ETV Bharat / bharat

Manish Sisodia to CBI: বাজেট নিয়ে ব্যস্ত, আবগারি মামলায় হাজিরা দিতে সিবিআই-এর কাছে সময় চাইলেন মণীশ সিসোদিয়া - আবগারি মামলা

দিল্লির বাজেট তৈরির জন্য আজ সিবিআই দফতরে যেতে পারবেন না ৷ সেই কারণে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত সময় চেয়ে নিলেন মণীশ সিসোদিয়া (Manish Sisodia to CBI) ৷ আবগারি দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছিল সিবিআই ৷

Manish Sisodia to CBI ETV BHARAT
Manish Sisodia to CBI
author img

By

Published : Feb 19, 2023, 12:34 PM IST

নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: আবগারি মামলায় রবিবার দিল্লি উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে তলব করেছে সিবিআই ৷ কিন্তু কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত সময় চাইলেন তিনি ৷ কারণ হিসেবে জানিয়েছেন, এই মুহূর্তে তিনি দিল্লি সরকারের বাজেট তৈরির কাজ করছেন ৷ তাই ফেব্রুয়ারি মাসের শেষের আগে সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না(Manish Sisodia Requests CBI to Defer Questioning on Excise Policy Case) ৷

মণীশ জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসের শেষে যেদিন তলব করা হবে সেদিনই সিবিআই দফতরে যাবেন ৷ কিন্তু, দিল্লি সরকারের অর্থমন্ত্রী হওয়ার কারণে, বাজেট তৈরির গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর উপর রয়েছে ৷ সেই কারণেই তিনি সিবিআই-কে জিজ্ঞাসাবাদের তারিখ পিছতে অনুরোধ করেছেন ৷ তাঁর দাবি, তিনি সবসময় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতা করে চলার কথা বলেন ৷

উল্লেখ্য, মণীশের অনুরোধেই আবগারি সংক্রান্ত মামলায় তদন্ত করেছে সিবিআই ৷ আবগারি নীতি 2021-22 এ বেআইনি লেনদেনের এই মামলায় দিল্লির উপ-মুখ্যমন্ত্রীকে আজ সিবিআই দফতরে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য ৷ আগেও এই একই মামলায় সিসোদিয়াকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই ৷ তিন মাস আগে আবগারি মামলায় চার্জশিট ফাইল করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ চার্জশিটে মণীশ সিসোদিয়াকে অভিযুক্তের তালিকায় রাখেননি তদন্তকারীরা ৷

আবগারি দুর্নীতি মামলায় ব্যবসায়ী বিজয় নায়ের এবং অভিষেক-সহ মোট 7 জনের নাম অভিযুক্তের তালিকায় রয়েছে ৷ এনিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সিবিআই এবং ইডি-কে তাঁর বিরুদ্ধে ব্যবহার করার অভিযোগ করেছেন মণীশ সিসোদিয়া ৷ টুইটারে তিনি লিখেছেন, "সিবিআই আমাকে আগামিকাল আবার তলব করেছে ৷ তারা সব ক্ষমতার প্রয়োগ করে সিবিআই ও ইডি-কে আমার বিরুদ্ধে ব্যবহার করছে ৷ আমার বাড়িতে তল্লাশি চালিয়েছে ৷ আমার ব্যাংক লকারে তল্লাশি চালানো হয়েছে এবং এখনও পর্যন্ত আমার বিরুদ্ধে কিছুই পায়নি ৷"

আরও পড়ুন: আবগারি দুর্নীতি মামলায় মণীশ সিসোদিয়াকে ফের তলব সিবিআইয়ের

উল্লেখ্য, গতবছর আবগারি দুর্নীতি মামলায় মণীশ সিসোদিয়ার বাড়ি-সহ দিল্লি ও এনসিআর-এর 21টি জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআই ৷ এমনকি 4 জন সরকারি আধিকারিকের বাসভবনেও তল্লাশি চালায় সিবিআই ৷ পরবর্তী সময়ে সিবিআই এর তরফে জানানো হয়, মোট 7 রাজ্যে এই মামলার তদন্তে একসঙ্গে তল্লাশি অভিযান চালায় সিবিআই ৷

নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: আবগারি মামলায় রবিবার দিল্লি উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে তলব করেছে সিবিআই ৷ কিন্তু কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত সময় চাইলেন তিনি ৷ কারণ হিসেবে জানিয়েছেন, এই মুহূর্তে তিনি দিল্লি সরকারের বাজেট তৈরির কাজ করছেন ৷ তাই ফেব্রুয়ারি মাসের শেষের আগে সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না(Manish Sisodia Requests CBI to Defer Questioning on Excise Policy Case) ৷

মণীশ জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসের শেষে যেদিন তলব করা হবে সেদিনই সিবিআই দফতরে যাবেন ৷ কিন্তু, দিল্লি সরকারের অর্থমন্ত্রী হওয়ার কারণে, বাজেট তৈরির গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর উপর রয়েছে ৷ সেই কারণেই তিনি সিবিআই-কে জিজ্ঞাসাবাদের তারিখ পিছতে অনুরোধ করেছেন ৷ তাঁর দাবি, তিনি সবসময় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতা করে চলার কথা বলেন ৷

উল্লেখ্য, মণীশের অনুরোধেই আবগারি সংক্রান্ত মামলায় তদন্ত করেছে সিবিআই ৷ আবগারি নীতি 2021-22 এ বেআইনি লেনদেনের এই মামলায় দিল্লির উপ-মুখ্যমন্ত্রীকে আজ সিবিআই দফতরে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য ৷ আগেও এই একই মামলায় সিসোদিয়াকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই ৷ তিন মাস আগে আবগারি মামলায় চার্জশিট ফাইল করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ চার্জশিটে মণীশ সিসোদিয়াকে অভিযুক্তের তালিকায় রাখেননি তদন্তকারীরা ৷

আবগারি দুর্নীতি মামলায় ব্যবসায়ী বিজয় নায়ের এবং অভিষেক-সহ মোট 7 জনের নাম অভিযুক্তের তালিকায় রয়েছে ৷ এনিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সিবিআই এবং ইডি-কে তাঁর বিরুদ্ধে ব্যবহার করার অভিযোগ করেছেন মণীশ সিসোদিয়া ৷ টুইটারে তিনি লিখেছেন, "সিবিআই আমাকে আগামিকাল আবার তলব করেছে ৷ তারা সব ক্ষমতার প্রয়োগ করে সিবিআই ও ইডি-কে আমার বিরুদ্ধে ব্যবহার করছে ৷ আমার বাড়িতে তল্লাশি চালিয়েছে ৷ আমার ব্যাংক লকারে তল্লাশি চালানো হয়েছে এবং এখনও পর্যন্ত আমার বিরুদ্ধে কিছুই পায়নি ৷"

আরও পড়ুন: আবগারি দুর্নীতি মামলায় মণীশ সিসোদিয়াকে ফের তলব সিবিআইয়ের

উল্লেখ্য, গতবছর আবগারি দুর্নীতি মামলায় মণীশ সিসোদিয়ার বাড়ি-সহ দিল্লি ও এনসিআর-এর 21টি জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআই ৷ এমনকি 4 জন সরকারি আধিকারিকের বাসভবনেও তল্লাশি চালায় সিবিআই ৷ পরবর্তী সময়ে সিবিআই এর তরফে জানানো হয়, মোট 7 রাজ্যে এই মামলার তদন্তে একসঙ্গে তল্লাশি অভিযান চালায় সিবিআই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.