ETV Bharat / bharat

Odisha Train Accident: 288 নয়, বালাসোর দুর্ঘটনায় মৃতের সংখ্যা 275; দাবি ওড়িশা সরকারের

বালাসোরের ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমে হল 275 ৷ শনিবার প্রশাসন 288 জনের মৃত্যুর কথা জানায় ৷ মৃতদের মধ্যে রয়েছেন বাংলার 62 জন ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Jun 4, 2023, 6:49 PM IST

বালাসোর, 4 জুন: ওড়িশার বালাসোরে ভায়বহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমে হল 275 জন ৷ শনিবার রাতে রেল ও ওড়িশা প্রশাসনের তরফে পাওয়া শেষ তথ্যে জানা গিয়েছিল মৃতের সংখ্যা 288 ৷ তবে রবিবার ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জানিয়েছেন, কয়েকটি মৃতদেহ একাধিকবার গোনা হয়, তার জেরেই এই সংখ্যা বেড়ে গিয়েছিল ৷ মৃতের সংখ্যা 275 ৷ তবে মৃতদের মধ্যে অনেককেই শনাক্ত করা সম্ভব হয়নি ৷

ওড়িশার মুখ্যসচিব জানিয়েছেন, মৃত 275 জনের মধ্যে 88 জনের দেহ সনাক্ত করা সম্ভব হয়েছে ৷ 78 জনের দেহ পরিবারেরের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ বাকি 187 জনের দেহ এখনও সনাক্ত করা সম্ভব হয়নি ৷ 170টি দেহ ইতিমধ্যেই ভুবনেশ্বরে পাঠানো হয়েছে ৷ সরকারি তথ্য অনুযায়ী, 1175 জন আহত হয়েছেন ৷ 793 জনকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন 382 জন ৷

তবে মৃতের সংখ্যা এভাবে কমিয়ে দেখানো নিয়ে রবিবার প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি জানান, রাজ্যের এখনও পর্যন্ত 62 জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় ৷ তিনি বলেন, মৃতের সংখ্যা কী করে কমে যায় ? কেন এক একবার এক একরকম তথ্য দেওয়া হচ্ছে ৷ তাঁর কথায়, "সকালে এক তথ্য, দিনে এক তথ্য, রাতে এক তথ্য দেওয়া হচ্ছে ৷" বালাসোরের ঘটনায় ইতিমধ্যেই রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ রেলের গাফিলতির বিষয়টিও উঠে আসছে ৷ রেলের প্রাথমিক তদন্তেও সিগনালিং-এর গণ্ডগোলের বিষয়টি উঠে এসেছে ৷

  • #WATCH | The death toll is 275 & not 288. The data was checked by DM and it was found that some bodies have been counted twice, so the death toll has been revised to 275. Out of 275, 88 bodies have been identified: Odisha Chief Secy Pradeep Jena, on #OdishaTrainAccident pic.twitter.com/fuPSSmNxag

    — ANI (@ANI) June 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, কংগ্রেস, সিপিএমের মতো বিরোধী দলগুলি ইতিমধ্যেই এই ট্রেন দুর্ঘটনার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবি তুলেছেন ৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর পদত্যাগ চাননি ৷ তিনি রেলের নিরাপত্তা ও গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তবে ভারতীয় রেলওয়ে বোর্ডের সদস্য জয়া সিনহা ভর্মা জানিয়েছেন, রেল যাত্রী সুরক্ষা নিয়ে যথেষ্ট সচেতন ৷ বন্দে ভারত চলছে বলে অন্যদিকে গাফিলতি হচ্ছে এই অভিযোগ ঠিক নয় ৷

  • #WATCH | Safety is the top priority for Railways. We are making sure that the evidence does not get tampered & that any witness does not get affected. The driver of the train who sustained serious injuries said that the train moved forward only after it received a 'Green' signal.… pic.twitter.com/6zER9dRAUl

    — ANI (@ANI) June 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রেলকে বেচে দেওয়ার ছক কষছে কেন্দ্র, বালাসোর বিপর্যয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে খড়্গহস্ত মমতা

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা 7টা নাগাদ ওড়িশার বালাসোরে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনা ঘটে ৷ লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে ধাক্কা মারে হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ৷ ঘটনার অভিঘাতে লাইনচ্যুত হয় করমণ্ডলের 21টি বগি ৷ পাশের ডাউন লাইনে গিয়ে পড়ে কয়েকটি বগি ৷ সেই সময় ডাউন লাইন দিয়ে যাচ্ছিল হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস ৷ ট্রেনটির শেষ দুটি বগিতে গিয়ে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া বগি ৷

