ETV Bharat / bharat

Cricket Betting: ক্রিকেট বেটিংয়ে 8 কোটিরও বেশি টাকা জালিয়াতি, গ্রেফতার বেসরকারি ব্যাংকের ডেপুটি ম্যানেজার - Cricket Betting

রক্ষকই ভক্ষক ! ক্রিকেট বেটিং করে 128 জন গ্রাহকের গোল্ড লোন অ্যাকাউন্ট ব্যবহার করে ব্যাংকের সঙ্গে 8 কোটি 65 লাখ টাকার প্রতারণা ৷ দীর্ঘদিন গা ঢাকা দিয়ে অবশেষে গ্রেফতার বেসরকারি ব্যাংকের ডেপুটি ম্যানেজার ৷

Etv Bharat
ক্রিকেট বেটিং প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 11:01 PM IST

ওয়ারাঙ্গল (তেলেঙ্গানা), 12 সেপ্টেম্বর: ক্রিকেট বেটিং করে জালিয়াতির অভিযোগ উঠল আইসিআইসিআই ব্যাংকের ডেপুটি ম্যানেজারের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ওয়ারাঙ্গল জেলার নার্সামপেট এলাকায় ৷ ব্যাংকের ডেপুটি ম্যানেজার বাইরিশেত্তি কার্তিক ব্যাংকের সঙ্গে প্রতারণা করে 8.65 কোটি টাকা সরিয়ে নেন ৷ জাল রেকর্ড তৈরি করে ব্যাংকের টাকা চুরি করেন তিনি ৷ জালিয়াতির বিষয়টি অডিটে ধরা পড়ায় ব্যাংক কর্মকর্তারা ডেপুটি ম্যানেজারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ৷ দীর্ঘদিন ফেরার থাকার পর মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ আদালতে তোলা হলে 14 দিন নিজেদের রিমান্ডে নেয় পুলিশ ৷ জেরায় কার্তিক পুলিশকে জানান, ক্রিকেট বাজিতে হেরে সেই টাকা খুইয়ে ফেলেছেন তিনি ৷ তবে পুলিশ জানিয়েছে এই কেলঙ্কারিতে গ্রাহকদের কোনও সমস্যা হয়নি ৷ তাদের চিন্তার কোনও কারণ নেই ৷

পুলিশ জানিয়েছে, বৈরিশেত্তি কার্তিক ওয়ারাঙ্গল জেলার নার্সামপেট শহরে অবস্থিত আইসিআইসিআই ব্যাংকের গোল্ড লোন বিভাগে ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন ৷ গোল্ড লোন-সহ তার রিনিউয়াল ও তা বন্ধ করার বিষয়গুলি দেখতেন ৷ ক্রিকেট বেটিংয়ে হেরে গিয়ে তিনি কোটি টাকা খোয়ান ৷ এই অবস্থায় টাকা কীভাবে পরিশোধ করবেন তা না জেনে ব্যাংক প্রতারণার চেষ্টা করেন ৷ সেই কারণে 128 জন গ্রাহকের ব্যাংকের গোল্ড লোন অ্যাকাউন্ট ব্যবহার করেন তিনি ৷ সেখান থেকে 8.65 কোটি টাকা সরিয়ে নেন ৷

গ্রাহকরা লোন পরিশোধ করতে এলে তিনি টাকা নিয়ে তাঁদের সোনা ফেরত দেন ৷ তবে লোনের সেই অ্যাকাউন্ট কে বন্ধ করেছে তা তিনি জানাননি ৷ সংশ্লিষ্ট অ্যাকাউন্টে মাসিক সুদ জমা করতেন ৷ তাঁর ভুয়ো অ্যাকাউন্টে গ্রাহকদের টাকা রাখতেন ৷ যদিও গ্রাহকদের কেউ এই বিষয়ে অভিযোগ জানাননি ৷ ব্যাংকে তাদের অ্যাকাউন্ট এখনও চালু আছে তা দেখানো হলে কেউ সন্দেহ করেননি ৷

প্রসঙ্গত, গত বছর 14 অগস্ট ব্যাংকের অডিট আধিকারিকরা হিসাব করে দেখেন 8 কোটি 65 লাখ টাকার বেনিয়ম হয়েছে ৷ তখনই তাঁরা থানায় অভিযোগ দায়ের করেন ৷ তদন্তে ডেপুটি ম্যানেজারের জালিয়াতির বিষয়টি প্রকাশ পায় ৷ অবস্থা টের পেয়ে পালিয়ে যায় অভিযুক্ত কার্তিক ৷ খুঁজে খুঁজে দু'দিন আগে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ তদন্তে উঠে আসে 2019 থেকে অগস্টের 2023 পর্যন্ত তিনি এই শাখায় 8.65 কোটি টাকার ব্যাংক জালিয়াতি করেছেন ৷

