ETV Bharat / bharat

Delhi Budget 2023-24: দূষণমুক্ত দিল্লি গড়তে বাজেটে বরাদ্দ 21 হাজার কোটি, বিপুল অর্থ পেল শিক্ষাক্ষেত্র - দূষণমুক্ত দিল্লি গড়তে বাজেট বরাদ্দ

দূষণমুক্ত (Pollution free Delhi) ও স্বচ্ছ দিল্লি গড়তে বাজেটে (Delhi Budget 2023-24) 21 হাজার কোটি টাকা বরাদ্দ করল কেজরিওয়াল সরকার ৷ বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে শিক্ষাক্ষেত্রেও (Budget allocation for education)৷

Delhi Budget ETV Bharat
দিল্লির বাজেট
author img

By

Published : Mar 22, 2023, 3:31 PM IST

নয়াদিল্লি, 22 মার্চ: রাজধানী দিল্লিকে (Pollution free Delhi) স্বচ্ছ, সুন্দর এবং আধুনিক করার জন্য বাজেটে (Delhi Budget 2023-24) 21,000 কোটি টাকা বরাদ্দ করল অরবিন্দ কেজরিওয়ালের সরকার ৷ এই লক্ষ্যে সরকার বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে । পাশাপাশি, শিক্ষাক্ষেত্রেও বিপুল বরাদ্দ করা হয়েছে (Budget allocation for education)৷

বাজেটকে 'পরিচ্ছন্ন সুন্দর এবং আধুনিক দিল্লি'র বাজেট বলে অভিহিত করে দিল্লির অর্থমন্ত্রী কৈলাশ গেহলট বলেন যে, সরকার 21000 কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে, যা রাস্তা, পথ, পরিবহণ ব্যবস্থা, ফ্লাইওভার নির্মাণের নেটওয়ার্কে খরচ করা হবে এবং আন্ডারপাস, আধুনিক আইএসবিটি কেন্দ্র এবং ডাম্পিং গ্রাউন্ড পরিষ্কার করায় ব্যবহৃত হবে (Delhi Budget News)।

দিল্লির একটি প্রধান সমস্যা হল তিনটি ডাম্পিং গ্রাউন্ডের উপস্থিতি, যা শহরের ভাবমূর্তি নষ্ট করেছে । এই সমস্যা সমাধানের জন্য শহরকে পরিষ্কার এবং দূষণমুক্ত করতে সরকার দিল্লি পৌরনিগমের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে । এ ছাড়াও সরকার গণপরিবহণ ব্যবস্থার উন্নতির জন্য একটি আধুনিক যাত্রী তথ্য কেন্দ্র স্থাপন এবং 1400টি বাসের লাইন দেওয়ার কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে ।

শহরটি সর্ববৃহৎ বৈদ্যুতিক বাস নেটওয়ার্ক পরিষেবার সাক্ষী থাকবে যেখানে 1600টি শূন্য-নির্গমন বৈদ্যুতিক বাসের পরিষেবার উপর জোর দেওয়া হবে ৷ এ ছাড়াও 2023-24 সালে মহিলাদের জন্য বিনামূল্যে বাসে সফরের প্রকল্প চলতে থাকবে বলে ঘোষণা করা হয়েছে ৷

পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য সরকার তিনটি নতুন আইএসবিটিএস (আন্তঃরাষ্ট্রীয় বাস টার্মিনাস) এবং মেট্রো নেটওয়ার্কের চতুর্থ স্তর নির্মাণ করবে । নগরীর যানজট নিরসনের জন্য 29টি নতুন ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণ করা হবে । এর পাশাপাশি, সরকার প্রতিদিন দিল্লির রাস্তা এবং ফুটপাথ সংস্কার ও পরিষ্কার করার কাজও হাতে নিয়েছে । এই উদ্যোগটি দেশের বৃহত্তম প্রকল্পগুলির মধ্যে একটি হবে বলে আশা করা হচ্ছে এবং এর ফলে দিল্লি একটি স্বচ্ছ ও আরও সুন্দর শহর হিসাবে গড়ে উঠবে ৷

আরও পড়ুন: মোদিকে বড়দা বলে উল্লেখ করে একসঙ্গে কাজ করার বার্তা কেজরিওয়ালের

চলতি অর্থবছরের জন্য সরকার যে বাজেট বরাদ্দ করেছে তাকে "পরিচ্ছন্ন, সুন্দর এবং আধুনিক দিল্লি"র বাজেট হিসাবে অভিহিত করা হচ্ছে । গত আট বছরে দিল্লি সরকার 28টি নতুন ফ্লাইওভার তৈরি করেছে, যা শহরের মানুষের যাতায়াত সহজ করে দিয়েছে । দিল্লি মডেল বা অরবিন্দ কেজরিওয়াল মডেলকে দেশের মানুষের জন্য আশার আলো হিসেবে তুলে ধরা হচ্ছে । এই মডেলে গ্যারান্টি দেওয়া হয়েছে যে, উচ্চ মূল্যবৃদ্ধির সময়েও জনগণ বিনামূল্যে বিদ্যুৎ ও জল পাবে । দিল্লির অর্থমন্ত্রী কৈলাশ গাহলট বলেছেন যে, মণীশ সিসোদিয়া বাজেট পেশ করলে তিনি আরও খুশি হতেন ।

এ দিকে, শিক্ষাক্ষেত্রে 16,575 কোটি টাকা বরাদ্দ করেছে দিল্লি সরকার ৷ মোট বাজেট বরাদ্দের 20 শতাংশই বরাদ্দ করা হয়েছে শিক্ষাক্ষেত্রের জন্য ৷ রাজধানীর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে সরকার সচেষ্ট এই পদক্ষেপ তারই ইঙ্গিত দিচ্ছে ৷ গেহলট এ দিন বাজেট পেশের সময় বলেছেন, এক বছরে 24,144 জন শিক্ষক নিয়োগের পরিকল্পনা করা হয়েছে ৷ এই সব শিক্ষককে নতুন ট্যাবলেট দেওয়া হবে ৷ সব স্কুলে বসানো হবে 20টি কম্পিউটার ৷ দিল্লি সরকারের 2023-24 বাজেটে মোট বরাদ্দ 75,800 কোটি টাকা ৷

নয়াদিল্লি, 22 মার্চ: রাজধানী দিল্লিকে (Pollution free Delhi) স্বচ্ছ, সুন্দর এবং আধুনিক করার জন্য বাজেটে (Delhi Budget 2023-24) 21,000 কোটি টাকা বরাদ্দ করল অরবিন্দ কেজরিওয়ালের সরকার ৷ এই লক্ষ্যে সরকার বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে । পাশাপাশি, শিক্ষাক্ষেত্রেও বিপুল বরাদ্দ করা হয়েছে (Budget allocation for education)৷

বাজেটকে 'পরিচ্ছন্ন সুন্দর এবং আধুনিক দিল্লি'র বাজেট বলে অভিহিত করে দিল্লির অর্থমন্ত্রী কৈলাশ গেহলট বলেন যে, সরকার 21000 কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে, যা রাস্তা, পথ, পরিবহণ ব্যবস্থা, ফ্লাইওভার নির্মাণের নেটওয়ার্কে খরচ করা হবে এবং আন্ডারপাস, আধুনিক আইএসবিটি কেন্দ্র এবং ডাম্পিং গ্রাউন্ড পরিষ্কার করায় ব্যবহৃত হবে (Delhi Budget News)।

