নয়াদিল্লি, 5 অক্টোবর : নাবালিকা ধর্ষিতার (Minor Rape and Murder Case) পরিবারের সঙ্গে ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করার অভিযোগ উঠেছিল রাহুল গান্ধির (Rahul Gandhi) বিরুদ্ধে ৷ সেই ঘটনা সংক্রান্ত একটি মামলায় কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতির বিরুদ্ধে নোটিস জারির করার আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court) ৷
মঙ্গলবার ওই আর্জি খারিজ করে দিয়েছে দিল্লির উচ্চআদালত ৷ তবে এই মামলায় টুইটারকে (Twitter) নোটিস দিয়েছে আদালত ৷ এই নিয়ে টুইটারের জবাব চাওয়া হয়েছে আদালতের তরফে ৷ এর জন্য 30 নভেম্বর পর্যন্ত টুইটারকে সময় দিয়েছে আদালত ৷ তার মধ্যেই জবাব দিতে বলা হয়েছে ৷
আরও পড়ুন : Priyanka Gandhi Vadra : গ্রেফতার প্রিয়াঙ্কা গান্ধি
ওই ছবি ও ভিডিয়ো পোস্ট করা নিয়ে ব্যাপক হইচই হয়েছিল সেই সময় ৷ টুইটারের কাছে অভিযোগ জমা পড়েছিল ৷ ওই পোস্ট অ্যাপ্রুভ করে ভারতের ডিজিটাল আইন অমান্য করা হয়েছে বলেও টুইটারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় ৷ তারই পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধির টুইটার অ্যাকাউন্ট সাময়িক ব্লক করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷ এমনকী, কংগ্রেসের (Congress) টুইটার হ্যান্ডেলটিও সাময়িক ভাবে ব্লক করে টুইটার ৷
সেই সময় টুইটারের তরফে জানানো হয় যে রাহুল গান্ধির ওই টুুইট নিয়ম লঙ্ঘন করেছে, তাই ব্লক করা হয়েছে ৷ কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ব্লক করার ক্ষেত্রেও একই কারণ উল্লেখ করা হয় ৷ কিছুদিন পরে আবার ওই অ্যাকাউন্টগুলি খুলে দেওয়া হয় ৷
আরও পড়ুন : Rahul Gandhi : ভয় পাওয়ার পাত্রী নন আসল কংগ্রেসি প্রিয়াঙ্কা, বোনের পাশে দাঁড়িয়ে টুইট রাহুলের
এই নিয়ে কংগ্রেসের তরফে টুইটারের বিরুদ্ধে তোপ দাগা হয়েছিল ৷ ওই মাইক্রে ব্লগিং সাইটের কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের কথায় তাদের বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ করা হয় ৷ সেই ঘটনা নিয়ে দায়ের হওয়া মামলায় রাহুলের বিরুদ্ধে নোটিস জারির আর্জি খারিজ হয়ে যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷
প্রসঙ্গত, কয়েকমাস আগে দিল্লিতে এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে ৷ নির্যাতিতার বাড়িতে পৌঁছে যান রাহুল গান্ধি৷ মেয়েটির মা ও বাবার সঙ্গে কথা বলেন রাহুল ৷ সেই মুহূর্তের ছবি ও ভিডিয়ো আপলোড করা হয় টুইটারে ৷ তাই নিয়েই বিতর্ক তৈরি হয় ৷
আরও পড়ুন : Lok Janashakti Party : রামবিলাসের ‘ঘর’-এর বদলে চিরাগ-পশুপতির জুটল হেলিকপ্টার-সেলাই মেশিন