ETV Bharat / bharat

Rajnath Singh: তিন বাহিনীকে একত্রিত করার কাজ দ্রুতগতিতে এগোচ্ছে, দাবি রাজনাথের

author img

By

Published : Sep 12, 2022, 1:52 PM IST

সোমবার দিল্লি ক্যান্টমেন্টের মানেকশ সেন্টারে (Manekshaw Centre in Delhi Cantonment) সেনার সম্পদ সংক্রান্ত একটি সম্মেলন হয় ৷ সেখানে হাজির ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) ৷ সেখানে তিনি জানান, সেনার তিন বাহিনীকে একত্রিত করার লক্ষ্যে দ্রুততার সঙ্গে এগোচ্ছে ভারত ৷

defence-minister-rajnath-singh-says-india-rapidly-moving-towards-jointness-of-three-services
Rajnath Singh: তিন বাহিনীকে একত্রিত করার কাজ দ্রুতগতিতে এগোচ্ছে, দাবি রাজনাথের

নয়াদিল্লি, 12 সেপ্টেম্বর : সেনার তিন বাহিনীকে একত্রিত করার লক্ষ্যে দ্রুতগতিতে এগোচ্ছে ভারত ৷ সোমবার এই কথাই জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) ৷ তিনি আরও জানান, তিন বাহিনীর সমস্ত সম্পদকে একছাতার তলায় আনার চেষ্টা চলছে ৷ এর ফলে এক বাহিনীর সম্পদ কোনও সমস্যা ছাড়াই অন্য বাহিনী ব্যবহার করতে পারবে ৷

এদিন সেনার সম্পদ সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী ৷ সেখানেই তিনি এই কথাগুলি বলেন ৷ এর সঙ্গে তাঁর সংযোজন, রেলের মানোন্নয়নের কাজ দ্রুতগতিতে চলছে ৷ গত সাত বছরে 9 হাজার কিলোমিটার রেললাইনকে ডাবল (পাশাপাশি দু’টি লাইন, যেখানে দুই অভিমুখের ট্রেন একসঙ্গে চলতে পারে) করা হয়েছে ৷ 2014 সালের আগের পাঁচ বছরে এই কাজ হয়েছিল মাত্র 1900 কিলোমিটার ৷

সোমবার দিল্লি ক্যান্টমেন্টের মানেকশ সেন্টারে (Manekshaw Centre in Delhi Cantonment) ওই সম্মেলন হয় ৷ এদিন সম্মেলনের উদ্বোধনে হাজির ছিলেন সেনা প্রধান জেনারেল মনোজ পান্ডে (Army Chief Gen Manoj Pande), বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী (IAF chief Air Chief Marshal V R Chaudhari) এবং নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার (Navy chief Admirk R Hari Kumar) ৷ এছাড়া ছিলেন আরও অনেকে ৷ তাঁদের গুরুত্বপূর্ণ হলেন নীতি আয়োগের সদস্য ভি কে সারস্বত ৷

এদিন রাজনাথ সিং জানান, স্বাধীনতার শতবর্ষের পথে অমৃতকালে (Amrit Kaal) প্রতিরক্ষা ক্ষেত্র ও অনান্য ক্ষেত্রকে একসঙ্গে কাজ করতে হবে ৷ সমন্বয় সাধন করতে হবে ৷ তাহলেই ভারত অমৃতকালে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারবে ৷ তখনই তিনি সেনার তিন বাহিনী একত্রিত করার বিষয়টি বলেন ৷

আরও পড়ুন : স্বাধীনতার 75 বছরে অস্ত্রসম্ভারে আধুনিক হয়েছে ভারতীয় সেনা

নয়াদিল্লি, 12 সেপ্টেম্বর : সেনার তিন বাহিনীকে একত্রিত করার লক্ষ্যে দ্রুতগতিতে এগোচ্ছে ভারত ৷ সোমবার এই কথাই জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) ৷ তিনি আরও জানান, তিন বাহিনীর সমস্ত সম্পদকে একছাতার তলায় আনার চেষ্টা চলছে ৷ এর ফলে এক বাহিনীর সম্পদ কোনও সমস্যা ছাড়াই অন্য বাহিনী ব্যবহার করতে পারবে ৷

এদিন সেনার সম্পদ সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী ৷ সেখানেই তিনি এই কথাগুলি বলেন ৷ এর সঙ্গে তাঁর সংযোজন, রেলের মানোন্নয়নের কাজ দ্রুতগতিতে চলছে ৷ গত সাত বছরে 9 হাজার কিলোমিটার রেললাইনকে ডাবল (পাশাপাশি দু’টি লাইন, যেখানে দুই অভিমুখের ট্রেন একসঙ্গে চলতে পারে) করা হয়েছে ৷ 2014 সালের আগের পাঁচ বছরে এই কাজ হয়েছিল মাত্র 1900 কিলোমিটার ৷

সোমবার দিল্লি ক্যান্টমেন্টের মানেকশ সেন্টারে (Manekshaw Centre in Delhi Cantonment) ওই সম্মেলন হয় ৷ এদিন সম্মেলনের উদ্বোধনে হাজির ছিলেন সেনা প্রধান জেনারেল মনোজ পান্ডে (Army Chief Gen Manoj Pande), বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী (IAF chief Air Chief Marshal V R Chaudhari) এবং নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার (Navy chief Admirk R Hari Kumar) ৷ এছাড়া ছিলেন আরও অনেকে ৷ তাঁদের গুরুত্বপূর্ণ হলেন নীতি আয়োগের সদস্য ভি কে সারস্বত ৷

এদিন রাজনাথ সিং জানান, স্বাধীনতার শতবর্ষের পথে অমৃতকালে (Amrit Kaal) প্রতিরক্ষা ক্ষেত্র ও অনান্য ক্ষেত্রকে একসঙ্গে কাজ করতে হবে ৷ সমন্বয় সাধন করতে হবে ৷ তাহলেই ভারত অমৃতকালে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারবে ৷ তখনই তিনি সেনার তিন বাহিনী একত্রিত করার বিষয়টি বলেন ৷

আরও পড়ুন : স্বাধীনতার 75 বছরে অস্ত্রসম্ভারে আধুনিক হয়েছে ভারতীয় সেনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.