ETV Bharat / bharat

TS Singh Deo: জয় নিয়ে আত্মবিশ্বাসী হলেও আত্মতুষ্ট না হওয়ার পরামর্শ ছত্তিশগড়ের বিদায়ী উপমুখ্যমন্ত্রীর - ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী

সোমবার রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং মিজোরাম পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ এর মধ্যে একমাত্র ছত্তিশগড়ে হবে দু'দফায় ভোট ৷ এদিন থেকেই পাঁচ রাজ্যে লাগু হয়েছে নির্বাচনী আদর্শ আচরণ বিধিও ৷ আর এদিনই নির্বাচন নিয়ে চরম আত্মবিশ্বাসের সুর শোনা গেল ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী তথা এআইসিসি নেতা ত্রিভুবনেশ্বর শরণ সিং দেও'র গলায় ৷ একান্ত সাক্ষাৎকার নিলেন ইটিভি ভারতের প্রতিনিধি অনিরুদ্ধ মজুমদার।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 7:26 PM IST

ছত্তিশগড়ের বিদায়ী উপমুখ্যমন্ত্রী

হায়দরাবাদ, 9 অক্টোবর: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ আর সেদিনই অর্থাৎ সোমবার নির্বাচন নিয়ে চরম আত্মবিশ্বাসের সুর শোনা গেল ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী তথা এআইসিসি নেতা ত্রিভুবনেশ্বর শরন সিং দেও'র গলায় ৷ দল যে ফের রাজ্যে ক্ষমতায় আসছে সে বিষয়ে নিশ্চিত হলেও এদিন সাবধানবাণীও দিয়ে রাখলেন টিএস দেও ৷ একই সঙ্গে, দলের নেতা-কর্মীদের উদ্দেশেও কার্যত সতর্ক বার্তা দিলেন রাজ্যের বিদায়ী উপমুখ্যমন্ত্রী ৷

সোমের সকালেই রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং মিজোরাম পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ এর মধ্যে একমাত্র ছত্তিশগড়ে হবে দু'দফায় ভোট ৷ ঘোষণার পরই পাঁচ রাজ্যে লাগু হয়েছে নির্বাচনী আদর্শ আচরণ বিধিও ৷ তাৎপর্যপূর্ণভাবে এদিনই ওয়ার্কিং কমিটিরও বৈঠক করে কংগ্রেস ৷ আর সেই বৈঠকের পরই ইটিভি ভারত-এর কাছে নির্বাচন নিয়ে মুখ খুললেন রাজ্যের বিদায়ী উপমুখ্যমন্ত্রী টিএস সিং দেও ৷ তিনি এদিন স্পষ্ট জানান, রাজ্য কংগ্রেস সরকার গত পাঁচ বছরে যে উন্নয়নমূলক কাজ করেছে, তাকে হাতিয়ার করেই আরও একবার ভোটের ময়দানে নামবে দল ৷ এর পাশাপাশি অবশ্য কাজ কিছু যে বাকিও আছে তাও সাফ করে দিয়েছেন দেও ৷

ইটিভি ভারতের প্রতিনিধিকে তিনি বলেন, "আমাদের প্রস্তুতি সম্পূর্ণ ৷ সব কাজ ঠিকভাবেই এগোচ্ছে ৷ আমরা অবশ্যই সম্পূর্ণ আত্মবিশ্বাসী ৷ কিন্তু কখনওই চাইব না, অতি আত্মবিশ্বাসী হয়ে কোনও কাজে ভুল হয়ে যাক ৷" এরই সঙ্গে, দেও বলেন, "মানুষের জন্য কাজ করেছি ৷ বেশ কিছু বড় প্রোজেক্ট বাস্তবায়িত হয়েছে ৷ বেশ কিছু কাজ বাকিও আছে ৷ আর আমরা চাইব, গত বার মানুষ বিশ্বাস করেছিল, এবার ভরসা রাখবে ৷"

একই সঙ্গে, বিরোধীদের একেবারেই ধর্তব্যের মধ্যেই আনলেন না টিএস দেও ৷ নির্বাচন ঘোষণা হলেও দেও'র কথা থেকেই স্পষ্ট রাজ্যে ভোট বৈতরণী পার করার ক্ষেত্রে কংগ্রেসের প্রস্তুতি অনেক আগে থেকেই ছিল ৷ এবং গত পাঁচ বছরে যে উন্নয়ন মূলক কাজ করেছে সরকার সেই উন্নয়নের নীরিখেই যে ফের ভোট চাইতে যাবে কংগ্রেস, তাও এদিন জানিয়ে দিয়েছেন বিদায়ী উপমুখ্যমন্ত্রী ৷ দেও'র কথায়, "ভোটের জন্য আমরা প্রস্তুত ৷ গতবারের তুলনায় মাত্র দুইদিন আগে নির্বাচন ঘোষণা হয়েছে ৷ তাতে কিছু যায় আসে না ৷ শুধু বড় পরীক্ষার আগে যেমন টেনশনের চোরা স্রোত থাকে, তা এক্ষেত্রেও আছে ৷ কিন্তু আমরা আত্মবিশ্বাসী ৷"

আরও পড়ুন: 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের, দেখে নিন কবে কোথায় ভোট ?

