ETV Bharat / bharat

DU Suspends NSUI Leader: দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘মোদি কোয়েশ্চেন’ স্ক্রিনিংয়ের ঘটনায় সাসপেন্ড এনএসইউআই নেতা - DU Suspends NSUI Leader

‘ইন্ডিয়া-দ্য মোদি কোয়েশ্চেন’ তথ্যচিত্র দেখানোর ঘটনায় দিল্লি বিশ্ববিদ্যালয় এনএসইউআই-এর জাতীয় সম্পাদক লোকেশ চুগকে সাসপেন্ড করল (DU Suspends NSUI Leader) ৷ সেই সঙ্গে আরও এক ছাত্র নেতাকে সাসপেন্ড করা হয়েছে ৷ তাঁরা 1 বছর বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় কোনও পরীক্ষায় বসতে পারবেন না ৷

DU Suspends NSUI Leader ETV BHARAT
DU Suspends NSUI Leader
author img

By

Published : Mar 21, 2023, 12:46 PM IST

নয়াদিল্লি, 21 মার্চ: বিবিসি-র তৈরি করা ‘ইন্ডিয়া-দ্য মোদি কোয়েশ্চেন’ তথ্যচিত্র নিয়ে বিতর্ক এখনও জারি রয়েছে ৷ এবার দিল্লি বিশ্ববিদ্যালয় ৷ কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর এক ছাত্রনেতা-সহ 2 জনকে 1 বছরের জন্য সাসপেন্ড করেছে বিশ্ববিদ্যালয় ৷ গত 27 জানুয়ারি দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিসিসি-র গোধরার দাঙ্গায় তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে তৈরি তথ্যচিত্র দেখানো হয়েছিল ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘ইন্ডিয়া-দ্য মোদি কোয়েশচেন’ দেখানো হয়েছে ৷ আর এর মূলে ছিলেন এনএসইউআই-এর জাতীয় সম্পাদক লোকেশ চুগ ৷

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, লোকেশ চুগ নৃতত্ত্ব বিভাগের পিএইচডি স্কলার এবং আরেক ছাত্র রবীন্দ্র আইনের পড়ুয়া ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী 1 বছর তাঁরা দু’জন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিভাগীয় কোনও পরীক্ষায় বসতে পারবেন না ৷ এ নিয়ে গত 10 মার্চ একটি মেমোরেন্ডাম জারি করা হয়েছে কর্তৃপক্ষের তরফে ৷ ‘ইন্ডিয়া - দ্য মোদি কোয়েশ্চেন’ দেখানোয় আরও 6 জন পড়ুয়া যুক্ত রয়েছেন বলে অভিযোগ করেছে দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ তবে, ওই 6 জনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়নি ৷

বিশ্ববিদ্যালয়ের এক উচ্চপদস্থ আধিকারিক পিটিআই-কে জানিয়েছেন, আরও অনেক পড়ুয়া বিবিসি-র ওই তথ্যচিত্রের স্ক্রিনিংয়ের সঙ্গে জড়িত থাকতে পারে ৷ তাঁদেরও খুঁজে বের করা চেষ্টা চলছে ৷ অনেক পড়ুয়ার অভিভাবকদের তলব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে ৷ তাঁদের নিয়ে আগামী দিনে আরও বেশ কিছু পদক্ষেপ দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিতে পারে বলে জানা গিয়েছে ৷ কী পদক্ষেপ নেওয়া হবে ? তা স্পষ্ট করেননি ওই আধিকারিক ৷

আরও পড়ুন: ভারতের বিবিসির আয়ের সঙ্গে কাজের সামঞ্জস্য নেই ! দাবি সিবিডিটি'র

দিল্লি বিশ্ববিদ্যালয়ের জারি করা ‘গোপনীয়’ মেমোরেন্ডামে উল্লেখ করা হয়েছে, ‘‘তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’-এর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ তবে, কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার জাতীয় সম্পাদক লোকেশ চুগ জানিয়েছেন, তিনি ওই দিন কলাবিভাগে উপস্থিত ছিলেন না ৷ পাশাপাশি, তথ্যচিত্রটির উপর সেই সময় কোনও প্রকার নিষেধাজ্ঞা জারি করা হয়নি বলে পিটিআই-কে জানিয়েছেন তিনি ৷

নয়াদিল্লি, 21 মার্চ: বিবিসি-র তৈরি করা ‘ইন্ডিয়া-দ্য মোদি কোয়েশ্চেন’ তথ্যচিত্র নিয়ে বিতর্ক এখনও জারি রয়েছে ৷ এবার দিল্লি বিশ্ববিদ্যালয় ৷ কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর এক ছাত্রনেতা-সহ 2 জনকে 1 বছরের জন্য সাসপেন্ড করেছে বিশ্ববিদ্যালয় ৷ গত 27 জানুয়ারি দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিসিসি-র গোধরার দাঙ্গায় তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে তৈরি তথ্যচিত্র দেখানো হয়েছিল ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘ইন্ডিয়া-দ্য মোদি কোয়েশচেন’ দেখানো হয়েছে ৷ আর এর মূলে ছিলেন এনএসইউআই-এর জাতীয় সম্পাদক লোকেশ চুগ ৷

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, লোকেশ চুগ নৃতত্ত্ব বিভাগের পিএইচডি স্কলার এবং আরেক ছাত্র রবীন্দ্র আইনের পড়ুয়া ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী 1 বছর তাঁরা দু’জন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিভাগীয় কোনও পরীক্ষায় বসতে পারবেন না ৷ এ নিয়ে গত 10 মার্চ একটি মেমোরেন্ডাম জারি করা হয়েছে কর্তৃপক্ষের তরফে ৷ ‘ইন্ডিয়া - দ্য মোদি কোয়েশ্চেন’ দেখানোয় আরও 6 জন পড়ুয়া যুক্ত রয়েছেন বলে অভিযোগ করেছে দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ তবে, ওই 6 জনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়নি ৷

বিশ্ববিদ্যালয়ের এক উচ্চপদস্থ আধিকারিক পিটিআই-কে জানিয়েছেন, আরও অনেক পড়ুয়া বিবিসি-র ওই তথ্যচিত্রের স্ক্রিনিংয়ের সঙ্গে জড়িত থাকতে পারে ৷ তাঁদেরও খুঁজে বের করা চেষ্টা চলছে ৷ অনেক পড়ুয়ার অভিভাবকদের তলব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে ৷ তাঁদের নিয়ে আগামী দিনে আরও বেশ কিছু পদক্ষেপ দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিতে পারে বলে জানা গিয়েছে ৷ কী পদক্ষেপ নেওয়া হবে ? তা স্পষ্ট করেননি ওই আধিকারিক ৷

আরও পড়ুন: ভারতের বিবিসির আয়ের সঙ্গে কাজের সামঞ্জস্য নেই ! দাবি সিবিডিটি'র

দিল্লি বিশ্ববিদ্যালয়ের জারি করা ‘গোপনীয়’ মেমোরেন্ডামে উল্লেখ করা হয়েছে, ‘‘তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’-এর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ তবে, কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার জাতীয় সম্পাদক লোকেশ চুগ জানিয়েছেন, তিনি ওই দিন কলাবিভাগে উপস্থিত ছিলেন না ৷ পাশাপাশি, তথ্যচিত্রটির উপর সেই সময় কোনও প্রকার নিষেধাজ্ঞা জারি করা হয়নি বলে পিটিআই-কে জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.