ETV Bharat / bharat

Death Threats: মোদি, শাহ ও নীতীশকে খুনের হুমকি দিয়ে দিল্লি পুলিশকে ফোন - বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

দিল্লি সংলগ্ন এলাকার পুলিশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে হত্যার হুমকির ফোন পেয়েছে । অভিযুক্তকে শনাক্ত করতে শুরু করেছে পুলিশ । তাঁকে পুলিশ খুঁজছে ৷

Death Threats
Death Threats
author img

By

Published : Jun 21, 2023, 3:00 PM IST

নয়াদিল্লি, 21 জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে । এক ব্যক্তি রাজধানী দিল্ল সংলগ্ন অংশ থেকে পুলিশকে ফোন করে এই হুমকি দেন ৷ দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, একবার নয়, দু’বার ফোন করে এই হুমকি দেন তিনি ৷

তবে কখন এই ফোন এসেছিল, সেই নিয়ে দিল্লি পুলিশের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি ৷ তবে হুমকি ফোন আসার সঙ্গে সঙ্গেই তৎপর হয় দিল্লি পুলিশ ৷ তদন্তে একটি টিম গঠন করা হয়েছে দিল্লি পুলিশের তরফে । কোথা থেকে ফোন এসেছিল, তা খতিয়ে দেখার কাজ শুরু হয় ৷

পুলিশ জানিয়েছে, কল হিস্ট্রির মাধ্যমে অভিযুক্ত অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে । তাঁর নাম সঞ্জয় ভার্মা । তিনি দিল্লির মাদিপুর এলাকার বাসিন্দা । পুলিশ সেখানেও হানা দেয় ৷ সঞ্জয়ের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সঞ্জয় রাত থেকেই মদ্যপান করছিলেন । তখনই তিনি এমন কিছু করে থাকতে পারেন ৷ সঞ্জয়কে খুঁজছে পুলিশ ।

  • Delhi Police's outer district police received two PCR calls today from a man who threatened to kill the Prime Minister, Union Home Minister and Bihar CM; a team deployed to locate the caller, say Delhi Police.

    — ANI (@ANI) June 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, এর আগেও প্রধানমন্ত্রী-সহ অনেক বড় নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে । গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়েছিলেন ছয় বছর ধরে বেকার এক যুবক । দিল্লি পুলিশ অভিযুক্ত যুবকের কল ট্রেস করে তাঁকে গ্রেফতার করে । অভিযুক্তের নাম হেমন্ত ৷ তিনি দিল্লির করোলবাগের বাসিন্দা । তদন্তে পুলিশ জানতে পেরেছে যে অভিযুক্ত যুবক নিয়মিত মদ্যপান করতেন এবং এই ধরনের কাজ করে চলেছে ।

আরও পড়ুন: কেরল সফরে মোদিকে হত্যার হুমকি, বিজেপি কার্যালয়ে এল চিঠি

নয়াদিল্লি, 21 জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে । এক ব্যক্তি রাজধানী দিল্ল সংলগ্ন অংশ থেকে পুলিশকে ফোন করে এই হুমকি দেন ৷ দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, একবার নয়, দু’বার ফোন করে এই হুমকি দেন তিনি ৷

তবে কখন এই ফোন এসেছিল, সেই নিয়ে দিল্লি পুলিশের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি ৷ তবে হুমকি ফোন আসার সঙ্গে সঙ্গেই তৎপর হয় দিল্লি পুলিশ ৷ তদন্তে একটি টিম গঠন করা হয়েছে দিল্লি পুলিশের তরফে । কোথা থেকে ফোন এসেছিল, তা খতিয়ে দেখার কাজ শুরু হয় ৷

পুলিশ জানিয়েছে, কল হিস্ট্রির মাধ্যমে অভিযুক্ত অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে । তাঁর নাম সঞ্জয় ভার্মা । তিনি দিল্লির মাদিপুর এলাকার বাসিন্দা । পুলিশ সেখানেও হানা দেয় ৷ সঞ্জয়ের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সঞ্জয় রাত থেকেই মদ্যপান করছিলেন । তখনই তিনি এমন কিছু করে থাকতে পারেন ৷ সঞ্জয়কে খুঁজছে পুলিশ ।

  • Delhi Police's outer district police received two PCR calls today from a man who threatened to kill the Prime Minister, Union Home Minister and Bihar CM; a team deployed to locate the caller, say Delhi Police.

    — ANI (@ANI) June 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, এর আগেও প্রধানমন্ত্রী-সহ অনেক বড় নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে । গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়েছিলেন ছয় বছর ধরে বেকার এক যুবক । দিল্লি পুলিশ অভিযুক্ত যুবকের কল ট্রেস করে তাঁকে গ্রেফতার করে । অভিযুক্তের নাম হেমন্ত ৷ তিনি দিল্লির করোলবাগের বাসিন্দা । তদন্তে পুলিশ জানতে পেরেছে যে অভিযুক্ত যুবক নিয়মিত মদ্যপান করতেন এবং এই ধরনের কাজ করে চলেছে ।

আরও পড়ুন: কেরল সফরে মোদিকে হত্যার হুমকি, বিজেপি কার্যালয়ে এল চিঠি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.