ETV Bharat / bharat

Delhi Air Quality: চিন্তা বাড়াচ্ছে দিল্লির বাতাস, মান 'খুব খারাপ'-এর দিকে - দিল্লির আবহাওয়া

এখনও উদ্বেগজনক দিল্লির বাতাসের মান (Delhi AQI settles in very poor category) ৷ রবিবার দুপুরে দিল্লির একিউআই ছিল 341 ৷ যা খুব খারাপ (Delhi Air Quality)৷

ETV Bharat
Delhi Air Quality
author img

By

Published : Nov 6, 2022, 7:07 PM IST

নয়াদিল্লি, 6 নভেম্বর: রাজধানী দিল্লিতে বাতাসের গুণগত মান খারাপের দিকেই ৷ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (সিপিসিবি) রবিবার দুপুরে জানিয়েছে, দিল্লির বাতাসের গুণগত মান বা একিউআই (AQI) দাঁড়িয়েছে 341-এ (Delhi AQI settles in very poor category) ৷ যা 'খুব খারাপ' ক্যাটেগরির বলে জানিয়েছে সিপিসিবি (CPCB) ৷ এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ৷

সিপিসিবি'র পরিসংখ্যান অনুযায়ী, এদিন দুপুর 1টা 10 নাগাদ দিল্লির আলিপুরে একিউআই ছিল 357, শাদিপুরে ছিল 321, দ্বারকাতে ছিল 348 ৷ অন্যদিকে, ওই একই সময়ে দিল্লির আইটিওতে বাতাসের গুণগত মান ছিল 335, মন্দির গেটে 33, আরকে পূরমে 365 ৷ সাধারণ একিউআই এর মান 0-50 এর মধ্যে থাকলে তাকে ভালো, 51 থেকে 100 এর মধ্যে থাকলে সন্তোষজনক, 101 থেকে 200 এর মধ্যে থাকলে মাঝারি, 201 থেকে 300 এর মধ্যে থাকলে খারাপ, 301 থেকে 400 এর মধ্যে থাকলে খুব খারাপ ও 401 থেকে 500 এর মধ্যে থাকলে গুরুতর বলে ধরা হয় ৷ সেদিক থেকে দিল্লিতে এই মুহূর্তে বাতাসের গুণগত মান খুব খারাপ বলা যায় (Delhi Air Quality) ৷

আরও পড়ুন: ব্যবসায় বিরাট ক্ষতি, যমুনায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী ব্যবসায়ী !

দিল্লির এই দূষণ পরিস্থিতির প্রেক্ষিতে ছোটদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রাথমিক স্কুলগুলি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ৷ বিদ্যুৎ ও সিএনজি চালিত ট্রাক বাদে বাকি ট্রাকের দিল্লিতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ দূষণ কমাতে নিয়ন্ত্রণ করা হচ্ছে অন্য যান চলাচলও ৷

নয়াদিল্লি, 6 নভেম্বর: রাজধানী দিল্লিতে বাতাসের গুণগত মান খারাপের দিকেই ৷ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (সিপিসিবি) রবিবার দুপুরে জানিয়েছে, দিল্লির বাতাসের গুণগত মান বা একিউআই (AQI) দাঁড়িয়েছে 341-এ (Delhi AQI settles in very poor category) ৷ যা 'খুব খারাপ' ক্যাটেগরির বলে জানিয়েছে সিপিসিবি (CPCB) ৷ এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ৷

সিপিসিবি'র পরিসংখ্যান অনুযায়ী, এদিন দুপুর 1টা 10 নাগাদ দিল্লির আলিপুরে একিউআই ছিল 357, শাদিপুরে ছিল 321, দ্বারকাতে ছিল 348 ৷ অন্যদিকে, ওই একই সময়ে দিল্লির আইটিওতে বাতাসের গুণগত মান ছিল 335, মন্দির গেটে 33, আরকে পূরমে 365 ৷ সাধারণ একিউআই এর মান 0-50 এর মধ্যে থাকলে তাকে ভালো, 51 থেকে 100 এর মধ্যে থাকলে সন্তোষজনক, 101 থেকে 200 এর মধ্যে থাকলে মাঝারি, 201 থেকে 300 এর মধ্যে থাকলে খারাপ, 301 থেকে 400 এর মধ্যে থাকলে খুব খারাপ ও 401 থেকে 500 এর মধ্যে থাকলে গুরুতর বলে ধরা হয় ৷ সেদিক থেকে দিল্লিতে এই মুহূর্তে বাতাসের গুণগত মান খুব খারাপ বলা যায় (Delhi Air Quality) ৷

আরও পড়ুন: ব্যবসায় বিরাট ক্ষতি, যমুনায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী ব্যবসায়ী !

দিল্লির এই দূষণ পরিস্থিতির প্রেক্ষিতে ছোটদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রাথমিক স্কুলগুলি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ৷ বিদ্যুৎ ও সিএনজি চালিত ট্রাক বাদে বাকি ট্রাকের দিল্লিতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ দূষণ কমাতে নিয়ন্ত্রণ করা হচ্ছে অন্য যান চলাচলও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.