝালেন ডেরেক
মোদির চেয়ে মমতা দক্ষ প্রশাসক, রাজ্যসভায় পরিসংখ্যান দিয়ে বোঝালেন ডেরেক
author img

By

Published : Feb 4, 2021, 10:50 PM IST

দিল্লি, 4 ফেব্রুয়ারি : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়ে অনেক ভালো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রশাসনিক দক্ষতায় তিনি মোদির চেয়ে অনেক এগিয়ে৷ বৃহস্পতিবার রাজ্যসভায় মুখ্যমন্ত্রীর এমনই ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়ান৷

এখন সংসদে বাজেট অধিবেশনের প্রথম দফা চলছে৷ সেখানে রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তৃতা দিচ্ছেন বিভিন্ন দলের সাংসদরা৷ এদিন রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে কেন্দ্রের বিজেপি শাসিত সরকারকে কার্যত তুলোধনা করেন ডেরেক৷ বিজেপির সরকার কোথায় কোথায় পিছিয়ে রয়েছে এবং সেই সব ক্ষেত্রে বাংলার অবস্থা ঠিক কী তা একেবারে পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা৷

অনেকটা জনসভায় ভাষণ দেওয়ার ঢংয়ে এদিন তৃণমূলের এই সাংসদ বলেন, ‘‘আগে দিল্লি সামলা৷ তার পর ভাবিস বাংলা৷’’ কারণ, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বাংলা দখলের জন্য জোরদার প্রচারে নেমেছে বিজেপি৷ গেরুয়া শিবির থেকে বারবার দাবি করা হচ্ছে যে বাংলা মমতার জমানায় উন্নয়নে পিছিয়ে পড়ছে৷ তাই বিজেপি ক্ষমতায় এলে বাংলায় গুজরাট মডেল চালু করা হবে৷

বৃহস্পতিবার রাজ্যসভায় ডেরেক ও’ব্রায়ান বিজেপির গুজরাট মডেলকে ‘ফেক’ বলে উল্লেখ করেছেন৷ একেবারে পরিসংখ্যান তুলে ধরে বুঝিয়েছেন, গুজরাটের থেকে বাংলা কোন কোন বিভাগে এগিয়ে রয়েছে৷ তাঁর অভিযোগ, করোনা প্যানডেমিকের প্রভাব পড়ার আগেই গোটা দেশের অর্থনীতিকে নষ্ট করে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার৷ কিন্তু এখন করোনার ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি৷ কেন এটা করা হচ্ছে সেই প্রশ্নও তোলেন ডেরেক৷

একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের এই রাজ্যসভার সাংসদের বক্তব্য, করোনা প্যানডেমিকের সময় গোটা দেশে 1 কোটি মানুষ কাজ হারিয়েছেন৷ কিন্তু বাংলায় পরিস্থিতি একেবারে উল্টো৷ এখানে প্যানডেমিকের সময় বেকারত্বের হার 40 শতাংশ কমেছে বলে তিনি দাবি করেন৷ আর এই তথ্য তিনি ভারত সরকারের কাছ থেকেই পেয়েছেন বলে জানান৷

আরও পড়ুন : তৃণমূলের বিকল্প উন্নত তৃণমূল, মমতার স্লোগানে বামেদের ছায়া

অন্যদিকে বিজেপি বারবার অভিযোগ করে যে মমতার জমানায় পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের ঘটনা মারাত্মক ভাবে বেড়েছে৷ তৃণমূল কংগ্রেস যদিও এই অভিযোগ কখনও মানতে চায় না৷ বরং হাথরস-সহ একাধিক জায়গার উদাহরণ তুলে ধরে ঘাসফুল শিবির পালটা নিশানা করে গেরুয়া শিবিরকে৷ তবে এদিন সংসদে একেবারে পরিসংখ্যান তুলে ধরে ডেরেক ও’ব্রায়ান জানিয়েছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধ অনেক বেশি৷ সেখানে বাংলায় এই ধরনের ঘটনা ‘মাইনাসে’ রয়েছে৷

