ETV Bharat / bharat

Shraddha Murder Case: শ্রদ্ধা খুনে 3 হাজার পাতার খসড়া চার্জশিট, সাক্ষী 100 জন - আফতাব আমিন পুনাওয়ালা

শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় 3 হাজার পৃষ্ঠার চার্জশিটের খসড়া প্রস্তুত করেছে দিল্লি পুলিশ (Delhi Police drafts Chargesheet on Shraddha Murder Case) ৷ কী রয়েছে তাতে ?

Delhi Police drafts 3000 pages Chargesheet on Shraddha Murder Case
ফাইল ছবি
author img

By

Published : Jan 22, 2023, 1:57 PM IST

Updated : Jan 22, 2023, 2:08 PM IST

নয়াদিল্লি, 22 জানুয়ারি: শ্রদ্ধা ওয়াকার হত্য়াকাণ্ডে চার্জশিটের খসড়া তৈরির কাজ শেষ করে ফেলেছে দিল্লি পুলিশ (Delhi Police drafts Charge sheet on Shraddha Murder Case) ৷ এই চার্জশিটে মোট 100 জনকে সাক্ষী হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে ৷

দিল্লি পুলিশের একটি সূত্র সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, চার্জশিটের এই খসড়ায় মূল অভিযুক্ত হিসাবে নাম রয়েছে নিহত শ্রদ্ধা ওয়াকারের (Shraddha Walker) প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালার (Aftab Amin Poonawalla) ৷ তাঁর বিরুদ্ধে মোট 3 হাজার পাতার খসড়া চার্জশিট তৈরি করা হয়েছে ৷

আরও পড়ুন: শ্রদ্ধার দেহ কাটতে করাতের ব্যবহার ! হাড়ের অটোপসি রিপোর্টে ইঙ্গিত

দিল্লি পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, চার্জশিচের ওই খসড়ায় 100 জন সাক্ষী ছাড়াও ফরেনসিক এবং বৈদ্যুতিক বিভিন্ন প্রমাণের উল্লেখ করা হয়েছে ৷ এই সমস্ত তথ্য, প্রমাণ ও সাক্ষীদের বয়ানের উপর নির্ভর করেই 3 হাজার পাতার চার্জশিট তৈরি করা হয়েছে ৷ সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে চলতি মাসের শেষেই আদালতে চূড়ান্ত চার্জশিট পেশ করবে দিল্লি পুলিশ ৷

ইতিমধ্যেই একটি জঙ্গল থেকে বেশ কিছু দেহাবশেষ উদ্ধার করা হয়েছে ৷ পরবর্তীতে জানা যায়, সেই দেহাবশেষ নিহত শ্রদ্ধা ওয়াকারেরই ৷ ডিএনএ পরীক্ষায় এই তথ্য সামনে আসে ৷ চার্জশিটের খসড়ায় সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

পুলিশের তদন্তে উঠে এসেছে, গত বছরের 18 মে গলা টিপে শ্রদ্ধাকে খুন করেন তাঁর প্রেমিক আফতাব ৷ তারপর শ্রদ্ধার দেহ কেটে 35টি টুকরো করেন তিনি ৷ পুলিশের দাবি, ইতিমধ্যেই জেরায় খুনের কথা স্বীকার করেছেন আফতাব ৷ পরবর্তীতে তাঁর নারকো অ্য়ানালিসিস টেস্টও করা হয় ৷ তাতেও তিনি খুনের কথা স্বীকার করেন বলে দাবি করেছেন তদন্তকারীরা ৷

যদিও আইনজীবীদের বক্তব্য হল, আফতাবকে অপরাধী প্রমাণ করতে হলে এই নারকো টেস্ট বা পুলিশের কাছে আফতাবের দোষ স্বীকারে বিরাট কিছু সুবিধা হবে না ৷ আফতাবই যে শ্রদ্ধাকে খুন করে তাঁর দেহ লোপাট করার চেষ্টা করেছেন, সেটা অন্য়ান্য তথ্য ও প্রমাণের সাহায্য়ে আদালতে প্রতিষ্ঠিত করতে হবে পুলিশকে ৷ তবেই, আদালতে দোষী সাব্যস্ত হবেন শ্রদ্ধা খুনে অভিযুক্ত তাঁর প্রেমিক আফতাব আমিন আনসারি ৷

