ETV Bharat / bharat

Raghav Chadha: সরকারি বাংলো থেকে উচ্ছেদে স্থগিতাদেশ, দিল্লি হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে আপের রাঘব

Delhi High Court on Raghav Chadha Case: সরকারি বাংলো থেকে উচ্ছেদ আটকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আপ সাংসদ রাঘব চাড্ডা ৷ মঙ্গলবার আদালত এই উচ্ছেদের উপর স্থগিতাদেশ দিয়েছে ৷

Raghav Chadha
Raghav Chadha
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 4:30 PM IST

Updated : Oct 17, 2023, 5:19 PM IST

নয়াদিল্লি, 17 অক্টোবর: দিল্লি হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন রাজ্যসভার সাংসদ আম আদমি পার্টি বা আপের সাংসদ রাঘব চাড্ডা ৷ সরকারি বাংলো থেকে তাঁকে উচ্ছেদের বিরুদ্ধে আবেদন করেছিলেন ওই সাংসদ ৷ মঙ্গলবার আদালত তাঁর আবেদন মঞ্জু করেছে ৷ ট্রায়াল কোর্টের নির্দেশে এই উচ্ছেদের মুখে পড়েছিলেন রাঘব চাড্ডা ৷ এ দিন বিচারপতি অনুপ জে ভামবানি নির্দেশ দেন যে যতদিন না ট্রায়াল কোর্ট চাড্ডার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, ততদিন পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে ৷

বিচারপতি জানিয়েছেন, এর আগে ট্রায়াল কোর্ট একটি স্থগিতাদেশ দিয়েছিল ৷ সেই সময় উচ্ছেদ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যসভার সচিবালয়ককে ৷ সেই স্থগিতাদেশই অব্যাহত রাখা হল৷ ট্রায়াল কোর্টে অন্তর্বর্তী স্থগিতাদেশের জন্য যে আবেদন রাঘব চাড্ডা করেছিলেন, সেই নিয়ে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে ৷

উল্লেখ্য, পাতিয়ালা হাউজ কমপ্লেক্সের ট্রায়াল কোর্ট প্রথমে স্থগিতাদেশ দিলেও অক্টোবরে তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় । অতিরিক্ত জেলা জজ সুধাংশু কৌশিক জানান, সংশ্লিষ্ট বাংলোটিতে থাকার অধিকার নেই রাঘবের ৷ শুধু একজন সাংসদ হিসেবে তিনি সেখানে থাকার অনুমতি পেয়েছিলেন ৷

যদিও রাঘব তো এখনও সাংসদ ৷ তাহলে বিতর্ক কোথায় ? জানা গিয়েছে, 2022 সালের সেপ্টেম্বরে ওই বাংলো রাঘবকে বরাদ্দ করা হয় ৷ দিল্লির পান্ডারা রোডের ওই বাংলোটি টাইপ-সেভেন ৷ কিন্তু মার্চে তাঁকে জানানো হয় টাইপ-সেভেন বাংলো পাওয়ার নির্ণায়ক মান বৃদ্ধি করা হয়েছে ৷ ফলে রাঘব আর ওই বাংলো থাকতে পারবেন না ৷ বদলে তাঁকে ফ্ল্যাট বরাদ্দ করা হয় ৷

এর পর পাতিয়ালা হাউজ কোর্টের দ্বারস্থ হন এই আপ সাংসদ ৷ আদালত গত 18 এপ্রিল তাঁর আবেদনের প্রেক্ষিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বাংলো খালি করার ওপর ৷ রাজ্যসভার সচিবালয়ের তরফে আদালতে ওই আদেশ পর্যালোচনার জন্য আবেদন করা হয় ৷ তারা যুক্তি দেয় যে সিভিল প্রসিডিউর কোড-এর ধারা 80(2) এ বর্ণিত পদ্ধতি স্থগিতাদেশ দেওয়ার সময় মানা হয়নি ৷ গত 5 অক্টোবর আদালত স্থগিতাদেশ তুলে নেয় ৷

তার পরই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন রাঘব চাড্ডা ৷ মঙ্গলবার আদালতের রায়ে স্বস্তি পেলেন রাজ্যসভার এই সাংসদ ৷ তবে তিনি ওই বাংলোয় থাকতে পারবেন কি না, সেই নিয়ে এবার পাতিয়ালা হাউজ কোর্ট কী নির্দেশ দেয় সেটাই দেখার !

