ETV Bharat / bharat

Bihar Rail Accident: বিহার রেল দুর্ঘটনার পর দিল্লিগামী আপ লাইনে ট্রেন চলাচল শুরু, ডাউনে চলছে কাজ

author img

By PTI

Published : Oct 13, 2023, 2:49 PM IST

Updated : Oct 13, 2023, 3:08 PM IST

বিহার রেল দুর্ঘটনার পর খানিকটা স্বাভাবিক হল পরিস্থিতি ৷ শুক্রবার দিল্লিগামী ওই আপ লাইন পুনরুদ্ধার হয়েছে ৷ তবে ডাউন লাইনের মেরামতের কাজ এখনও চলছে ৷ ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফে প্রকাশ করা হয়েছে মৃতের তালিকা।

বিহার রেল দুর্ঘটনা
Bihar Rail Accident

বক্সার, 13 অক্টোবর: বুধবার রাতে লাইনচ্যুত হয়ে বিহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে নর্থ-ইস্ট এক্সপ্রেস। জানা গিয়েছে, ট্রেনটির 23টি কামরা লাইনচ্যুত হয়েছে। ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফে প্রকাশ করা হয়েছে মৃতের তালিকা। দুর্ঘটনায় এখনও পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ গত পরশুর ওই দুর্ঘটনায় রেল দুর্ঘটনাটি আপ লাইনে ৷ পুনরুদ্ধারের পর শুক্রবার দিল্লিগামী ওই আপ লাইনে শুরু হল রেল পরিষেবা ৷ তবে ডাউন লাইনের মেরামতের কাজ এখনও চলছে, এদিন এমনটাই জানানো হয়েছে পূর্ব-মধ্য রেলওয়ের তরফে ৷

এদিন রেলের তরফে জানানো হয়েছে, আপ লাইন ট্রেন সীমিত চলাচলের জন্য প্রস্তুত ৷ তবে এই রুটে স্বাভাবিক চলাচলের অনুমতি দেওয়া হবে ডাউন লাইন পুনরুদ্ধারের পরে। বুধবার রাত দশটা নাগাদ রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে দিল্লি থেকে আসাম যাওয়ার পথে উত্তর পূর্ব এক্সপ্রেসের 23টি বগি লাইনচ্যুত হওয়ার পরে 4 জন মারা যান বলে খবর ৷ আহত হন প্রায় 70 জনের কাছাকাছি যাত্রী ৷ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) বীরেন্দ্র কুমার সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "দুর্ঘটনাস্থলে আপ লাইন সবদিক থেকে ঠিকঠাক। ডাউন লাইনটি শীঘ্রই পুনরুদ্ধার করা হবে। আমাদের উদ্ধারকারী দলগুলি 24 ঘণ্টা কাজ করছেন ৷ পুনরুদ্ধারের চলছে।"

তিনি আরও বলেন, "বেশিরভাগ ধ্বংসাবশেষ ট্র্যাক থেকে পরিষ্কার করা হয়েছে। আহতদের অধিকাংশই বক্সার শহর ও পার্শ্ববর্তী আরায় থাকা হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন। এইমস পটনায় মোট 25 জনকে ভরতি করা হয়েছে ৷ তাঁদের মধ্যে ন'জনকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ বর্তমানে 16 জনের চিকিৎসা চলছে ৷" পটনা এইমস নির্বাহী পরিচালক চিকিৎসক গোপাল কৃষ্ণ পাল জানান, কেউই গুরুতর অবস্থায় নেই বলে বৃহস্পতিবার ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে ৷ মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং আহতদের 50 হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে ৷

বিহার সরকারও মৃতদের পরিবারের জন্য 4 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে ৷ রেলওয়ে এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ৷ এদিকে, রেলওয়ে পুনরুদ্ধারের কাজের কারণে শুক্রবার আটটি ট্রেন বাতিল করা হয়েছে এবং ন'টি ট্রেনকে অন্যপথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিহারে রেল দুর্ঘটনা! বক্সারে লাইনচ্যুত নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস; মৃত কমপক্ষে 4

বক্সার, 13 অক্টোবর: বুধবার রাতে লাইনচ্যুত হয়ে বিহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে নর্থ-ইস্ট এক্সপ্রেস। জানা গিয়েছে, ট্রেনটির 23টি কামরা লাইনচ্যুত হয়েছে। ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফে প্রকাশ করা হয়েছে মৃতের তালিকা। দুর্ঘটনায় এখনও পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ গত পরশুর ওই দুর্ঘটনায় রেল দুর্ঘটনাটি আপ লাইনে ৷ পুনরুদ্ধারের পর শুক্রবার দিল্লিগামী ওই আপ লাইনে শুরু হল রেল পরিষেবা ৷ তবে ডাউন লাইনের মেরামতের কাজ এখনও চলছে, এদিন এমনটাই জানানো হয়েছে পূর্ব-মধ্য রেলওয়ের তরফে ৷

এদিন রেলের তরফে জানানো হয়েছে, আপ লাইন ট্রেন সীমিত চলাচলের জন্য প্রস্তুত ৷ তবে এই রুটে স্বাভাবিক চলাচলের অনুমতি দেওয়া হবে ডাউন লাইন পুনরুদ্ধারের পরে। বুধবার রাত দশটা নাগাদ রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে দিল্লি থেকে আসাম যাওয়ার পথে উত্তর পূর্ব এক্সপ্রেসের 23টি বগি লাইনচ্যুত হওয়ার পরে 4 জন মারা যান বলে খবর ৷ আহত হন প্রায় 70 জনের কাছাকাছি যাত্রী ৷ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) বীরেন্দ্র কুমার সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "দুর্ঘটনাস্থলে আপ লাইন সবদিক থেকে ঠিকঠাক। ডাউন লাইনটি শীঘ্রই পুনরুদ্ধার করা হবে। আমাদের উদ্ধারকারী দলগুলি 24 ঘণ্টা কাজ করছেন ৷ পুনরুদ্ধারের চলছে।"

তিনি আরও বলেন, "বেশিরভাগ ধ্বংসাবশেষ ট্র্যাক থেকে পরিষ্কার করা হয়েছে। আহতদের অধিকাংশই বক্সার শহর ও পার্শ্ববর্তী আরায় থাকা হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন। এইমস পটনায় মোট 25 জনকে ভরতি করা হয়েছে ৷ তাঁদের মধ্যে ন'জনকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ বর্তমানে 16 জনের চিকিৎসা চলছে ৷" পটনা এইমস নির্বাহী পরিচালক চিকিৎসক গোপাল কৃষ্ণ পাল জানান, কেউই গুরুতর অবস্থায় নেই বলে বৃহস্পতিবার ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে ৷ মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং আহতদের 50 হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে ৷

বিহার সরকারও মৃতদের পরিবারের জন্য 4 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে ৷ রেলওয়ে এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ৷ এদিকে, রেলওয়ে পুনরুদ্ধারের কাজের কারণে শুক্রবার আটটি ট্রেন বাতিল করা হয়েছে এবং ন'টি ট্রেনকে অন্যপথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিহারে রেল দুর্ঘটনা! বক্সারে লাইনচ্যুত নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস; মৃত কমপক্ষে 4

Last Updated : Oct 13, 2023, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.