দিল্লির একটি প্রধান সমস্যা হল তিনটি ডাম্পিং গ্রাউন্ডের উপস্থিতি, যা শহরের ভাবমূর্তি নষ্ট করেছে । এই সমস্যা সমাধানের জন্য শহরকে পরিষ্কার এবং দূষণমুক্ত করতে সরকার দিল্লি পৌরনিগমের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে । এ ছাড়াও সরকার গণপরিবহণ ব্যবস্থার উন্নতির জন্য একটি আধুনিক যাত্রী তথ্য কেন্দ্র স্থাপন এবং 1400টি বাসের লাইন দেওয়ার কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে ।

শহরটি সর্ববৃহৎ বৈদ্যুতিক বাস নেটওয়ার্ক পরিষেবার সাক্ষী থাকবে যেখানে 1600টি শূন্য-নির্গমন বৈদ্যুতিক বাসের পরিষেবার উপর জোর দেওয়া হবে ৷ এ ছাড়াও 2023-24 সালে মহিলাদের জন্য বিনামূল্যে বাসে সফরের প্রকল্প চলতে থাকবে বলে ঘোষণা করা হয়েছে ৷

পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য সরকার তিনটি নতুন আইএসবিটিএস (আন্তঃরাষ্ট্রীয় বাস টার্মিনাস) এবং মেট্রো নেটওয়ার্কের চতুর্থ স্তর নির্মাণ করবে । নগরীর যানজট নিরসনের জন্য 29টি নতুন ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণ করা হবে । এর পাশাপাশি, সরকার প্রতিদিন দিল্লির রাস্তা এবং ফুটপাথ সংস্কার ও পরিষ্কার করার কাজও হাতে নিয়েছে । এই উদ্যোগটি দেশের বৃহত্তম প্রকল্পগুলির মধ্যে একটি হবে বলে আশা করা হচ্ছে এবং এর ফলে দিল্লি একটি স্বচ্ছ ও আরও সুন্দর শহর হিসাবে গড়ে উঠবে ৷

আরও পড়ুন: মোদিকে বড়দা বলে উল্লেখ করে একসঙ্গে কাজ করার বার্তা কেজরিওয়ালের

চলতি অর্থবছরের জন্য সরকার যে বাজেট বরাদ্দ করেছে তাকে "পরিচ্ছন্ন, সুন্দর এবং আধুনিক দিল্লি"র বাজেট হিসাবে অভিহিত করা হচ্ছে । গত আট বছরে দিল্লি সরকার 28টি নতুন ফ্লাইওভার তৈরি করেছে, যা শহরের মানুষের যাতায়াত সহজ করে দিয়েছে । দিল্লি মডেল বা অরবিন্দ কেজরিওয়াল মডেলকে দেশের মানুষের জন্য আশার আলো হিসেবে তুলে ধরা হচ্ছে । এই মডেলে গ্যারান্টি দেওয়া হয়েছে যে, উচ্চ মূল্যবৃদ্ধির সময়েও জনগণ বিনামূল্যে বিদ্যুৎ ও জল পাবে । দিল্লির অর্থমন্ত্রী কৈলাশ গাহলট বলেছেন যে, মণীশ সিসোদিয়া বাজেট পেশ করলে তিনি আরও খুশি হতেন ।

এ দিকে, শিক্ষাক্ষেত্রে 16,575 কোটি টাকা বরাদ্দ করেছে দিল্লি সরকার ৷ মোট বাজেট বরাদ্দের 20 শতাংশই বরাদ্দ করা হয়েছে শিক্ষাক্ষেত্রের জন্য ৷ রাজধানীর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে সরকার সচেষ্ট এই পদক্ষেপ তারই ইঙ্গিত দিচ্ছে ৷ গেহলট এ দিন বাজেট পেশের সময় বলেছেন, এক বছরে 24,144 জন শিক্ষক নিয়োগের পরিকল্পনা করা হয়েছে ৷ এই সব শিক্ষককে নতুন ট্যাবলেট দেওয়া হবে ৷ সব স্কুলে বসানো হবে 20টি কম্পিউটার ৷ দিল্লি সরকারের 2023-24 বাজেটে মোট বরাদ্দ 75,800 কোটি টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.