নয়াদিল্লি, 18 এপ্রিল : কুম্ভের পুণ্যস্নান থেকে ফিরেছেন বা পুণ্যস্নান করতে গিয়েছে এমন দিল্লিবাসীকে ফেরার পর 14 দিনের হোম কোয়ারিন্টিনে থাকা বাধ্যতামূলক ৷ আজ দিল্লির মুখ্যসচিব বিজয় দেব এনিয়ে একটি নির্দেশিকা জারি করেছেন ৷ পাশাপাশি এও বলা হয়েছে, যদি কোনও দিল্লিবাসী এই নিয়ম ভাঙেন, তবে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে ৷ এই পরিস্থিতিতে হরিদ্বারে কুম্ভের পুণ্যস্নানে অংশ নিয়েছিলেন কয়েক লক্ষ সাধুসন্ত এবং মানুষজন ৷ যা নিয়ে দীর্ঘ কয়েকদিন ধরে বিতর্ক চলছিল ৷ লাগাতার বিভিন্ন মহল থেকে চাপের মুখ্য় অবশেষে গতকাল কুম্ভের পুণ্যস্নান বাতিল করেছে সরকার ৷ যার পর এবার কুম্ভে যাওয়া দিল্লির নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল অরবিন্দ কেজরিওয়াল সরকার ৷ এই নির্দেশিকা প্রকাশ করে দিল্লির মুখ্য়সচিব বিজয় দেব জানিয়েছেন, ‘‘যে সব দিল্লির বাসিন্দা কুম্ভে গিয়েছেন বা সেখানে রয়েছেন, তাঁদের দিল্লিতে ফিরে বাধ্যতামূলক 14 দিনের হোম কোয়ারিন্টিনে থাকতে হবে ৷ একইসঙ্গে যেসব দিল্লিবাসী 4 থেকে 17 এপ্রিলের মধ্যে কুম্ভ থেকে ঘুরে এসেছেন, তাঁদের 24 ঘণ্টার মধ্যে দিল্লি সরকারের ওয়েবসাইটে দেওয়া লিঙ্কে নিজেদের বিস্তারিত তথ্য জানাতে হবে ৷’’
আরও পড়ুন : করোনার বিরুদ্ধে জয় করবে ভারত, প্রত্যয়ী মোদি ; দিলেন দ্রুত টিকা বাড়ানোর পরামর্শ
পাশাপাশি দিল্লি সরকার এও জানিয়েছিল, যাঁরা 18 থেকে 30 এপ্রিলের মধ্য় কুম্ভে যাবেন ৷ তাঁদের আগে নিজেদের তথ্য ওয়েব সাইটের ওই লিঙ্কে জানাতে হবে ৷ তবে, কুম্ভের সমাপ্তি ঘোষণার পর নির্দেশিকা পালনের কোনও প্রয়োজন পড়বে না ৷ অবশ্য গতকাল কুম্ভের সমাপ্তির পর যারা দিল্লিতে ফিরবেন তাঁদের নিজেদের তথ্য দিল্লি সরকারের দেওয়া লিঙ্কে জানাতে হবে ৷ দিল্লি সরকারের এই পদক্ষেপের কারণ হিসেবে বলা হয়েছে, যাঁরা কুম্ভে গিয়েছিলেন তাঁদের শারীরিক অবস্থার উপর নজর রাখতে পারবে সরকার ৷ পাশাপাশি যাঁরা নিজেদের তথ্য ওই লিঙ্কে জানাবেন না এবং সরকারি নির্দেশিকা পালন না করে কোয়ারিন্টিনে যাবেন না, তাঁদের সরকারি কোয়ারিন্টিেন পাঠানো হবে ৷