উত্তরকাশী, 25 নভেম্বর: টানেলে বন্ধ হল ড্রিলিংয়ের কাজ ৷ এদিকে 13 দিন ধরে উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে আটকে রয়েছেন 41 জন শ্রমিক ৷ 12 নভেম্বর, রবিবার থেকে আজ শনিবার পর্যন্ত দু'সপ্তাহ ধরে টানেলে আছেন তাঁরা ৷
আন্তর্জাতিক টানেল বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স সাংবাদিকদের বলেন, "আটকে থাকা শ্রমিকদের ওই জায়গায় পৌঁছনোর অনেকগুলো উপায় আছে ৷ এই মুহূর্তে সব ঠিক আছে ৷ আর অগার মেশিন দিয়ে কাজ হবে না ৷ অগার শেষ ৷ মেশিনটা ভেঙে গিয়েছে ৷ তাকে মেরামতও করা যাবে না ৷ আর নতুন অগার মেশিনও আনা হবে না ৷"
প্রায় 60 মিটার ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে স্টিলের পাইপ বসিয়ে তাঁদের কাছে পৌঁছনোর চেষ্টা চলছে ৷ তবে মাঝে মাঝেই বাধার মুখোমুখি হচ্ছে ড্রিলিং মেশিন ৷ আর প্রায় প্রতিদিনই কিছুটা দূরত্ব এগিয়ে খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ রাখতে হচ্ছে ৷ শুক্রবারও তেমনটাই হল ৷
-
#WATCH | On Silkyara tunnel rescue operation, International Tunneling Expert, Arnold Dix says, "There are multiple ways. It's not just one way... At the moment, everything is fine... You will not see the Augering anymore. Auger is finished. The auger (machine) has broken. It's… pic.twitter.com/j59RdWMG1a
— ANI (@ANI) November 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | On Silkyara tunnel rescue operation, International Tunneling Expert, Arnold Dix says, "There are multiple ways. It's not just one way... At the moment, everything is fine... You will not see the Augering anymore. Auger is finished. The auger (machine) has broken. It's… pic.twitter.com/j59RdWMG1a
— ANI (@ANI) November 25, 2023#WATCH | On Silkyara tunnel rescue operation, International Tunneling Expert, Arnold Dix says, "There are multiple ways. It's not just one way... At the moment, everything is fine... You will not see the Augering anymore. Auger is finished. The auger (machine) has broken. It's… pic.twitter.com/j59RdWMG1a
— ANI (@ANI) November 25, 2023
এবার উদ্ধারকারী দল হাতে ধ্বংসস্তূপ খোঁড়ার কাজ করবে বলে ভাবনাচিন্তা করছে ৷ সরকারি সূত্রে খবর, শুক্রবার কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পরে রাতে ড্রিলিং মেশিনের সঙ্গে কোনও ভারী বস্তুর আঘাত লাগে ৷ মনে করা হচ্ছে সেটি ধাতব ৷ তাই কাজ বন্ধ রাখতে হয়েছে ৷ এবার ড্রিলিং করতে মেশিনের সাহায্য না-নিয়ে হাতে হাতে ভেঙে পাইপ বসানোর কাজ করার কথা ভাবছে উদ্ধারকারী দল ৷ তবে এতে সময় আরও বেশি লাগবে ৷
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সোশাল মিডিয়ায় জানিয়েছেন, "উত্তরকাশীতে উদ্ধারকার্য চলছে ৷ এই সময় অগার মেশিনের মুখের কাছে ধাতব বস্তু এসে ধাক্কা লাগে ৷ ওই ধাতব বস্তুটিকে কাটতে হয়েছে ৷ এর ফলে অগার মেশিনটির ক্ষতি হয়েছে ৷ তবে এই মেশিনটি মেরামত করা গিয়েছে ৷"
-
मुख्यमंत्री आवास पहुँचे लोगों ने भी बेहद सादगी से गौ पूजन कर इस लोक पर्व को मनाया। इस मौके पर लोगों ने टनल में फंसे श्रमिकों की सकुशल के लिए प्रार्थना भी की। उत्तरकाशी के सिलक्यारा टनल में रेस्क्यू ऑपरेशन युद्धस्तर पर चल रहा है।
— CM Office Uttarakhand (@ukcmo) November 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">मुख्यमंत्री आवास पहुँचे लोगों ने भी बेहद सादगी से गौ पूजन कर इस लोक पर्व को मनाया। इस मौके पर लोगों ने टनल में फंसे श्रमिकों की सकुशल के लिए प्रार्थना भी की। उत्तरकाशी के सिलक्यारा टनल में रेस्क्यू ऑपरेशन युद्धस्तर पर चल रहा है।
— CM Office Uttarakhand (@ukcmo) November 24, 2023मुख्यमंत्री आवास पहुँचे लोगों ने भी बेहद सादगी से गौ पूजन कर इस लोक पर्व को मनाया। इस मौके पर लोगों ने टनल में फंसे श्रमिकों की सकुशल के लिए प्रार्थना भी की। उत्तरकाशी के सिलक्यारा टनल में रेस्क्यू ऑपरेशन युद्धस्तर पर चल रहा है।
— CM Office Uttarakhand (@ukcmo) November 24, 2023
সরকারি সূত্রে জানা গিয়েছে, এখন আর 6-9 মিটার পর্যন্ত খোঁড়াখুঁড়ির কাজ বাকি রয়েছে ৷ 25 টন ওজনের ভারী অগার মেশিনটিকে সরানো হবে ৷ তারপরে ম্যানুয়ালি অর্থাৎ যন্ত্রের সাহায্য ছাড়া ম্যানুয়ালি কাজ আরম্ভ করা সম্ভব হবে ৷ ইতিমধ্য়ে 6 ইঞ্চির পাইপের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ৷ 20 নভেম্বর, সোমবার রাতে প্রথম তাঁদের কাছে গরম খিচুড়ি, ডাল পাঠানো হয়েছে ৷ ওই পাইপের মধ্যে দিয়েই তাঁদের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে ৷ ওষুধ ও অন্য প্রয়োজনীয় পদার্থ তাঁদের কাছে পাঠানো সম্ভব হয়েছে ৷
আরও পড়ুন: