ETV Bharat / bharat

Delhi HC on Consensual Sex সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্কে প্যান ও আধার যাচাইয়ের প্রয়োজন নেই, পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের - দিল্লির পুলিশ কমিশনার

নাবালিকা সঙ্গিনীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক ব্যক্তির ৷ তাঁর জামিনের মামলায় দিল্লি হাইকোর্টের (Delhi High Court) পর্যবেক্ষণ, সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্কে প্যান (Pan Card) ও আধার (Aadhar Card) যাচাইয়ের প্রয়োজন নেই ৷ পরে ওই ব্যক্তিকে জামিনও দিয়েছে আদালত ৷

Delhi HC Observed Aadhaar PAN Not required to check before Consensual Sex
Delhi HC on Consensual Sex সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্কে প্যান ও আধার যাচাইয়ের প্রয়োজন নেই, পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের
author img

By

Published : Aug 30, 2022, 4:30 PM IST

নয়াদিল্লি, 30 অগস্ট : সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ক (Consensual Sex) হলে সঙ্গী বা সঙ্গিনীর জন্ম তারিখ যাচাই করার প্রয়োজন নেই ৷ এমনকী দেখার দরকার নেই আধার কার্ড (Aadhar Card) ও প্যান কার্ড (Pan Card) ৷ দিল্লি হাইকোর্ট (Delhi High Court) এক পর্যবেক্ষণে এই কথা জানিয়েছে ৷

দিল্লি হাইকোর্টের বিচারপতি জশমিত সিংয়ের এজলাসে এক ব্যক্তির জামিনের শুনানি হয় ৷ ওই ব্যক্তির বিরুদ্ধে তাঁর নাবালিকা সঙ্গিনীকে ধর্ষণের (Rape) অভিযোগ রয়েছে ৷ আদালত সূত্রে খবর, ওই মেয়েটির তিন রকম জন্ম তারিখের নথি পাওয়া গিয়েছে ৷ তাই আদালত মনে করছে, ধর্ষণের যে অভিযোগ জমা পড়েছে, সেই সময় মেয়েটি নাবালিকা ছিল না ৷

এই মামলায় ওই ব্যক্তিকে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট ৷ 20 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ওই ব্যক্তি জামিন দেওয়া হয়েছে ৷ কারণ, হিসেবে মেয়েটিকে অভিযুক্ত টাকা দেওয়ার বিষয়টি উল্লেখ করেছে ৷ আদালতের বক্তব্য, এই মামলা এমন কিছু হয়েছে যে অনেক কিছু সাদা চোখে দেখা যাচ্ছে না ৷ অন্য একটি মামলার উদাহরণও টেনে আনে আদালত ৷ এভাবে নির্দোষদের ফাঁসিয়ে দেওয়া হয় বলেও আদালত পর্যবেক্ষণে জানিয়েছে ৷

তাই আদালত এই নিয়ে দিল্লির পুলিশ কমিশনার (Police Commissioner of Delhi) সবকিছু খতিয়ে দেখতে বলেছে ৷ আর এই ধরনের হানি ট্র্যাপের (Honey Trap) অভিষোগের তদন্তের কথা হবে বলে আদালত জানিয়েছে ৷

আরও পড়ুন : স্বামীর অফিসে গিয়ে স্ত্রীর অভব্য আচরণ নিষ্ঠুরতার সমান, রায় আদালতের

নয়াদিল্লি, 30 অগস্ট : সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ক (Consensual Sex) হলে সঙ্গী বা সঙ্গিনীর জন্ম তারিখ যাচাই করার প্রয়োজন নেই ৷ এমনকী দেখার দরকার নেই আধার কার্ড (Aadhar Card) ও প্যান কার্ড (Pan Card) ৷ দিল্লি হাইকোর্ট (Delhi High Court) এক পর্যবেক্ষণে এই কথা জানিয়েছে ৷

দিল্লি হাইকোর্টের বিচারপতি জশমিত সিংয়ের এজলাসে এক ব্যক্তির জামিনের শুনানি হয় ৷ ওই ব্যক্তির বিরুদ্ধে তাঁর নাবালিকা সঙ্গিনীকে ধর্ষণের (Rape) অভিযোগ রয়েছে ৷ আদালত সূত্রে খবর, ওই মেয়েটির তিন রকম জন্ম তারিখের নথি পাওয়া গিয়েছে ৷ তাই আদালত মনে করছে, ধর্ষণের যে অভিযোগ জমা পড়েছে, সেই সময় মেয়েটি নাবালিকা ছিল না ৷

এই মামলায় ওই ব্যক্তিকে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট ৷ 20 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ওই ব্যক্তি জামিন দেওয়া হয়েছে ৷ কারণ, হিসেবে মেয়েটিকে অভিযুক্ত টাকা দেওয়ার বিষয়টি উল্লেখ করেছে ৷ আদালতের বক্তব্য, এই মামলা এমন কিছু হয়েছে যে অনেক কিছু সাদা চোখে দেখা যাচ্ছে না ৷ অন্য একটি মামলার উদাহরণও টেনে আনে আদালত ৷ এভাবে নির্দোষদের ফাঁসিয়ে দেওয়া হয় বলেও আদালত পর্যবেক্ষণে জানিয়েছে ৷

তাই আদালত এই নিয়ে দিল্লির পুলিশ কমিশনার (Police Commissioner of Delhi) সবকিছু খতিয়ে দেখতে বলেছে ৷ আর এই ধরনের হানি ট্র্যাপের (Honey Trap) অভিষোগের তদন্তের কথা হবে বলে আদালত জানিয়েছে ৷

আরও পড়ুন : স্বামীর অফিসে গিয়ে স্ত্রীর অভব্য আচরণ নিষ্ঠুরতার সমান, রায় আদালতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.