আরও পড়ুন : ক্রিকেট বেটিংয়ে খোয়া গিয়েছে 100 কোটি ! 12 বছরেও হুঁশ ফেরেনি হায়দরাবাদের বাসিন্দার

ওয়ারাঙ্গল (তেলেঙ্গানা), 12 সেপ্টেম্বর: ক্রিকেট বেটিং করে জালিয়াতির অভিযোগ উঠল আইসিআইসিআই ব্যাংকের ডেপুটি ম্যানেজারের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ওয়ারাঙ্গল জেলার নার্সামপেট এলাকায় ৷ ব্যাংকের ডেপুটি ম্যানেজার বাইরিশেত্তি কার্তিক ব্যাংকের সঙ্গে প্রতারণা করে 8.65 কোটি টাকা সরিয়ে নেন ৷ জাল রেকর্ড তৈরি করে ব্যাংকের টাকা চুরি করেন তিনি ৷ জালিয়াতির বিষয়টি অডিটে ধরা পড়ায় ব্যাংক কর্মকর্তারা ডেপুটি ম্যানেজারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ৷ দীর্ঘদিন ফেরার থাকার পর মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ আদালতে তোলা হলে 14 দিন নিজেদের রিমান্ডে নেয় পুলিশ ৷ জেরায় কার্তিক পুলিশকে জানান, ক্রিকেট বাজিতে হেরে সেই টাকা খুইয়ে ফেলেছেন তিনি ৷ তবে পুলিশ জানিয়েছে এই কেলঙ্কারিতে গ্রাহকদের কোনও সমস্যা হয়নি ৷ তাদের চিন্তার কোনও কারণ নেই ৷

পুলিশ জানিয়েছে, বৈরিশেত্তি কার্তিক ওয়ারাঙ্গল জেলার নার্সামপেট শহরে অবস্থিত আইসিআইসিআই ব্যাংকের গোল্ড লোন বিভাগে ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন ৷ গোল্ড লোন-সহ তার রিনিউয়াল ও তা বন্ধ করার বিষয়গুলি দেখতেন ৷ ক্রিকেট বেটিংয়ে হেরে গিয়ে তিনি কোটি টাকা খোয়ান ৷ এই অবস্থায় টাকা কীভাবে পরিশোধ করবেন তা না জেনে ব্যাংক প্রতারণার চেষ্টা করেন ৷ সেই কারণে 128 জন গ্রাহকের ব্যাংকের গোল্ড লোন অ্যাকাউন্ট ব্যবহার করেন তিনি ৷ সেখান থেকে 8.65 কোটি টাকা সরিয়ে নেন ৷

গ্রাহকরা লোন পরিশোধ করতে এলে তিনি টাকা নিয়ে তাঁদের সোনা ফেরত দেন ৷ তবে লোনের সেই অ্যাকাউন্ট কে বন্ধ করেছে তা তিনি জানাননি ৷ সংশ্লিষ্ট অ্যাকাউন্টে মাসিক সুদ জমা করতেন ৷ তাঁর ভুয়ো অ্যাকাউন্টে গ্রাহকদের টাকা রাখতেন ৷ যদিও গ্রাহকদের কেউ এই বিষয়ে অভিযোগ জানাননি ৷ ব্যাংকে তাদের অ্যাকাউন্ট এখনও চালু আছে তা দেখানো হলে কেউ সন্দেহ করেননি ৷

প্রসঙ্গত, গত বছর 14 অগস্ট ব্যাংকের অডিট আধিকারিকরা হিসাব করে দেখেন 8 কোটি 65 লাখ টাকার বেনিয়ম হয়েছে ৷ তখনই তাঁরা থানায় অভিযোগ দায়ের করেন ৷ তদন্তে ডেপুটি ম্যানেজারের জালিয়াতির বিষয়টি প্রকাশ পায় ৷ অবস্থা টের পেয়ে পালিয়ে যায় অভিযুক্ত কার্তিক ৷ খুঁজে খুঁজে দু'দিন আগে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ তদন্তে উঠে আসে 2019 থেকে অগস্টের 2023 পর্যন্ত তিনি এই শাখায় 8.65 কোটি টাকার ব্যাংক জালিয়াতি করেছেন ৷

আরও পড়ুন : ক্রিকেট বেটিংয়ে খোয়া গিয়েছে 100 কোটি ! 12 বছরেও হুঁশ ফেরেনি হায়দরাবাদের বাসিন্দার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.