বালাসোর, 4 জুন: ওড়িশার বালাসোরে ভায়বহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমে হল 275 জন ৷ শনিবার রাতে রেল ও ওড়িশা প্রশাসনের তরফে পাওয়া শেষ তথ্যে জানা গিয়েছিল মৃতের সংখ্যা 288 ৷ তবে রবিবার ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জানিয়েছেন, কয়েকটি মৃতদেহ একাধিকবার গোনা হয়, তার জেরেই এই সংখ্যা বেড়ে গিয়েছিল ৷ মৃতের সংখ্যা 275 ৷ তবে মৃতদের মধ্যে অনেককেই শনাক্ত করা সম্ভব হয়নি ৷

ওড়িশার মুখ্যসচিব জানিয়েছেন, মৃত 275 জনের মধ্যে 88 জনের দেহ সনাক্ত করা সম্ভব হয়েছে ৷ 78 জনের দেহ পরিবারেরের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ বাকি 187 জনের দেহ এখনও সনাক্ত করা সম্ভব হয়নি ৷ 170টি দেহ ইতিমধ্যেই ভুবনেশ্বরে পাঠানো হয়েছে ৷ সরকারি তথ্য অনুযায়ী, 1175 জন আহত হয়েছেন ৷ 793 জনকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন 382 জন ৷

তবে মৃতের সংখ্যা এভাবে কমিয়ে দেখানো নিয়ে রবিবার প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি জানান, রাজ্যের এখনও পর্যন্ত 62 জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় ৷ তিনি বলেন, মৃতের সংখ্যা কী করে কমে যায় ? কেন এক একবার এক একরকম তথ্য দেওয়া হচ্ছে ৷ তাঁর কথায়, "সকালে এক তথ্য, দিনে এক তথ্য, রাতে এক তথ্য দেওয়া হচ্ছে ৷" বালাসোরের ঘটনায় ইতিমধ্যেই রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ রেলের গাফিলতির বিষয়টিও উঠে আসছে ৷ রেলের প্রাথমিক তদন্তেও সিগনালিং-এর গণ্ডগোলের বিষয়টি উঠে এসেছে ৷

  • #WATCH | The death toll is 275 & not 288. The data was checked by DM and it was found that some bodies have been counted twice, so the death toll has been revised to 275. Out of 275, 88 bodies have been identified: Odisha Chief Secy Pradeep Jena, on #OdishaTrainAccident pic.twitter.com/fuPSSmNxag

    — ANI (@ANI) June 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, কংগ্রেস, সিপিএমের মতো বিরোধী দলগুলি ইতিমধ্যেই এই ট্রেন দুর্ঘটনার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবি তুলেছেন ৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর পদত্যাগ চাননি ৷ তিনি রেলের নিরাপত্তা ও গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তবে ভারতীয় রেলওয়ে বোর্ডের সদস্য জয়া সিনহা ভর্মা জানিয়েছেন, রেল যাত্রী সুরক্ষা নিয়ে যথেষ্ট সচেতন ৷ বন্দে ভারত চলছে বলে অন্যদিকে গাফিলতি হচ্ছে এই অভিযোগ ঠিক নয় ৷

  • #WATCH | Safety is the top priority for Railways. We are making sure that the evidence does not get tampered & that any witness does not get affected. The driver of the train who sustained serious injuries said that the train moved forward only after it received a 'Green' signal.… pic.twitter.com/6zER9dRAUl

    — ANI (@ANI) June 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রেলকে বেচে দেওয়ার ছক কষছে কেন্দ্র, বালাসোর বিপর্যয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে খড়্গহস্ত মমতা

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা 7টা নাগাদ ওড়িশার বালাসোরে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনা ঘটে ৷ লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে ধাক্কা মারে হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ৷ ঘটনার অভিঘাতে লাইনচ্যুত হয় করমণ্ডলের 21টি বগি ৷ পাশের ডাউন লাইনে গিয়ে পড়ে কয়েকটি বগি ৷ সেই সময় ডাউন লাইন দিয়ে যাচ্ছিল হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস ৷ ট্রেনটির শেষ দুটি বগিতে গিয়ে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া বগি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.