দিল্লি, 30 জানুয়ারি : লালকেল্লায় তদন্তে পৌঁছল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ৷ সঙ্গে ছিল ফরেন্সিক সায়েন্স ল্য়াবরেটরির (এফএসএল) প্রতিনিধিদল৷ গত 26 জানুয়ারি এখানেই জাতীয় পতাকার অবমাননার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটে৷ সেই ঘটনার তদন্তেই শনিবার ঘটনাস্থলে যান তদন্তকারীরা৷ এর আগে শুক্রবার, জলন্ধরেও যায় দিল্লি পুলিশের একটি দল৷ 26 জানুয়ারির হিংসায় জড়িতদের সন্ধানেই এই অভিযান বলে খবর সূত্রের৷
জলন্ধর পুলিশের ডেপুটি কমিশনার গুরমীত সিং জানান, শুক্রবার বস্তি বাওয়া এলাকায় দুই যুবকের খোঁজে তল্লাশি চালায় দিল্লি পুলিশ৷ তাঁদের বিরুদ্ধে 26 জানুয়ারির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে৷ তবে পুলিশ আসার আগেই এলাকা ছেড়ে চম্পট দেয় তারা৷
আরও পড়ুন: সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআর, প্রতিবাদে সোচ্চার গিল্ড
প্রসঙ্গত, 27 জানুয়ারিই দিল্লির পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব জানিয়েছিলেন, সাধারণতন্ত্র দিবসের হিংসায় 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ রুজু হয়েছে 25টিরও বেশি ফৌজদারি মামলা৷ পুলিশের এফআইআরে বিভিন্ন কৃষক সংগঠনের নেতারা ছাড়াও নাম রয়েছে পঞ্জাবি অভিনেতা দীপ সিধু এবং গ্য়াংস্টার লাক্কা সাদানারও৷