নয়াদিল্লি, 27 অক্টোবর : করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে হওয়ায় আগামী সোমবার থেকে 50 শতাংশ ছাত্রছাত্রী নিয়ে দিল্লিতে খুলছে সব স্কুল (Delhi Schools Reopening)৷ প্রতিটি শ্রেণির পঠন পাঠনই শুরু হচ্ছে ৷ দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া ৷
তবে স্কুলে শারীরিক ভাবে উপস্থিত থাকাটা ছাত্র ও অভিভাবকদের ইচ্ছের উপর ছাড়া হয়েছে ৷ ছাত্রদের স্কুলে পাঠানোর জন্য অভিভাবকদের উপর জোর দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি ৷ স্কুলে অফলাইনের পাশাপাশি চলবে অনলাইন ক্লাসও (Online Class)৷
আজ টুইটে মণীশ শিশোদিয়া (Manish Sisodia) জানিয়েছেন, "দিল্লির সব স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের সব ক্লাস 1 নভেম্বর থেকে খোলার অনুমতি দেওয়া হচ্ছে ৷ যদিও স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাসও চলবে ৷ যারা অফলাইন ক্লাস করতে চাইবে না, তারা অনলাইন ক্লাসেই যোগ দেবে ৷"
-
All the schools and educational institutes shall be allowed to be opened, for all the classes, in Delhi from 1st Nov.
— Manish Sisodia (@msisodia) October 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
However, schools shall also continue online classes for the students who are not willing to attend classes offline.
">All the schools and educational institutes shall be allowed to be opened, for all the classes, in Delhi from 1st Nov.
— Manish Sisodia (@msisodia) October 27, 2021
However, schools shall also continue online classes for the students who are not willing to attend classes offline.All the schools and educational institutes shall be allowed to be opened, for all the classes, in Delhi from 1st Nov.
— Manish Sisodia (@msisodia) October 27, 2021
However, schools shall also continue online classes for the students who are not willing to attend classes offline.
আরও পড়ুন: School Open : নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে 16 নভেম্বর থেকে স্কুল খোলার প্রস্তুতি
স্কুল খুললেও একই সময়ে 50 শতাংশের বেশি ছাত্রছাত্রীকে স্কুল প্রাঙ্গণে ডাকা হবে না বলে জানিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী ৷ স্কুলের 100 শতাংশ শিক্ষক ও শিক্ষাকর্মী টিকাপ্রাপ্ত, এটা স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে ৷ দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এতদিন পর্যন্ত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য রাজধানীর স্কুলগুলি খোলা হয়েছিল ৷
আরও পড়ুন: Mamata Banerjee : 15 নয়, 16 নভেম্বর থেকে রাজ্যে খুলবে স্কুল-কলেজ, জানালেন মুখ্যমন্ত্রী
দিল্লির কোভিড (Covid 19) পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করে ডিডিএমএ (DDMA) ৷ সেখানেই স্বাস্থ্যসচিব পরামর্শ দেন, অন্যান্য ব্যবস্থার পাশাপাশি শপিং মলে প্রবেশ ও মেট্রো রেলে যাতায়াতের ক্ষেত্রে টিকাকরণ বাধ্যতামূলক করতে হবে ৷ গতকাল দিল্লিতে কোভিডে আক্রান্ত হয়েছেন 41 জন ৷ এই নিয়ে পরপর চারদিন কোভিডে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি ৷ রাজধানীর কোভিড সংক্রমণের হার বর্তমানে 0.08 শতাংশ ৷
আরও পড়ুন: School Open: খুলছে স্কুল-কলেজ, কবে চলবে লোকাল ট্রেন ? প্রশ্ন শিক্ষক মঞ্চের