ETV Bharat / bharat

Rohit Joshi Rape Case : ধর্ষণে অভিযুক্ত মন্ত্রীপুত্রের তল্লাশে জয়পুরে গেল দিল্লি পুলিশ - মন্ত্রীপুত্রের ধর্ষণ

তরুণীর বয়ান অনুযায়ী, ফেসবুক থেকে আলাপ হয় রাজস্থানের মন্ত্রী মহেশ যোশীর ছেলে রোহিত যোশীর সঙ্গে ৷ গত বছর 8 জানুয়ারি প্রথম বার দেখা হয় তাদের ৷ সেদিনই তাঁকে বেহুঁশ করে সেই সুযোগে ধর্ষণ করে রোহিত ৷ এমনকি তরুণীর নগ্ন অবস্থার ভিডিয়ো, ছবি তুলে হুমকি দিতে থাকে (Delhi Police Raids Rajasthan Minister House) ৷

Delhi Police in Jaypur for Rohit
রাজস্থানের জয়পুরে দিল্লি পুলিশ
author img

By

Published : May 15, 2022, 1:47 PM IST

জয়পুর, 15 মে : মন্ত্রী মহেশ যোশীর বাড়িতে তল্লাশি চালালো দিল্লি পুলিশ ৷ রবিবার মন্ত্রী-পুত্র রোহিত যোশীকে ধরতে রাজস্থানের জয়পুরে পৌঁছয় দিল্লির পুলিশ ৷ তবে রাজস্থানে মন্ত্রীর বাড়িতে গিয়ে রোহিতকে না পেয়ে খালি হাতে ফিরেছে পুলিশ ৷ সেই সময় সে বাড়িতে ছিল না বলে জানা গিয়েছে ৷ রোহিতের বন্ধু সদর বাজার থানায় তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে (Delhi Police raids Rajasthan minister house) ৷

গত 8 মে রোহিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 ধারা (ধর্ষণের অভিযোগ), 328 (ক্ষতি করার চেষ্টা), 312 (গর্ভপাতের চেষ্টা), 366 (অপহরণ করে বিয়ের অভিযোগ), 377 (অস্বাভাবিক কাজকর্ম) এবং 506 (অপরাধজনিত কাজকর্ম) ধারায় মামলা দায়ের করা হয়েছে, জানিয়েছে পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়পুরের বাসিন্দা এক তরুণীর সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়েছিল রোহিতের ৷ তরুণী অভিযোগে জানায়, 2021-এর 8 জানুয়ারি থেকে 17 এপ্রিল, 2022 পর্যন্ত বিভিন্ন সময়ে তাঁকে বারে বারে ধর্ষণ করেছে রোহিত ৷ তিনি জানিয়েছেন, গত বছর রোহিতের সঙ্গে ফেসবুকে আলাপ হয় তাঁর ৷ সেখান থেকেই যোগাযোগের শুরু ৷ প্রথমে জয়পুরে তাঁদের দেখা হয় এবং সে তরুণীকে সোয়াই মাধোপুরে আমন্ত্রণ জানায় গত বছরের 8 জানুয়ারি ৷

আরও পড়ুন : Unnao Nurse Body Found : উন্নাওয়ের হাসপাতাল চত্বরে নার্সের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য, ধর্ষণের অভিযোগ পরিবারের

প্রথম সাক্ষাতেই তরুণীকে সফট ড্রিঙ্কসের সঙ্গে কিছু মিশিয়ে তা খাইয়ে অচেতন করে ৷ সেই সুযোগে ধর্ষণ করে রোহিত ৷ পরের দিন সকালে ঘুম ভাঙলে মন্ত্রী-পুত্র তরুণীকে তাঁর একাধিক বিবস্ত্র ছবি এবং ভিডিয়ো দেখায় ৷ এতে স্বভাবতই উদ্বিগ্ন হয়ে পড়েন তরুণী, এফআইআর-এ জানিয়েছেন তরুণী ৷ এরপরে দিল্লিতেও তাদের দু'জনের দেখা হয়েছিল ৷

তরুণীর কথায়, "রোহিত আমায় একটি হোটেলে নিয়ে যায় ৷ সেখানে হোটেলের খাতায় আমাদের নাম স্বামী ও স্ত্রী হিসেবে রেজিস্টার করায় ৷ সে আমায় বিয়ে করবে, এই প্রতিশ্রুতিও দিয়েছিল ৷ এরপর মদ খেয়ে আমার শ্লীলতাহানি করে ৷ আমায় মারধর করত এবং জবরদস্তি অশ্লীল ভিডিয়ো তুলত ৷ আমায় ভয় দেখাত ওই ভিডিয়োগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে এবং সেগুলি ভাইরাল হয়ে ছড়িয়ে যাবে ৷"