দিল্লি, 4 ফেব্রুয়ারি : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়ে অনেক ভালো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রশাসনিক দক্ষতায় তিনি মোদির চেয়ে অনেক এগিয়ে৷ বৃহস্পতিবার রাজ্যসভায় মুখ্যমন্ত্রীর এমনই ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়ান৷

এখন সংসদে বাজেট অধিবেশনের প্রথম দফা চলছে৷ সেখানে রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তৃতা দিচ্ছেন বিভিন্ন দলের সাংসদরা৷ এদিন রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে কেন্দ্রের বিজেপি শাসিত সরকারকে কার্যত তুলোধনা করেন ডেরেক৷ বিজেপির সরকার কোথায় কোথায় পিছিয়ে রয়েছে এবং সেই সব ক্ষেত্রে বাংলার অবস্থা ঠিক কী তা একেবারে পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা৷

অনেকটা জনসভায় ভাষণ দেওয়ার ঢংয়ে এদিন তৃণমূলের এই সাংসদ বলেন, ‘‘আগে দিল্লি সামলা৷ তার পর ভাবিস বাংলা৷’’ কারণ, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বাংলা দখলের জন্য জোরদার প্রচারে নেমেছে বিজেপি৷ গেরুয়া শিবির থেকে বারবার দাবি করা হচ্ছে যে বাংলা মমতার জমানায় উন্নয়নে পিছিয়ে পড়ছে৷ তাই বিজেপি ক্ষমতায় এলে বাংলায় গুজরাট মডেল চালু করা হবে৷

বৃহস্পতিবার রাজ্যসভায় ডেরেক ও’ব্রায়ান বিজেপির গুজরাট মডেলকে ‘ফেক’ বলে উল্লেখ করেছেন৷ একেবারে পরিসংখ্যান তুলে ধরে বুঝিয়েছেন, গুজরাটের থেকে বাংলা কোন কোন বিভাগে এগিয়ে রয়েছে৷ তাঁর অভিযোগ, করোনা প্যানডেমিকের প্রভাব পড়ার আগেই গোটা দেশের অর্থনীতিকে নষ্ট করে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার৷ কিন্তু এখন করোনার ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি৷ কেন এটা করা হচ্ছে সেই প্রশ্নও তোলেন ডেরেক৷

একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের এই রাজ্যসভার সাংসদের বক্তব্য, করোনা প্যানডেমিকের সময় গোটা দেশে 1 কোটি মানুষ কাজ হারিয়েছেন৷ কিন্তু বাংলায় পরিস্থিতি একেবারে উল্টো৷ এখানে প্যানডেমিকের সময় বেকারত্বের হার 40 শতাংশ কমেছে বলে তিনি দাবি করেন৷ আর এই তথ্য তিনি ভারত সরকারের কাছ থেকেই পেয়েছেন বলে জানান৷

আরও পড়ুন : তৃণমূলের বিকল্প উন্নত তৃণমূল, মমতার স্লোগানে বামেদের ছায়া

অন্যদিকে বিজেপি বারবার অভিযোগ করে যে মমতার জমানায় পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের ঘটনা মারাত্মক ভাবে বেড়েছে৷ তৃণমূল কংগ্রেস যদিও এই অভিযোগ কখনও মানতে চায় না৷ বরং হাথরস-সহ একাধিক জায়গার উদাহরণ তুলে ধরে ঘাসফুল শিবির পালটা নিশানা করে গেরুয়া শিবিরকে৷ তবে এদিন সংসদে একেবারে পরিসংখ্যান তুলে ধরে ডেরেক ও’ব্রায়ান জানিয়েছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধ অনেক বেশি৷ সেখানে বাংলায় এই ধরনের ঘটনা ‘মাইনাসে’ রয়েছে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.