ETV Bharat / bharat

ঘন কুয়াশায় আরও কমল দৃশ্যমানতা, দিল্লিতে জারি শৈত্যপ্রবাহ; ব্যাহত বিমান পরিষেবা - দিল্লির ঠান্ডা

Delhi Fog: ঘন কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে প্রতিদিনই দিল্লিতে ব্যাহত হচ্ছে যাতায়াত পরিষেবা ৷ শনিবার মরশুমের শীতলতম দিন দেখেছে রাজধানীবাসী ৷ গতকাল পারদ নামে 3.6 ডিগ্রিতে ৷ সেইসঙ্গে মৌসম ভবেনর তরফে জারি করা হয় শৈত্যপ্রবাহের সতর্কতা ৷ সড়কপথ তো বটেই আর ঘন কুয়াশার কারণে দিল্লিতে রেল থেকে বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে প্রতিদিনই ৷ যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়।

ঘন কুয়াশায় দিল্লিতে কমল দৃশ্যমানতা
Delhi Fog
author img

By ANI

Published : Jan 14, 2024, 10:11 AM IST

নয়াদিল্লি, 14 জানুয়ারি: দিল্লিবাসী শনিবার মরশুমের শীতলতম দিন দেখলেও আজ, রবিবার খানিকটা পারদ চড়ল ৷ যদিও বিশেষ হেরফের নেই ৷ রবিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করছে ৷ গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 3.6 ৷ সবমিলিয়ে রাজধানীতে জারি রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা ৷ সেইসঙ্গে ঘন কুয়াশার দৃশ্যমানত্য আরও কমেছে দিল্লিতে ৷ ব্যাহত হয়েছে রেল এবং বিমান পরিষেবা ৷ দিল্লি-সহ উত্তরভারত জুড়ে চলছে প্রচণ্ড শৈত্যপ্রবাহ। যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো মেঘলা থাকার পর সন্ধ্যা থেকে কুয়াশার চাদরে ঢাকছে রাজধানী।

সংবাদসংস্থা এএনআইজানিয়েছে, চলতি শীতের মরশুমে প্রথমবারের মতো গঙ্গানগর, পাতিয়ালা, অম্বালা, চণ্ডীগড়, পালাম, সফদারজং, বেরেলি, লখনউ, বাহরাইচ, বারাণসী, প্রয়াগরাজ এবং তেজপুরে (অসম) দৃশ্যমান্যতা শূন্য হয়ে গিয়েছে ৷ এদিন খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরে সকালের সাতটি বিমানের অভিমুখ অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷ এক আধিকারিক বলেন, "ভোর 4:30টা থেকে 7.30টার মধ্যে 6টি বিমানের গতিপথ বদলে জয়পুরে এবং 1টি বিমান অভিমুখ বদলে মুম্বই করে দেওয়া হয়েছে।

আগামী চার দিন দেশের উত্তর-পশ্চিম অঞ্চলে শৈত্যপ্রবাহ থেকে অতি শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী 7 দিনও ঠান্ডা থেকে রেহাই নেই রাজধানীর ৷ সেইসঙ্গে জারি থাকবে শৈত্যপ্রবাহ, এদিন এমনই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ৷ মৌসম ভবনের তরফে কিছু সতর্কবার্তা দেওয়া হয়েছে ৷ তা হল- প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরনোর দরকার নেই ৷ গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে ৷ পাশাপাশি রাজধানীতে ঘন কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে প্রতিদিনই দিল্লিতে কিছু ট্রেন দেরিতে চলছে। যার ফলে রেল পরিষেবা বিঘ্নিত হচ্ছে ও দূরপাল্লার যাত্রীদের অসুবিধাও হচ্ছে।

  • For the first time this winter season, zero meter visibility has been recorded in Ganganagar, Patiala, Ambala, Chandigarh, Palam, Safdarjung, Bareilly, Lucknow, Bahraich, Varanasi, Prayagraj and Tezpur (Assam): IMD.

