ETV Bharat / bharat

Amarnath Cloud Burst: অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে 16, উদ্ধারে বায়ুসেনা - অমরনাথে মেঘ ভেঙে বৃষ্টিতে মৃত

শুক্রবার বিকেলে আচমকা মেঘ ভেঙে বৃষ্টি ৷ তার জেরে অমরনাথে পবিত্র গুহার কাছে জলের স্রোতে অনেকে ভেসে যান, নিখোঁজ হন ৷ তড়িঘড়ি উদ্ধারকার্য শুরু হয় ৷ এখনও পর্যন্ত 16 জন মারা গিয়েছেন (Amarnath Cloud Burst) ৷

Amarnath Yatra 2022
অমরনাথে মেঘ ভেঙে নিখোঁজ বহু
author img

By

Published : Jul 9, 2022, 12:43 PM IST

Updated : Jul 9, 2022, 1:50 PM IST

নয়াদিল্লি, 9 জুলাই: অমরনাথে প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে হল 16 ৷ শুক্রবার বিকেলে মেঘ ভেঙে বৃষ্টিতে প্রাথমিকভাবে 15 জনের মৃত্যুর খবর সামনে এসেছিল ৷ আজ, শনিবার সকালে এনডিআরএফ (National Disaster Response Force, NDRF) ডিজি অতুল কারওয়াল জানান সেই সংখ্যা বেড়ে হয়েছে 16 । একইসঙ্গে উদ্বেগ বাড়িয়ে প্রায় 40 জন নিখোঁজ (Death toll rises to 16 and many more missing in Amarnath Cloud Burst incident) ৷

একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, "এখনও পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে, এটা নিশ্চিত ৷ প্রায় 40 জনের সন্ধান পাওয়া যাচ্ছে না ৷ কোনও ভূমিধস না-হলেও বৃষ্টি চলছে ৷ তবে তা উদ্ধারকার্যে কোনও বাধা হয়ে দাঁড়ায়নি ৷ চারটি এনডিআরএফ দলে 100-রও বেশি কর্মী কাজ করছেন ৷ এছাড়া ভারতীয় সেনা, বিএসএফ, এসডিআরএফ, সিআরপিএফ এবং অন্যরাও উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন ৷"

আরও পড়ুন: অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃত কমপক্ষে 15, স্থগিত অমরনাথ যাত্রা

ভারত-তিব্বত সীমান্তের পুলিশের এক আধিকারিক শনিবার জানিয়েছেন, অমরনাথে মেঘ ভাঙা বিপর্যয়ের উদ্ধারকার্য আরও দ্রুত গতিতে হচ্ছে ৷ আইটিবিপি-র পিআরও বিবেক কুমার পাণ্ডে বলেন, "উদ্ধারকার্যের গতি বাড়ানো হয়েছে ৷ স্থানীয় প্রশাসনের হিসেব অনুযায়ী 30-40 জন নিরুদ্দেশ ৷ অমরনাথ গুহার আবহাওয়া এখন পরিষ্কার ৷ আহতদের হেলিকপ্টারে বেস ক্যাম্পে নিয়ে আসা হচ্ছে ৷ এখনও পর্যন্ত যাত্রা স্থগিত রয়েছে ৷ আমরা পুণ্যার্থীদের এগোতে নিষেধ করছি ৷"

অমরনাথে মেঘ ভাঙার পর উদ্ধারকাজে নেমেছে ভারতীয় বায়ু সেনা, এনডিআরএফ, এসডিআরএফ, আইটিবিপি

উদ্ধারকাজে গতি আনতে ভারতীয় বায়ু সেনা শ্রীনগর থেকে অমরনাথের দুর্ঘটনাস্থলে 2টি এএলএইচ ধ্রুব এবং এমআই-17 ভি5 হেলিকপ্টার এনেছে ৷ একটি এন-32 এবং ইলুশিন-76 ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট রাখা হয়েছে চণ্ডীগড়ে ৷ এক বিবৃতিতে আইটিবিপি জানিয়েছে, "মেঘ ভেঙে বৃষ্টির ফলে প্রবল স্রোতের জন্য বহু যাত্রী পবিত্র গুহার কাছে আটকে ছিলেন ৷ আটিবিপি তাদের পঞ্জতারনিতে নিয়ে এসেছে ৷ ভোর 3.38 পর্যন্ত কাজ চলেছে ৷ এখনও পর্যন্ত 15 হাজার মানুষকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে ৷"

