নয়াদিল্লি, 20 জুলাই: স্বাধীনতা দিবসের (Independence day 2021) প্রাক্কালে রাজধানীতে নাশকতা চালাতে পারে কোনও পাক জঙ্গি সংগঠন ৷ গোপন সূত্রে এই খবর পেয়ে কড়া সতর্কতা (Terror Alert) জারি করল দিল্লি পুলিশ (Delhi Police) ৷ বিশেষ সূত্রে খবর, আকাশপথে হামলা চালানোর আশঙ্কা রয়েছে ৷ সেই কারণে আপাতত ড্রোন ও অন্যান্য উড়ন্ত বস্তুর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের কমিশনার বালাজি শ্রীবাস্তব ৷ প্রত্যেক জেলার ডিসিপিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷
গোয়েন্দা সূত্রে আসা সতর্কবার্তায় জানানো হয়েছে, 5 অগস্ট জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়েছিল ৷ সেই দিনই অর্থাৎ 5 অগস্ট অথবা তার আশপাশে দিল্লিতে হামলা চালাতে পারে সন্ত্রাসবাদীরা ৷ কোনও স্লিপার সেলকে সক্রিয় করে এই হামলা চালানো হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ বিস্ফোরক বোঝাই কোনও ড্রোন ব্যবহার করে জঙ্গিরা হামলা চালাতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা ৷ ড্রোন হামলা মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দিল্লি পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে ৷
![delhi police_got_terror alert_before_Independence day 2021](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12515957_47_12515957_1626780067772.png)
সম্প্রতি জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলার পর নিরাপত্তায় আর কোনও ফাঁক ফোকর যাতে না-থাকে সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে ৷ আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন দিল্লি পুলিশের কমিশনার বালাজি শ্রীবাস্তব ৷ স্বাধীনতা দিবসের উদযাপনে তিনি ড্রোন, প্যারাগ্লাইডার, গ্যাস বেলুনের মতো উড়ন্ত সব ধরনের বস্তুকে নিষিদ্ধ ঘোষণা করেছেন ৷ রিপোর্টে বলা হয়েছে যে, কয়েকজন সমাজবিরোধী বা জঙ্গি কোনও প্রত্যন্ত এলাকা থেকে ড্রোন, প্যারাগ্লাইডার, গ্যাস বেলুনের মতো কোনও উড়ন্ত বস্তুর মাধ্যমে সাধারণ মানুষ ও বিশিষ্ট ব্যক্তিদের সুরক্ষায় ব্যাঘাত ঘটাতে পারে ৷
27 জুন পরপর দুটি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে জম্মুর বায়ুসেনা ঘাঁটি ৷ কড়া নিরাপত্তার চাদরে মোড়া সেই এলাকায় দুটি বোমা-সহ আছড়ে পড়ে একটি ড্রোন ৷ এই ঘটনায় দু‘জন জখম হয়েছিলেন ৷