নয়াদিল্লি, 27 মে : পোষ্য কুকুরের পিঠে হাইড্রোজেন বেলুন বেঁধে তাকে শূন্যে ভাসালেন দিল্লির এক ইউটিউবার ৷ তার গৌরবজোন নামে ইউটিউব চ্যানেলে সেই ভিডিয়ো আপলোড করেন তিনি ৷ মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় ৷ এরপর পশুদের প্রতি নৃশংস আচরণের অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷
সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ইউটিউবার গৌরব তাঁর পোষা কুকুর ডলারকে নিয়ে একটি পার্কে রয়েছেন ৷ সেখানেই কুকুরটির পিঠে বেশ কয়েকটি রঙ-বেরঙের বেলুন বেঁধে দিয়েছেন তিনি ৷ গোটা ঘটনার ব্যাখ্যা দিয়ে গৌরব বলছেন, "শরীরের উপরের অংশ সামান্য উড়তে শুরু করেছে ৷" এরপর বেলুনে বাঁধা দড়ি টেনে কুকুরটিকে উপরে তুলতে দেখা যায় তাঁকে ৷
ওই অবস্থায় কুকুরটিকে কিছুক্ষণ দৌড় করান গৌরব ৷ বলেন, কুকুরটি দৌড়লেই উড়তে শুরু করবে ৷ কিন্তু তাতেও কুকুরটি না ওড়ায় গৌরব বলেন, আরও দুটি বেলুন বেঁধে দিলে কুকুরটি উড়বে ৷ তার কয়েক মুহূর্তের মধ্যেই কুকুরটিকে শূন্যে ভাসতে দেখা যায় ৷ এই ভিডিয়ো ইউটিউবে আপলোড করতেই তা ভাইরাল হয়ে যায় ৷ এরপরই গৌরবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় দিল্লির মালব্য নগর থানায় ৷
আরও পড়ুন: যশের দাপটে অজয় নদীতে ভেঙে পড়ল অস্থায়ী সেতু, বিচ্ছিন্ন দুই জেলা
-
youtuber Gaurav who made his dog 'fly' by tying helium baloon around it in Malviya Nagar area was arrested pic.twitter.com/zhJLkbhuEy
— Snow Leapord (@HIND_patriot) May 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">youtuber Gaurav who made his dog 'fly' by tying helium baloon around it in Malviya Nagar area was arrested pic.twitter.com/zhJLkbhuEy
— Snow Leapord (@HIND_patriot) May 27, 2021youtuber Gaurav who made his dog 'fly' by tying helium baloon around it in Malviya Nagar area was arrested pic.twitter.com/zhJLkbhuEy
— Snow Leapord (@HIND_patriot) May 27, 2021
এর তিনদিন পর ওই ঘটনার জন্য ক্ষমা চেয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন গৌরব ৷ জানান, ভিডিয়োটি তিনি ডিলিট করে দিয়েছেন ৷ পোষ্যের সঙ্গে ওই আচরণ করার আগে তিনি সুরক্ষার যাবতীয় ব্যবস্থা নিয়েছিলেন বলেও দাবি করেন ইউটিউবার ৷