নয়াদিল্লি, 9 জুলাই: অমরনাথে প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে হল 16 ৷ শুক্রবার বিকেলে মেঘ ভেঙে বৃষ্টিতে প্রাথমিকভাবে 15 জনের মৃত্যুর খবর সামনে এসেছিল ৷ আজ, শনিবার সকালে এনডিআরএফ (National Disaster Response Force, NDRF) ডিজি অতুল কারওয়াল জানান সেই সংখ্যা বেড়ে হয়েছে 16 । একইসঙ্গে উদ্বেগ বাড়িয়ে প্রায় 40 জন নিখোঁজ (Death toll rises to 16 and many more missing in Amarnath Cloud Burst incident) ৷

একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, "এখনও পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে, এটা নিশ্চিত ৷ প্রায় 40 জনের সন্ধান পাওয়া যাচ্ছে না ৷ কোনও ভূমিধস না-হলেও বৃষ্টি চলছে ৷ তবে তা উদ্ধারকার্যে কোনও বাধা হয়ে দাঁড়ায়নি ৷ চারটি এনডিআরএফ দলে 100-রও বেশি কর্মী কাজ করছেন ৷ এছাড়া ভারতীয় সেনা, বিএসএফ, এসডিআরএফ, সিআরপিএফ এবং অন্যরাও উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন ৷"

আরও পড়ুন: অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃত কমপক্ষে 15, স্থগিত অমরনাথ যাত্রা

ভারত-তিব্বত সীমান্তের পুলিশের এক আধিকারিক শনিবার জানিয়েছেন, অমরনাথে মেঘ ভাঙা বিপর্যয়ের উদ্ধারকার্য আরও দ্রুত গতিতে হচ্ছে ৷ আইটিবিপি-র পিআরও বিবেক কুমার পাণ্ডে বলেন, "উদ্ধারকার্যের গতি বাড়ানো হয়েছে ৷ স্থানীয় প্রশাসনের হিসেব অনুযায়ী 30-40 জন নিরুদ্দেশ ৷ অমরনাথ গুহার আবহাওয়া এখন পরিষ্কার ৷ আহতদের হেলিকপ্টারে বেস ক্যাম্পে নিয়ে আসা হচ্ছে ৷ এখনও পর্যন্ত যাত্রা স্থগিত রয়েছে ৷ আমরা পুণ্যার্থীদের এগোতে নিষেধ করছি ৷"

অমরনাথে মেঘ ভাঙার পর উদ্ধারকাজে নেমেছে ভারতীয় বায়ু সেনা, এনডিআরএফ, এসডিআরএফ, আইটিবিপি

উদ্ধারকাজে গতি আনতে ভারতীয় বায়ু সেনা শ্রীনগর থেকে অমরনাথের দুর্ঘটনাস্থলে 2টি এএলএইচ ধ্রুব এবং এমআই-17 ভি5 হেলিকপ্টার এনেছে ৷ একটি এন-32 এবং ইলুশিন-76 ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট রাখা হয়েছে চণ্ডীগড়ে ৷ এক বিবৃতিতে আইটিবিপি জানিয়েছে, "মেঘ ভেঙে বৃষ্টির ফলে প্রবল স্রোতের জন্য বহু যাত্রী পবিত্র গুহার কাছে আটকে ছিলেন ৷ আটিবিপি তাদের পঞ্জতারনিতে নিয়ে এসেছে ৷ ভোর 3.38 পর্যন্ত কাজ চলেছে ৷ এখনও পর্যন্ত 15 হাজার মানুষকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে ৷"

Last Updated : Jul 9, 2022, 1:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.