নয়াদিল্লি, 28 মার্চ: করদাতাদের আরও কিছুটা সময় দিল কেন্দ্রীয় সরকার ৷ প্যান এবং আধার লিংক করার সময়সীমা (Aadhaar-PAN Link) আরও তিন মাস বাড়ানো হয়েছে ৷ মঙ্গলবার একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে যে, আধার ও প্যান কার্ড লিংক করার বর্ধিত সময়সীমা চলতি বছরের 30 জুন করা হয়েছে ৷ আগের সময়সীমা শেষ হয়ে যাওয়ার কথা ছিল 31 মার্চ (Deadline for linking PAN with Aadhaar extended)।
ব্যক্তিরা তাঁদের আধার-প্যান লিংক করার জন্য নির্ধারিত কর্তৃপক্ষকে অবহিত করতে পারেন, সে ক্ষেত্রে কোনও প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হবে না বলে বিবৃতিতে জানানো হয়েছে ৷
আয়কর আইন, 1961-এর বিধান অনুযায়ী, আধার নম্বর পাওয়ার যোগ্য প্রত্যেক ব্যক্তি যাঁদের 2017 সালের 1 জুলাই তারিখ পর্যন্ত প্যান বরাদ্দ করা হয়েছে, তাঁদের 2023 সালের 31 মার্চ বা তার আগে নির্ধারিত কর্তৃপক্ষকে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে তাঁর আধার নম্বর জানাতে হবে ৷ বিবৃতিতে বলা হয়েছে, "এটি করতে ব্যর্থ হলে 2023 সালের 1 এপ্রিল থেকে আয়কর আইনের অধীনে কিছু প্রভাব পড়বে । প্যান এবং আধার লিংক করার উদ্দেশ্যে নির্ধারিত কর্তৃপক্ষকে জানানোর তারিখ এখন 2023 সালের 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে ৷"
আরও পড়ুন: আধার-প্যান লিংক করতে 1100 টাকা দিতে হিমশিম খাচ্ছে জনতা, ক্ষোভ সর্বস্তরে
যে করদাতারা তাঁদের আধার নম্বর জানাতে ব্যর্থ হবেন, তাঁদের প্যান 2023 সালের 1 জুলাই থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে বলে জানানো হয়েছে । বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, করদাতার আধার এবং প্যান লিংক না করা হলে 1 জুলাই থেকে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হবে । এর মধ্যে রয়েছে:
1. এই ধরনের প্যান কার্ডে কোনও ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে না
2. যদি করদাতা রিটার্ন দাখিল করার পরে দুটি নথির সঙ্গে লিঙ্ক করেন, তবে আয়কর বিভাগ সেই সময়ের জন্য রিটার্নে সুদ প্রদান করবে না যে সময়কালে দুটি নথি সংযুক্ত করা হয়নি ।
3. টিডিএস এবং টিসিএস উভয়ই এই ধরনের ক্ষেত্রে উচ্চহারে সংগৃহীত হবে ।
4. একজন করদাতা 1,000 টাকা দেরির জরিমানা প্রদানের পরে 30 দিনের মধ্যে আবার তাঁর প্যান কার্ড সক্রিয় করতে পারেন ।
বলা হয়েছে যে, এখনও পর্যন্ত 51 কোটিরও বেশি প্যানকে আধারের সঙ্গে যুক্ত করা হয়েছে ।