নয়াদিল্লি, 29 জুলাই: ইন্ডিয়া জোটের 21 সদস্যের প্রতিনিধি দল রওনা দিল মণিপুরে ৷ আগেই জানা গিয়েছিল, অশান্ত মণিপুরের অবস্থা খতিয়ে দেখতে যাবেন বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদেরা ৷ সেই অনুযায়ী শনিবার সকালে নয়াদিল্লি থেকে দু'দিনের জন্য ইম্ফলের উদ্দেশ্যে যাত্রা করেছেন সাংসদরা ৷ উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটির পরিস্থিতি দেখে সেই রিপোর্ট কেন্দ্রীয় সরকারের পাশাপাশি সংসদেও জমা দেবেন তাঁরা ৷ তবে এই যাত্রাকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি ৷
-
INDIA गठबंधन के सांसदों का प्रतिनिधिमंडल आज से दो दिवसीय मणिपुर दौरे पर है।
— Congress (@INCIndia) July 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
यहां वे हिंसा के पीड़ितों से मिलेंगे, उनकी स्थिति से वाकिफ होंगे।
INDIA चाहता है कि मोदी सरकार मणिपुर पर ध्यान दे, वहां के लिए कुछ तो करे।
📍दिल्ली एयरपोर्ट pic.twitter.com/x0itmCoAnD
">INDIA गठबंधन के सांसदों का प्रतिनिधिमंडल आज से दो दिवसीय मणिपुर दौरे पर है।
— Congress (@INCIndia) July 29, 2023
यहां वे हिंसा के पीड़ितों से मिलेंगे, उनकी स्थिति से वाकिफ होंगे।
INDIA चाहता है कि मोदी सरकार मणिपुर पर ध्यान दे, वहां के लिए कुछ तो करे।
📍दिल्ली एयरपोर्ट pic.twitter.com/x0itmCoAnDINDIA गठबंधन के सांसदों का प्रतिनिधिमंडल आज से दो दिवसीय मणिपुर दौरे पर है।
— Congress (@INCIndia) July 29, 2023
यहां वे हिंसा के पीड़ितों से मिलेंगे, उनकी स्थिति से वाकिफ होंगे।
INDIA चाहता है कि मोदी सरकार मणिपुर पर ध्यान दे, वहां के लिए कुछ तो करे।
📍दिल्ली एयरपोर्ट pic.twitter.com/x0itmCoAnD
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ইন্ডিয়া জোটের মণিপুর সফরকে লোক দেখানো বলে কটাক্ষ করেছেন ৷ শনিবার সকালে তিনি কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, "ইন্ডিয়া জোটের সাংসদরা শুধু লোক দেখাতে মণিপুরে গিয়েছেন ৷" কংগ্রেসের নাম উল্লেখ না করে তিনি বলেন, "বিরোধী পক্ষ যখন মণিপুর শাসন করছিল, তখনও মণিপুর জ্বলছিল ৷ তখন তো সেই দল বা তাদের জোট দলগুলি কোনও কথা বলেনি ৷"
-
#WATCH | West Bengal: Union Minister, Information & Broadcasting and Youth Affairs, Anurag Thakur arrives at Kolkata airport, says, "It is just a showoff by the INDIA alliance MPs who have gone to Manipur. The opposition & its allies never spoke when Manipur used to burn during… pic.twitter.com/qOVGA8VN8a
— ANI (@ANI) July 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | West Bengal: Union Minister, Information & Broadcasting and Youth Affairs, Anurag Thakur arrives at Kolkata airport, says, "It is just a showoff by the INDIA alliance MPs who have gone to Manipur. The opposition & its allies never spoke when Manipur used to burn during… pic.twitter.com/qOVGA8VN8a
— ANI (@ANI) July 29, 2023#WATCH | West Bengal: Union Minister, Information & Broadcasting and Youth Affairs, Anurag Thakur arrives at Kolkata airport, says, "It is just a showoff by the INDIA alliance MPs who have gone to Manipur. The opposition & its allies never spoke when Manipur used to burn during… pic.twitter.com/qOVGA8VN8a
— ANI (@ANI) July 29, 2023
লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীর কাছে মন্ত্রী অনুরাগ ঠাকুরের অনুরোধ, এই 21 জন সাংসদকে পশ্চিমবঙ্গে নিয়ে আসুন তিনি ৷ পশ্চিমবঙ্গ, রাজস্থানে মহিলাদের উপর নির্যাতনের প্রসঙ্গ তুলে অধীরকে তাঁর প্রশ্ন, "বাংলা, রাজস্থানে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটছে ৷ এই বিষয়টা মানবেন অধীর ? রাজস্থানেও মহিলাদের বিরুদ্ধে অপরাধ হচ্ছে। তাঁদের হত্যা করা হচ্ছে ৷ সেখানে যাননি বিরোধীরা ৷ ইন্ডিয়া জোট কি রাজস্থানেও যাবে ?"
আরও পড়ুন: মণিপুরে হিংসার প্রতিবাদে নীরব বিক্ষোভ লন্ডনে
উল্লেখ্য, মণিপুরের এই প্রতিনিধি দলে রয়েছেন কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী, গৌরব গগৈ, তৃণমূলের সুস্মিতা দেব, জেডি(ইউ) সাংসদ মনোজ ঝা ও অন্যরা ৷ পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভা সাংসদ অধীর চৌধুরী প্রতিনিধি দলের হয়ে রিপোর্ট জমা দেবেন বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি এই সমস্যার সমাধানও পেশ করবেন তিনি ৷
সংসদের বাদল অধিবেশন শুরু হয় 20 জুলাই ৷ তার আগের দিন কুকি সম্প্রদায়ের দু'জন মহিলাকে নগ্ন করে হাঁটানোর ভিডিয়ো ভাইরাল হওয়ায় তোলপাড় হয় দেশ ৷ বাদল অধিবেশনের প্রথম দিনেই উত্তাল হয়ে ওঠে লোকসভা ও রাজ্যসভা ৷ মণিপুরের হিংসা এবং সেখানকার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি চেয়ে সরব বিরোধী শিবির ৷ তাদের প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন মণিপুরে যাচ্ছেন না ?
আরও পড়ুন: মণিপুর ইস্যুতে কালো পোশাক পড়ে সংসদে বিক্ষোভ দেখাবে 'ইন্ডিয়া' সাংসদরা
এই ইস্যুতে বারবার মুলতুবি হচ্ছে লোকসভা ও রাজ্যসভা ৷ এর আগে লোকসভায় কংগ্রেসের উপ-নেতা গৌরব গগৈ দাবি তুলেছিলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে গঠিত কমিটি মণিপুরের তদন্ত করুক ৷ 3 মে থেকে মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত মণিপুর ৷ এখনও হিংসার ঘটনার খবর মিলছে সেখান থেকে ৷ হাজার হাজার মানুষ বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছেন ৷ প্রাণ হারিয়েছেন প্রায় 160 জন ৷ কয়েকটি সূত্রের অবশ্য দাবি, মৃতের সংখ্যা আরও অনেক বেশি।