ETV Bharat / bharat

Delhi BJP Leader Arrested : দিল্লির বিজেপি নেতার গ্রেফতারি ঘিরে একপ্রস্থ নাটক, আদালতে গেল পঞ্জাব সরকার - Delhi BJP leader Tajinder Pal Singh Bagga

এই বিজেপি নেতার বিরুদ্ধে (Delhi BJP leader Tajinder Pal Singh Bagga) পঞ্জাব পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন মোহালির আপ নেতা সানি আলুওয়ালিয়া ৷

BJP leader Bagga
দিল্লির বিজেপি নেতা বাগ্গার গ্রেফতারিকে ঘিরে একপ্রস্থ নাটক
author img

By

Published : May 6, 2022, 4:52 PM IST

Updated : May 6, 2022, 9:06 PM IST

চণ্ডীগড়, 6 মে : দিল্লির বিজেপি নেতা তেজিন্দর পাল সিং বাগ্গার গ্রেফতারি ঘিরে শুক্রবার সকাল থেকে দুপুর টানটান উত্তেজনার সাক্ষী থাকল দিল্লি (Delhi BJP Leader Bagga Arrested) ৷ এদিন সকালে প্রথমে এই বিজেপি নেতাকে দিল্লি থেকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশের একটি দল ৷ তার বিরুদ্ধে মোহালির আপ নেতা সানি আলুওয়ালিয়া বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ এনেছিলেন ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে এদিন দিল্লিতে গিয়ে এই বিজেপি নেতাকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ ৷

এরপরেই শুরু হয় একপ্রস্থ নাটক ৷ দিল্লি থেকে তেজিন্দর পাল সিং বাগ্গাকে গ্রেফতার করে যখন পঞ্জাবে ফিরছিল সে রাজ্যের পুলিশ, তখন মাঝপথে তাদের আটকায় হরিয়ানা পুলিশ ৷ কুরুক্ষেত্রের পিপলি'তে পঞ্জাব পুলিশের দলটিকে আটকে দেয় হরিয়ানা পুলিশ ৷ পঞ্জাব পুলিশকে হরিয়ানা পুলিশের তরফে জানানো হয়, তাদের কাছে খবর আছে বাগ্গাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে ৷ এরপর পঞ্জাব পুলিশের তরফে হরিয়ানা পুলিশকে চিঠি লিখে জানানো হয় বিজেপি নেতাকে অপহরণ করা হয়নি, তার বিরুদ্ধে এফআইআর রয়েছে ৷

আরও পড়ুন : ওড়িশার চিলকা হ্রদে কালবৈশাখীতে নৌকাডুবি, মৃত 1

এরই মধ্যে আবার কুরুক্ষেত্রে পৌঁছে যায় দিল্লি পুলিশের একটি দল ৷ সেখানে গিয়ে বিজেপি নেতাকে নিজেদের হেফাজতে নেয় দিল্লি পুলিশ (Delhi Police team takes custody of BJP leader Bagga from Punjab Police) ৷ তাকে দিল্লি নিয়ে যাওয়া হয় ৷ সূত্রের খবর, দিল্লি পুলিশ তেজিন্দর পাল সিং বাগ্গাকে অপহরণের একটি মামলা রুজু করেছে ৷ অন্যদিকে, কুরুক্ষেত্রে তাদের পুলিশকে আটকানোর অভিযোগ তুলে পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে মামলা করেছে পঞ্জাব পুলিশ ৷

চণ্ডীগড়, 6 মে : দিল্লির বিজেপি নেতা তেজিন্দর পাল সিং বাগ্গার গ্রেফতারি ঘিরে শুক্রবার সকাল থেকে দুপুর টানটান উত্তেজনার সাক্ষী থাকল দিল্লি (Delhi BJP Leader Bagga Arrested) ৷ এদিন সকালে প্রথমে এই বিজেপি নেতাকে দিল্লি থেকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশের একটি দল ৷ তার বিরুদ্ধে মোহালির আপ নেতা সানি আলুওয়ালিয়া বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ এনেছিলেন ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে এদিন দিল্লিতে গিয়ে এই বিজেপি নেতাকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ ৷

এরপরেই শুরু হয় একপ্রস্থ নাটক ৷ দিল্লি থেকে তেজিন্দর পাল সিং বাগ্গাকে গ্রেফতার করে যখন পঞ্জাবে ফিরছিল সে রাজ্যের পুলিশ, তখন মাঝপথে তাদের আটকায় হরিয়ানা পুলিশ ৷ কুরুক্ষেত্রের পিপলি'তে পঞ্জাব পুলিশের দলটিকে আটকে দেয় হরিয়ানা পুলিশ ৷ পঞ্জাব পুলিশকে হরিয়ানা পুলিশের তরফে জানানো হয়, তাদের কাছে খবর আছে বাগ্গাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে ৷ এরপর পঞ্জাব পুলিশের তরফে হরিয়ানা পুলিশকে চিঠি লিখে জানানো হয় বিজেপি নেতাকে অপহরণ করা হয়নি, তার বিরুদ্ধে এফআইআর রয়েছে ৷

আরও পড়ুন : ওড়িশার চিলকা হ্রদে কালবৈশাখীতে নৌকাডুবি, মৃত 1

এরই মধ্যে আবার কুরুক্ষেত্রে পৌঁছে যায় দিল্লি পুলিশের একটি দল ৷ সেখানে গিয়ে বিজেপি নেতাকে নিজেদের হেফাজতে নেয় দিল্লি পুলিশ (Delhi Police team takes custody of BJP leader Bagga from Punjab Police) ৷ তাকে দিল্লি নিয়ে যাওয়া হয় ৷ সূত্রের খবর, দিল্লি পুলিশ তেজিন্দর পাল সিং বাগ্গাকে অপহরণের একটি মামলা রুজু করেছে ৷ অন্যদিকে, কুরুক্ষেত্রে তাদের পুলিশকে আটকানোর অভিযোগ তুলে পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে মামলা করেছে পঞ্জাব পুলিশ ৷

Last Updated : May 6, 2022, 9:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.