2008 সাল থেকে অম্বিকাপুর আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়ে আসছেন টিএস দেও ৷ 2008 থেকে 13 সাল পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন টিএস সিং দেও ৷ এরপর 2018 সালে বাঘেল সরকারের পঞ্চায়েত দফতর সামলেছেন ৷ শেষে চলতি বছর রাজ্যের উপমুখ্যমন্ত্রীর দায়িত্বও দেওয়া হয় টিএস দেও-কে ৷ অন্যদিকে, দুই দফায় আগামী 7 ও 17 নভেম্বর ছত্তিশগড় বিধানসভার 90 আসনের ভোট গ্রহণ হবে ৷ পাঁচ রাজ্যের ভোটের ফল ঘোষণা হবে আগামী 3 ডিসেম্বর ৷

ছত্তিশগড়ের বিদায়ী উপমুখ্যমন্ত্রী

হায়দরাবাদ, 9 অক্টোবর: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ আর সেদিনই অর্থাৎ সোমবার নির্বাচন নিয়ে চরম আত্মবিশ্বাসের সুর শোনা গেল ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী তথা এআইসিসি নেতা ত্রিভুবনেশ্বর শরন সিং দেও'র গলায় ৷ দল যে ফের রাজ্যে ক্ষমতায় আসছে সে বিষয়ে নিশ্চিত হলেও এদিন সাবধানবাণীও দিয়ে রাখলেন টিএস দেও ৷ একই সঙ্গে, দলের নেতা-কর্মীদের উদ্দেশেও কার্যত সতর্ক বার্তা দিলেন রাজ্যের বিদায়ী উপমুখ্যমন্ত্রী ৷

সোমের সকালেই রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং মিজোরাম পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ এর মধ্যে একমাত্র ছত্তিশগড়ে হবে দু'দফায় ভোট ৷ ঘোষণার পরই পাঁচ রাজ্যে লাগু হয়েছে নির্বাচনী আদর্শ আচরণ বিধিও ৷ তাৎপর্যপূর্ণভাবে এদিনই ওয়ার্কিং কমিটিরও বৈঠক করে কংগ্রেস ৷ আর সেই বৈঠকের পরই ইটিভি ভারত-এর কাছে নির্বাচন নিয়ে মুখ খুললেন রাজ্যের বিদায়ী উপমুখ্যমন্ত্রী টিএস সিং দেও ৷ তিনি এদিন স্পষ্ট জানান, রাজ্য কংগ্রেস সরকার গত পাঁচ বছরে যে উন্নয়নমূলক কাজ করেছে, তাকে হাতিয়ার করেই আরও একবার ভোটের ময়দানে নামবে দল ৷ এর পাশাপাশি অবশ্য কাজ কিছু যে বাকিও আছে তাও সাফ করে দিয়েছেন দেও ৷

ইটিভি ভারতের প্রতিনিধিকে তিনি বলেন, "আমাদের প্রস্তুতি সম্পূর্ণ ৷ সব কাজ ঠিকভাবেই এগোচ্ছে ৷ আমরা অবশ্যই সম্পূর্ণ আত্মবিশ্বাসী ৷ কিন্তু কখনওই চাইব না, অতি আত্মবিশ্বাসী হয়ে কোনও কাজে ভুল হয়ে যাক ৷" এরই সঙ্গে, দেও বলেন, "মানুষের জন্য কাজ করেছি ৷ বেশ কিছু বড় প্রোজেক্ট বাস্তবায়িত হয়েছে ৷ বেশ কিছু কাজ বাকিও আছে ৷ আর আমরা চাইব, গত বার মানুষ বিশ্বাস করেছিল, এবার ভরসা রাখবে ৷"

একই সঙ্গে, বিরোধীদের একেবারেই ধর্তব্যের মধ্যেই আনলেন না টিএস দেও ৷ নির্বাচন ঘোষণা হলেও দেও'র কথা থেকেই স্পষ্ট রাজ্যে ভোট বৈতরণী পার করার ক্ষেত্রে কংগ্রেসের প্রস্তুতি অনেক আগে থেকেই ছিল ৷ এবং গত পাঁচ বছরে যে উন্নয়ন মূলক কাজ করেছে সরকার সেই উন্নয়নের নীরিখেই যে ফের ভোট চাইতে যাবে কংগ্রেস, তাও এদিন জানিয়ে দিয়েছেন বিদায়ী উপমুখ্যমন্ত্রী ৷ দেও'র কথায়, "ভোটের জন্য আমরা প্রস্তুত ৷ গতবারের তুলনায় মাত্র দুইদিন আগে নির্বাচন ঘোষণা হয়েছে ৷ তাতে কিছু যায় আসে না ৷ শুধু বড় পরীক্ষার আগে যেমন টেনশনের চোরা স্রোত থাকে, তা এক্ষেত্রেও আছে ৷ কিন্তু আমরা আত্মবিশ্বাসী ৷"

আরও পড়ুন: 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের, দেখে নিন কবে কোথায় ভোট ?

2008 সাল থেকে অম্বিকাপুর আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়ে আসছেন টিএস দেও ৷ 2008 থেকে 13 সাল পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন টিএস সিং দেও ৷ এরপর 2018 সালে বাঘেল সরকারের পঞ্চায়েত দফতর সামলেছেন ৷ শেষে চলতি বছর রাজ্যের উপমুখ্যমন্ত্রীর দায়িত্বও দেওয়া হয় টিএস দেও-কে ৷ অন্যদিকে, দুই দফায় আগামী 7 ও 17 নভেম্বর ছত্তিশগড় বিধানসভার 90 আসনের ভোট গ্রহণ হবে ৷ পাঁচ রাজ্যের ভোটের ফল ঘোষণা হবে আগামী 3 ডিসেম্বর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.