আরও পড়ুন: রাঘব চাড্ডা 'সাসপেন্ড' নিয়ে রাজ্যসভার সচিবালয়কে নোটিশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, 17 অক্টোবর: দিল্লি হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন রাজ্যসভার সাংসদ আম আদমি পার্টি বা আপের সাংসদ রাঘব চাড্ডা ৷ সরকারি বাংলো থেকে তাঁকে উচ্ছেদের বিরুদ্ধে আবেদন করেছিলেন ওই সাংসদ ৷ মঙ্গলবার আদালত তাঁর আবেদন মঞ্জু করেছে ৷ ট্রায়াল কোর্টের নির্দেশে এই উচ্ছেদের মুখে পড়েছিলেন রাঘব চাড্ডা ৷ এ দিন বিচারপতি অনুপ জে ভামবানি নির্দেশ দেন যে যতদিন না ট্রায়াল কোর্ট চাড্ডার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, ততদিন পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে ৷

বিচারপতি জানিয়েছেন, এর আগে ট্রায়াল কোর্ট একটি স্থগিতাদেশ দিয়েছিল ৷ সেই সময় উচ্ছেদ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যসভার সচিবালয়ককে ৷ সেই স্থগিতাদেশই অব্যাহত রাখা হল৷ ট্রায়াল কোর্টে অন্তর্বর্তী স্থগিতাদেশের জন্য যে আবেদন রাঘব চাড্ডা করেছিলেন, সেই নিয়ে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে ৷

উল্লেখ্য, পাতিয়ালা হাউজ কমপ্লেক্সের ট্রায়াল কোর্ট প্রথমে স্থগিতাদেশ দিলেও অক্টোবরে তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় । অতিরিক্ত জেলা জজ সুধাংশু কৌশিক জানান, সংশ্লিষ্ট বাংলোটিতে থাকার অধিকার নেই রাঘবের ৷ শুধু একজন সাংসদ হিসেবে তিনি সেখানে থাকার অনুমতি পেয়েছিলেন ৷

যদিও রাঘব তো এখনও সাংসদ ৷ তাহলে বিতর্ক কোথায় ? জানা গিয়েছে, 2022 সালের সেপ্টেম্বরে ওই বাংলো রাঘবকে বরাদ্দ করা হয় ৷ দিল্লির পান্ডারা রোডের ওই বাংলোটি টাইপ-সেভেন ৷ কিন্তু মার্চে তাঁকে জানানো হয় টাইপ-সেভেন বাংলো পাওয়ার নির্ণায়ক মান বৃদ্ধি করা হয়েছে ৷ ফলে রাঘব আর ওই বাংলো থাকতে পারবেন না ৷ বদলে তাঁকে ফ্ল্যাট বরাদ্দ করা হয় ৷

এর পর পাতিয়ালা হাউজ কোর্টের দ্বারস্থ হন এই আপ সাংসদ ৷ আদালত গত 18 এপ্রিল তাঁর আবেদনের প্রেক্ষিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বাংলো খালি করার ওপর ৷ রাজ্যসভার সচিবালয়ের তরফে আদালতে ওই আদেশ পর্যালোচনার জন্য আবেদন করা হয় ৷ তারা যুক্তি দেয় যে সিভিল প্রসিডিউর কোড-এর ধারা 80(2) এ বর্ণিত পদ্ধতি স্থগিতাদেশ দেওয়ার সময় মানা হয়নি ৷ গত 5 অক্টোবর আদালত স্থগিতাদেশ তুলে নেয় ৷

তার পরই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন রাঘব চাড্ডা ৷ মঙ্গলবার আদালতের রায়ে স্বস্তি পেলেন রাজ্যসভার এই সাংসদ ৷ তবে তিনি ওই বাংলোয় থাকতে পারবেন কি না, সেই নিয়ে এবার পাতিয়ালা হাউজ কোর্ট কী নির্দেশ দেয় সেটাই দেখার !

আরও পড়ুন: রাঘব চাড্ডা 'সাসপেন্ড' নিয়ে রাজ্যসভার সচিবালয়কে নোটিশ সুপ্রিম কোর্টের

Last Updated : Oct 17, 2023, 5:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.