ETV Bharat / bharat

দিল্লি হাই কোর্টের বিচারক, আধিকারিকদের জন্য পাঁচতারা হোটেলে কোভিড কেয়ার সেন্টার গড়ছে সরকার

করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত ৷ দেশের বেশ কয়েকটি রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ ৷ সেই তালিকায় রয়েছে দেশের রাজধানী দিল্লিও ৷ সেখানে রোজই বাড়ছে সংক্রামিতের সংখ্যা এবং সংক্রমণের ফলে মৃতের সংখ্যা ৷

দিল্লি হাই কোর্টের বিচারক, আধিকারিকদের জন্য পাঁচতারা হোটেলে কোভিড কেয়ার সেন্টার গড়ছে সরকার
দিল্লি হাই কোর্টের বিচারক, আধিকারিকদের জন্য পাঁচতারা হোটেলে কোভিড কেয়ার সেন্টার গড়ছে সরকার
author img

By

Published : Apr 27, 2021, 1:43 PM IST

নয়াদিল্লি, 27 এপ্রিল : পাঁচতারা হোটেলে হবে কোভিড-19 কেয়ার সেন্টার ৷ সেখানে থাকবেন দিল্লি হাই কোর্টের বিচারক ও বিচার বিভাগ সংক্রান্ত আধিকারিকরা এবং তাঁদের পরিবারের সদস্যরা ৷ দিল্লির চাণক্যপুরীর সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট গীতা গ্রোভার এই নির্দেশ গিয়েছেন ৷ এর জন্য দিল্লির অশোকা হোটেল ইতিমধ্যে বুক করা হয়েছে ৷ ওই হোটেলে কোভিড-19 কেয়ার সেন্টারের তত্ত্বাবধানে থাকবে প্রিমাস হসপিটাল ৷

ওই নির্দেশে জানানো হয়েছে, বায়োমেডিক্যাল বর্জের দায়িত্ব হাসপাতালের ৷ হোটেলের কর্মীদের সমস্ত সুরক্ষার ব্যবস্থা করা হবে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে ৷ হাসপাতালের তরফে অ্যাম্বুল্যান্সেরও ব্যবস্থা করা হবে ৷ এমনকী, হোটেলের কর্মী সংখ্যা কম থাকলে, তা পূরণ করার দায়িত্বও হাসপাতালের ৷ আর ঘরের পরিচর্যা ও রোগীদের খাবারের ব্যবস্থা হোটেল কর্তৃপক্ষ করবে ৷

প্রসঙ্গত, করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত ৷ দেশের বেশ কয়েকটি রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ ৷ সেই তালিকায় রয়েছে দেশের রাজধানী দিল্লিও ৷ সেখানে রোজই বাড়ছে সংক্রামিতের সংখ্যা এবং সংক্রমণের ফলে মৃতের সংখ্যা ৷ হাসপাতালগুলিতে বেড পেতে সমস্যা পড়তে হচ্ছে রোগীদের ৷ অক্সিজেনের ঘাটতিও দেখা গিয়েছে ৷ সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, দিল্লিতে নতুন করে 20 হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ৷ মারা গিয়েছেন 380 জন করোনা রোগী ৷

আরও পড়ুন : ভাঙড়ে স্বাস্থ্যকেন্দ্রের বাইরে অ্যাম্বুল্যান্সেই মৃত্যু করোনা রোগীর, গাফিলতির অভিযোগ

এই পরিস্থিতিতে দিল্লি হাই কোর্টের বিচারক, বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আধিকারিক এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য এই ব্যবস্থা করল দিল্লির সরকার ৷

নয়াদিল্লি, 27 এপ্রিল : পাঁচতারা হোটেলে হবে কোভিড-19 কেয়ার সেন্টার ৷ সেখানে থাকবেন দিল্লি হাই কোর্টের বিচারক ও বিচার বিভাগ সংক্রান্ত আধিকারিকরা এবং তাঁদের পরিবারের সদস্যরা ৷ দিল্লির চাণক্যপুরীর সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট গীতা গ্রোভার এই নির্দেশ গিয়েছেন ৷ এর জন্য দিল্লির অশোকা হোটেল ইতিমধ্যে বুক করা হয়েছে ৷ ওই হোটেলে কোভিড-19 কেয়ার সেন্টারের তত্ত্বাবধানে থাকবে প্রিমাস হসপিটাল ৷

ওই নির্দেশে জানানো হয়েছে, বায়োমেডিক্যাল বর্জের দায়িত্ব হাসপাতালের ৷ হোটেলের কর্মীদের সমস্ত সুরক্ষার ব্যবস্থা করা হবে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে ৷ হাসপাতালের তরফে অ্যাম্বুল্যান্সেরও ব্যবস্থা করা হবে ৷ এমনকী, হোটেলের কর্মী সংখ্যা কম থাকলে, তা পূরণ করার দায়িত্বও হাসপাতালের ৷ আর ঘরের পরিচর্যা ও রোগীদের খাবারের ব্যবস্থা হোটেল কর্তৃপক্ষ করবে ৷

প্রসঙ্গত, করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত ৷ দেশের বেশ কয়েকটি রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ ৷ সেই তালিকায় রয়েছে দেশের রাজধানী দিল্লিও ৷ সেখানে রোজই বাড়ছে সংক্রামিতের সংখ্যা এবং সংক্রমণের ফলে মৃতের সংখ্যা ৷ হাসপাতালগুলিতে বেড পেতে সমস্যা পড়তে হচ্ছে রোগীদের ৷ অক্সিজেনের ঘাটতিও দেখা গিয়েছে ৷ সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, দিল্লিতে নতুন করে 20 হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ৷ মারা গিয়েছেন 380 জন করোনা রোগী ৷

আরও পড়ুন : ভাঙড়ে স্বাস্থ্যকেন্দ্রের বাইরে অ্যাম্বুল্যান্সেই মৃত্যু করোনা রোগীর, গাফিলতির অভিযোগ

এই পরিস্থিতিতে দিল্লি হাই কোর্টের বিচারক, বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আধিকারিক এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য এই ব্যবস্থা করল দিল্লির সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.