ETV Bharat / bharat

Delhi BJP Leader Arrested : দিল্লির বিজেপি নেতার গ্রেফতারি ঘিরে একপ্রস্থ নাটক, আদালতে গেল পঞ্জাব সরকার

এই বিজেপি নেতার বিরুদ্ধে (Delhi BJP leader Tajinder Pal Singh Bagga) পঞ্জাব পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন মোহালির আপ নেতা সানি আলুওয়ালিয়া ৷

author img

By

Published : May 6, 2022, 4:52 PM IST

Updated : May 6, 2022, 9:06 PM IST

BJP leader Bagga
দিল্লির বিজেপি নেতা বাগ্গার গ্রেফতারিকে ঘিরে একপ্রস্থ নাটক

চণ্ডীগড়, 6 মে : দিল্লির বিজেপি নেতা তেজিন্দর পাল সিং বাগ্গার গ্রেফতারি ঘিরে শুক্রবার সকাল থেকে দুপুর টানটান উত্তেজনার সাক্ষী থাকল দিল্লি (Delhi BJP Leader Bagga Arrested) ৷ এদিন সকালে প্রথমে এই বিজেপি নেতাকে দিল্লি থেকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশের একটি দল ৷ তার বিরুদ্ধে মোহালির আপ নেতা সানি আলুওয়ালিয়া বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ এনেছিলেন ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে এদিন দিল্লিতে গিয়ে এই বিজেপি নেতাকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ ৷

এরপরেই শুরু হয় একপ্রস্থ নাটক ৷ দিল্লি থেকে তেজিন্দর পাল সিং বাগ্গাকে গ্রেফতার করে যখন পঞ্জাবে ফিরছিল সে রাজ্যের পুলিশ, তখন মাঝপথে তাদের আটকায় হরিয়ানা পুলিশ ৷ কুরুক্ষেত্রের পিপলি'তে পঞ্জাব পুলিশের দলটিকে আটকে দেয় হরিয়ানা পুলিশ ৷ পঞ্জাব পুলিশকে হরিয়ানা পুলিশের তরফে জানানো হয়, তাদের কাছে খবর আছে বাগ্গাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে ৷ এরপর পঞ্জাব পুলিশের তরফে হরিয়ানা পুলিশকে চিঠি লিখে জানানো হয় বিজেপি নেতাকে অপহরণ করা হয়নি, তার বিরুদ্ধে এফআইআর রয়েছে ৷

আরও পড়ুন : ওড়িশার চিলকা হ্রদে কালবৈশাখীতে নৌকাডুবি, মৃত 1

এরই মধ্যে আবার কুরুক্ষেত্রে পৌঁছে যায় দিল্লি পুলিশের একটি দল ৷ সেখানে গিয়ে বিজেপি নেতাকে নিজেদের হেফাজতে নেয় দিল্লি পুলিশ (Delhi Police team takes custody of BJP leader Bagga from Punjab Police) ৷ তাকে দিল্লি নিয়ে যাওয়া হয় ৷ সূত্রের খবর, দিল্লি পুলিশ তেজিন্দর পাল সিং বাগ্গাকে অপহরণের একটি মামলা রুজু করেছে ৷ অন্যদিকে, কুরুক্ষেত্রে তাদের পুলিশকে আটকানোর অভিযোগ তুলে পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে মামলা করেছে পঞ্জাব পুলিশ ৷

চণ্ডীগড়, 6 মে : দিল্লির বিজেপি নেতা তেজিন্দর পাল সিং বাগ্গার গ্রেফতারি ঘিরে শুক্রবার সকাল থেকে দুপুর টানটান উত্তেজনার সাক্ষী থাকল দিল্লি (Delhi BJP Leader Bagga Arrested) ৷ এদিন সকালে প্রথমে এই বিজেপি নেতাকে দিল্লি থেকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশের একটি দল ৷ তার বিরুদ্ধে মোহালির আপ নেতা সানি আলুওয়ালিয়া বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ এনেছিলেন ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে এদিন দিল্লিতে গিয়ে এই বিজেপি নেতাকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ ৷

এরপরেই শুরু হয় একপ্রস্থ নাটক ৷ দিল্লি থেকে তেজিন্দর পাল সিং বাগ্গাকে গ্রেফতার করে যখন পঞ্জাবে ফিরছিল সে রাজ্যের পুলিশ, তখন মাঝপথে তাদের আটকায় হরিয়ানা পুলিশ ৷ কুরুক্ষেত্রের পিপলি'তে পঞ্জাব পুলিশের দলটিকে আটকে দেয় হরিয়ানা পুলিশ ৷ পঞ্জাব পুলিশকে হরিয়ানা পুলিশের তরফে জানানো হয়, তাদের কাছে খবর আছে বাগ্গাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে ৷ এরপর পঞ্জাব পুলিশের তরফে হরিয়ানা পুলিশকে চিঠি লিখে জানানো হয় বিজেপি নেতাকে অপহরণ করা হয়নি, তার বিরুদ্ধে এফআইআর রয়েছে ৷

আরও পড়ুন : ওড়িশার চিলকা হ্রদে কালবৈশাখীতে নৌকাডুবি, মৃত 1

এরই মধ্যে আবার কুরুক্ষেত্রে পৌঁছে যায় দিল্লি পুলিশের একটি দল ৷ সেখানে গিয়ে বিজেপি নেতাকে নিজেদের হেফাজতে নেয় দিল্লি পুলিশ (Delhi Police team takes custody of BJP leader Bagga from Punjab Police) ৷ তাকে দিল্লি নিয়ে যাওয়া হয় ৷ সূত্রের খবর, দিল্লি পুলিশ তেজিন্দর পাল সিং বাগ্গাকে অপহরণের একটি মামলা রুজু করেছে ৷ অন্যদিকে, কুরুক্ষেত্রে তাদের পুলিশকে আটকানোর অভিযোগ তুলে পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে মামলা করেছে পঞ্জাব পুলিশ ৷

Last Updated : May 6, 2022, 9:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.