নয়াদিল্লি, 22 জানুয়ারি: শ্রদ্ধা ওয়াকার হত্য়াকাণ্ডে চার্জশিটের খসড়া তৈরির কাজ শেষ করে ফেলেছে দিল্লি পুলিশ (Delhi Police drafts Charge sheet on Shraddha Murder Case) ৷ এই চার্জশিটে মোট 100 জনকে সাক্ষী হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে ৷

দিল্লি পুলিশের একটি সূত্র সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, চার্জশিটের এই খসড়ায় মূল অভিযুক্ত হিসাবে নাম রয়েছে নিহত শ্রদ্ধা ওয়াকারের (Shraddha Walker) প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালার (Aftab Amin Poonawalla) ৷ তাঁর বিরুদ্ধে মোট 3 হাজার পাতার খসড়া চার্জশিট তৈরি করা হয়েছে ৷

আরও পড়ুন: শ্রদ্ধার দেহ কাটতে করাতের ব্যবহার ! হাড়ের অটোপসি রিপোর্টে ইঙ্গিত

দিল্লি পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, চার্জশিচের ওই খসড়ায় 100 জন সাক্ষী ছাড়াও ফরেনসিক এবং বৈদ্যুতিক বিভিন্ন প্রমাণের উল্লেখ করা হয়েছে ৷ এই সমস্ত তথ্য, প্রমাণ ও সাক্ষীদের বয়ানের উপর নির্ভর করেই 3 হাজার পাতার চার্জশিট তৈরি করা হয়েছে ৷ সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে চলতি মাসের শেষেই আদালতে চূড়ান্ত চার্জশিট পেশ করবে দিল্লি পুলিশ ৷

ইতিমধ্যেই একটি জঙ্গল থেকে বেশ কিছু দেহাবশেষ উদ্ধার করা হয়েছে ৷ পরবর্তীতে জানা যায়, সেই দেহাবশেষ নিহত শ্রদ্ধা ওয়াকারেরই ৷ ডিএনএ পরীক্ষায় এই তথ্য সামনে আসে ৷ চার্জশিটের খসড়ায় সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

পুলিশের তদন্তে উঠে এসেছে, গত বছরের 18 মে গলা টিপে শ্রদ্ধাকে খুন করেন তাঁর প্রেমিক আফতাব ৷ তারপর শ্রদ্ধার দেহ কেটে 35টি টুকরো করেন তিনি ৷ পুলিশের দাবি, ইতিমধ্যেই জেরায় খুনের কথা স্বীকার করেছেন আফতাব ৷ পরবর্তীতে তাঁর নারকো অ্য়ানালিসিস টেস্টও করা হয় ৷ তাতেও তিনি খুনের কথা স্বীকার করেন বলে দাবি করেছেন তদন্তকারীরা ৷

যদিও আইনজীবীদের বক্তব্য হল, আফতাবকে অপরাধী প্রমাণ করতে হলে এই নারকো টেস্ট বা পুলিশের কাছে আফতাবের দোষ স্বীকারে বিরাট কিছু সুবিধা হবে না ৷ আফতাবই যে শ্রদ্ধাকে খুন করে তাঁর দেহ লোপাট করার চেষ্টা করেছেন, সেটা অন্য়ান্য তথ্য ও প্রমাণের সাহায্য়ে আদালতে প্রতিষ্ঠিত করতে হবে পুলিশকে ৷ তবেই, আদালতে দোষী সাব্যস্ত হবেন শ্রদ্ধা খুনে অভিযুক্ত তাঁর প্রেমিক আফতাব আমিন আনসারি ৷

Last Updated : Jan 22, 2023, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.