2021 সালের 11 অগস্ট তরুণী বুঝতে পারেন তিনি গর্ভবতী হয়ে পড়েছেন ৷ রোহিত এই সময় তাঁকে পিল খাওয়ার জন্য চাপ দিতে থাকে ৷ যদিও তিনি খাননি ৷ অভিযোগে এমনটাই জানিয়েছেন তরুণী ৷

জয়পুর, 15 মে : মন্ত্রী মহেশ যোশীর বাড়িতে তল্লাশি চালালো দিল্লি পুলিশ ৷ রবিবার মন্ত্রী-পুত্র রোহিত যোশীকে ধরতে রাজস্থানের জয়পুরে পৌঁছয় দিল্লির পুলিশ ৷ তবে রাজস্থানে মন্ত্রীর বাড়িতে গিয়ে রোহিতকে না পেয়ে খালি হাতে ফিরেছে পুলিশ ৷ সেই সময় সে বাড়িতে ছিল না বলে জানা গিয়েছে ৷ রোহিতের বন্ধু সদর বাজার থানায় তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে (Delhi Police raids Rajasthan minister house) ৷

গত 8 মে রোহিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 ধারা (ধর্ষণের অভিযোগ), 328 (ক্ষতি করার চেষ্টা), 312 (গর্ভপাতের চেষ্টা), 366 (অপহরণ করে বিয়ের অভিযোগ), 377 (অস্বাভাবিক কাজকর্ম) এবং 506 (অপরাধজনিত কাজকর্ম) ধারায় মামলা দায়ের করা হয়েছে, জানিয়েছে পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়পুরের বাসিন্দা এক তরুণীর সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়েছিল রোহিতের ৷ তরুণী অভিযোগে জানায়, 2021-এর 8 জানুয়ারি থেকে 17 এপ্রিল, 2022 পর্যন্ত বিভিন্ন সময়ে তাঁকে বারে বারে ধর্ষণ করেছে রোহিত ৷ তিনি জানিয়েছেন, গত বছর রোহিতের সঙ্গে ফেসবুকে আলাপ হয় তাঁর ৷ সেখান থেকেই যোগাযোগের শুরু ৷ প্রথমে জয়পুরে তাঁদের দেখা হয় এবং সে তরুণীকে সোয়াই মাধোপুরে আমন্ত্রণ জানায় গত বছরের 8 জানুয়ারি ৷

আরও পড়ুন : Unnao Nurse Body Found : উন্নাওয়ের হাসপাতাল চত্বরে নার্সের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য, ধর্ষণের অভিযোগ পরিবারের

প্রথম সাক্ষাতেই তরুণীকে সফট ড্রিঙ্কসের সঙ্গে কিছু মিশিয়ে তা খাইয়ে অচেতন করে ৷ সেই সুযোগে ধর্ষণ করে রোহিত ৷ পরের দিন সকালে ঘুম ভাঙলে মন্ত্রী-পুত্র তরুণীকে তাঁর একাধিক বিবস্ত্র ছবি এবং ভিডিয়ো দেখায় ৷ এতে স্বভাবতই উদ্বিগ্ন হয়ে পড়েন তরুণী, এফআইআর-এ জানিয়েছেন তরুণী ৷ এরপরে দিল্লিতেও তাদের দু'জনের দেখা হয়েছিল ৷

তরুণীর কথায়, "রোহিত আমায় একটি হোটেলে নিয়ে যায় ৷ সেখানে হোটেলের খাতায় আমাদের নাম স্বামী ও স্ত্রী হিসেবে রেজিস্টার করায় ৷ সে আমায় বিয়ে করবে, এই প্রতিশ্রুতিও দিয়েছিল ৷ এরপর মদ খেয়ে আমার শ্লীলতাহানি করে ৷ আমায় মারধর করত এবং জবরদস্তি অশ্লীল ভিডিয়ো তুলত ৷ আমায় ভয় দেখাত ওই ভিডিয়োগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে এবং সেগুলি ভাইরাল হয়ে ছড়িয়ে যাবে ৷"

2021 সালের 11 অগস্ট তরুণী বুঝতে পারেন তিনি গর্ভবতী হয়ে পড়েছেন ৷ রোহিত এই সময় তাঁকে পিল খাওয়ার জন্য চাপ দিতে থাকে ৷ যদিও তিনি খাননি ৷ অভিযোগে এমনটাই জানিয়েছেন তরুণী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.