দিল্লি, 13 নভেম্বর: দিল্লিতে ক্রমশ বেড়ে চলা দূষণ (Delhi Pollution) ভাবাচ্ছে সংশ্লিষ্ট মহলকে ৷ রবিবারও রাজধানীর বায়ুর মান ছিল খারাপ ৷ বায়ুর মান নির্ধারক সূচক (Air Quality Index) বা একিউআই (AQI) এদিন ছিল 399 ৷
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তথ্য অনুসারে, 37টি মনিটরিং স্টেশনের মধ্যে 15টিতে বায়ুর মান নির্ধারক সূচক (Air Quality Index) বা একিউআই (AQI) খুব খারাপ ছিল । এনএসআইটি দ্বারকায় একিউআই ছিল 399, শাদিপুরে 346, আনন্দ বিহারে 342, আরকে পুরমে 328 এবং জাহাঙ্গীরপুরিতে 326 । দিল্লির 24 ঘণ্টা গড় বায়ু মানের সূচক (AQI) শুক্রবার 346 থেকে শনিবার 303-এ দাঁড়িয়েছে । বৃহস্পতিবার এটি ছিল 295 ।
আরও পড়ুন: বিষ-বায়ুতে ঢাকল দিল্লি, 'গুরুতর' দূষণে প্রাথমিক স্কুল বন্ধের নির্দেশ কেজরির
প্রসঙ্গত, একিউআই অনুসারে বায়ুর মান 0 থেকে 50-এর মধ্যে থাকলে ভাল, 51 থেকে 100-এর মধ্যে থাকলে সন্তোষজনক বলে ধরা হয় ৷ যদি 101 ও 200 মধ্যে থাকে তাহলে মাঝারি মানের ধরা হয় ৷ 201 থেকে 300- পৌঁছে হয়ে গেলে তা হয়ে যায় খারাপ বায়ু ৷ 301 ও 400 মধ্যে থাকা বায়ুর মানকে খারাপ রূপে ধরা হয় ৷ কিন্তু তা যদি 401 থেকে 500-এর মধ্যে থাকে, তাহলে সেই বায়ুর মান গুরুতর ৷
ভারতের আবহাওয়া অধিদফতর (IMD) অনুসারে, দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রিতে নেমেছে ৷ জানা গিয়েছে, সকাল 8.30 টায় আপেক্ষিক আর্দ্রতা 83 শতাংশ হয়েছে । আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে যে, দিনের বেলা প্রধানত পরিষ্কার আকাশ থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসে থাকবে বলে আশা করা হচ্ছে । শনিবার, সর্বোচ্চ তাপমাত্রা 28.3 ডিগ্রি সেলসিয়াসে ছিল, যা মরশুম অনুযায়ী স্বাভাবিক ছিল ।
কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) শুক্রবার বলেছে যে, গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP)-এর তৃতীয় ধাপের অধীনে নিষেধাজ্ঞাগুলি দিল্লি-এনসিআরে অব্যাহত থাকবে কারণ এই অঞ্চলে বায়ু দূষণ ঊর্ধ্বমুখী । GRAP-এর তৃতীয় পর্যায়ের অধীনে দিল্লি-এনসিআর-এ প্রয়োজনীয় প্রকল্পগুলি ছাড়া সমস্ত কাজ নিষিদ্ধ করা হয়েছে । ইটের ভাটা, হট মিক্স প্ল্যান্ট এবং স্টোন ক্রাশারও চালানোর অনুমতি নেই ।