ETV Bharat / bharat

ভ্যাকসিন নেই, এলে জানাব, স্পষ্ট জবাব দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর

author img

By

Published : Apr 29, 2021, 3:31 PM IST

Updated : Apr 29, 2021, 3:48 PM IST

1 মে ভ্যাকসিন প্রক্রিয়াকরণের তৃতীয় দফা শুরু হবে সারা দেশে ৷ 18-44 বছরের নাগরিকদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এই দফায় ৷ শুরুর আগেই ভাঁড়ারে ভ্যাকসিন নেই পরিষ্কার জানিয়ে দিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্রনাথ জৈন ৷

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্রনাথ জৈন
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্রনাথ জৈন

নিউদিল্লি, 29 এপ্রিল: "এখন আমাদের কাছে ভ্যাকসিন নেই", সরাসরি জানিয়ে দিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্রনাথ জৈন ৷ আর দু'দিন পরেই ফেজ-থ্রি-র জাতীয় ভ্যাকসিন প্রক্রিয়াকরণ শুরু হবে৷ তার আগেই ভ্যাকসিনের আশায় দিন গোনা মানুষের কাছে রাজ্যের অবস্থা পরিষ্কার করে দিলেন তিনি ৷

"আমাদের কাছে ভ্যাকসিন নেই এখন ৷ আমরা কোম্পানিগুলির কাছে ভ্যাকসিন চেয়েছি, যখন আসবে তখন আপনাদের জানিয়ে দেব", বলেন জৈন ৷ এর সঙ্গে তিনি এও মনে করিয়ে দেন যে, ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাগুলি নির্দিষ্ট সংখ্যক ভ্যাকসিন সরবরাহ করবে রাজ্যকে ৷

আরও পড়ুন: সিলিন্ডার ফেটে একই পরিবারের 6 জনের মৃত্য়ু দিল্লিতে

সোমবারই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তাঁর সরকার বিভিন্ন উৎপাদক সংস্থার কাছ থেকে 1.34 কোটি ভ্যাকসিন ডোজ পাওয়ার অনুমোদন দিয়েছে ৷ আজ ফের তিনি আধিরকারিকদের সঙ্গে বৈঠকে রাজ্যে মজুত ভ্যাকসিন নিয়ে আলোচনা করবেন ৷

বুধবার, দিল্লির নতুন সংক্রমণের সংখ্যা ছিল 25,296, মৃত্যু হয়েছে 368 জনের ৷ সব মিলিয়ে প্রায় 11 লক্ষ সংক্রমণ আর 15000-এরও বেশি মৃত্যু হয়েছে রাজধানীতে ৷ ক্রমান্বয়ে সাত দিন ধরে প্রতিদিন মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে ৷

তবে বিগত দেড় মাস ধরে পজিটিভিটি রেট বাড়লেও গত তিন দিন ধরে সেই সংখ্যা একটু কমেছে ৷ তাই একটু হলেও আশার আলো দেখছেন স্বাস্থ্যমন্ত্রী ৷

ভ্যাকসিনের অভাবের সঙ্গেই রাজ্যে অক্সিজেন-সহ অন্যান্য প্রয়োজনীয় ওষুধের অভাবে পরিস্থিতি আরও সংকটজনক হয়েছে ৷

তৃতীয় দফার এই ভ্যাকসিনেশনকে "লিবেরালাইজড" আখ্যা দেওয়া হয়েছে ৷ এখন থেকে উৎপাদক সংস্থাগুলি প্রতি মাসে সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরিজের ছাড়পত্র পাওয়া ভ্যাকসিনের 50 শতাংশ দেবে কেন্দ্রীয় সরকারকে ৷ বাকি অর্ধেক রাজ্য সরকার আর খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করা হয়েছে ৷

নিউদিল্লি, 29 এপ্রিল: "এখন আমাদের কাছে ভ্যাকসিন নেই", সরাসরি জানিয়ে দিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্রনাথ জৈন ৷ আর দু'দিন পরেই ফেজ-থ্রি-র জাতীয় ভ্যাকসিন প্রক্রিয়াকরণ শুরু হবে৷ তার আগেই ভ্যাকসিনের আশায় দিন গোনা মানুষের কাছে রাজ্যের অবস্থা পরিষ্কার করে দিলেন তিনি ৷

"আমাদের কাছে ভ্যাকসিন নেই এখন ৷ আমরা কোম্পানিগুলির কাছে ভ্যাকসিন চেয়েছি, যখন আসবে তখন আপনাদের জানিয়ে দেব", বলেন জৈন ৷ এর সঙ্গে তিনি এও মনে করিয়ে দেন যে, ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাগুলি নির্দিষ্ট সংখ্যক ভ্যাকসিন সরবরাহ করবে রাজ্যকে ৷

আরও পড়ুন: সিলিন্ডার ফেটে একই পরিবারের 6 জনের মৃত্য়ু দিল্লিতে

সোমবারই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তাঁর সরকার বিভিন্ন উৎপাদক সংস্থার কাছ থেকে 1.34 কোটি ভ্যাকসিন ডোজ পাওয়ার অনুমোদন দিয়েছে ৷ আজ ফের তিনি আধিরকারিকদের সঙ্গে বৈঠকে রাজ্যে মজুত ভ্যাকসিন নিয়ে আলোচনা করবেন ৷

বুধবার, দিল্লির নতুন সংক্রমণের সংখ্যা ছিল 25,296, মৃত্যু হয়েছে 368 জনের ৷ সব মিলিয়ে প্রায় 11 লক্ষ সংক্রমণ আর 15000-এরও বেশি মৃত্যু হয়েছে রাজধানীতে ৷ ক্রমান্বয়ে সাত দিন ধরে প্রতিদিন মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে ৷

তবে বিগত দেড় মাস ধরে পজিটিভিটি রেট বাড়লেও গত তিন দিন ধরে সেই সংখ্যা একটু কমেছে ৷ তাই একটু হলেও আশার আলো দেখছেন স্বাস্থ্যমন্ত্রী ৷

ভ্যাকসিনের অভাবের সঙ্গেই রাজ্যে অক্সিজেন-সহ অন্যান্য প্রয়োজনীয় ওষুধের অভাবে পরিস্থিতি আরও সংকটজনক হয়েছে ৷

তৃতীয় দফার এই ভ্যাকসিনেশনকে "লিবেরালাইজড" আখ্যা দেওয়া হয়েছে ৷ এখন থেকে উৎপাদক সংস্থাগুলি প্রতি মাসে সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরিজের ছাড়পত্র পাওয়া ভ্যাকসিনের 50 শতাংশ দেবে কেন্দ্রীয় সরকারকে ৷ বাকি অর্ধেক রাজ্য সরকার আর খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করা হয়েছে ৷

Last Updated : Apr 29, 2021, 3:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.