    — ANI (@ANI) January 14, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:

  1. মরশুমের শীতলতম দিনে কাঁপছে রাজধানীও! পারদ পতনে জারি শৈত্যপ্রবাহের সতর্কতা
  2. কুয়াশার চাদরে দিল্লি, বিঘ্নিত উড়ান ও ট্রেন চলাচল
  3. ভোরে দিল্লির দৃশ্যমানতা নামল 50 মিটারে, ঘন কুয়াশার জেরে বিঘ্নিত বিমান পরিষেবা; প্রভাব ট্রেন চলাচলেও

নয়াদিল্লি, 14 জানুয়ারি: দিল্লিবাসী শনিবার মরশুমের শীতলতম দিন দেখলেও আজ, রবিবার খানিকটা পারদ চড়ল ৷ যদিও বিশেষ হেরফের নেই ৷ রবিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করছে ৷ গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 3.6 ৷ সবমিলিয়ে রাজধানীতে জারি রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা ৷ সেইসঙ্গে ঘন কুয়াশার দৃশ্যমানত্য আরও কমেছে দিল্লিতে ৷ ব্যাহত হয়েছে রেল এবং বিমান পরিষেবা ৷ দিল্লি-সহ উত্তরভারত জুড়ে চলছে প্রচণ্ড শৈত্যপ্রবাহ। যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো মেঘলা থাকার পর সন্ধ্যা থেকে কুয়াশার চাদরে ঢাকছে রাজধানী।

সংবাদসংস্থা এএনআইজানিয়েছে, চলতি শীতের মরশুমে প্রথমবারের মতো গঙ্গানগর, পাতিয়ালা, অম্বালা, চণ্ডীগড়, পালাম, সফদারজং, বেরেলি, লখনউ, বাহরাইচ, বারাণসী, প্রয়াগরাজ এবং তেজপুরে (অসম) দৃশ্যমান্যতা শূন্য হয়ে গিয়েছে ৷ এদিন খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরে সকালের সাতটি বিমানের অভিমুখ অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷ এক আধিকারিক বলেন, "ভোর 4:30টা থেকে 7.30টার মধ্যে 6টি বিমানের গতিপথ বদলে জয়পুরে এবং 1টি বিমান অভিমুখ বদলে মুম্বই করে দেওয়া হয়েছে।

আগামী চার দিন দেশের উত্তর-পশ্চিম অঞ্চলে শৈত্যপ্রবাহ থেকে অতি শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী 7 দিনও ঠান্ডা থেকে রেহাই নেই রাজধানীর ৷ সেইসঙ্গে জারি থাকবে শৈত্যপ্রবাহ, এদিন এমনই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ৷ মৌসম ভবনের তরফে কিছু সতর্কবার্তা দেওয়া হয়েছে ৷ তা হল- প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরনোর দরকার নেই ৷ গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে ৷ পাশাপাশি রাজধানীতে ঘন কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে প্রতিদিনই দিল্লিতে কিছু ট্রেন দেরিতে চলছে। যার ফলে রেল পরিষেবা বিঘ্নিত হচ্ছে ও দূরপাল্লার যাত্রীদের অসুবিধাও হচ্ছে।

  • For the first time this winter season, zero meter visibility has been recorded in Ganganagar, Patiala, Ambala, Chandigarh, Palam, Safdarjung, Bareilly, Lucknow, Bahraich, Varanasi, Prayagraj and Tezpur (Assam): IMD.

    — ANI (@ANI) January 14, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:

  1. মরশুমের শীতলতম দিনে কাঁপছে রাজধানীও! পারদ পতনে জারি শৈত্যপ্রবাহের সতর্কতা
  2. কুয়াশার চাদরে দিল্লি, বিঘ্নিত উড়ান ও ট্রেন চলাচল
  3. ভোরে দিল্লির দৃশ্যমানতা নামল 50 মিটারে, ঘন কুয়াশার জেরে বিঘ্নিত বিমান পরিষেবা; প্রভাব ট্রেন চলাচলেও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.