ETV Bharat / bharat

Rahul Gandhi: ভারত জোড়োর মিছিলে শিশুকন্যার জুতো পরিয়ে দিলেন রাহুল, সরলতা বলছে কংগ্রেস - শিশুকন্যার জুতো

ভারত জোড়ো যাত্রার (Day 11 of Bharat Jodo Yatra) মিছিলে এক শিশুকন্যার জুতো (Rahul Gandhi fixes young girl sandals) পরিয়ে দিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi)৷ সেই ভিডিয়ো পোস্ট করে কংগ্রেস একে সারল্যের তকমা দিয়েছে ৷

Day 11 of Bharat Jodo Yatra: Rahul Gandhi fixes young girl sandals as she marches along In Kerala
থাম্বনেইল
author img

By

Published : Sep 18, 2022, 8:02 PM IST

আলাপ্পুঝা (কেরালা), 18 সেপ্টেম্বর: বিক্ষোভ চলাকালীন রাস্তায় বসে পড়া, মিছিলের ফাঁকে গরিব-গুর্বো কৃষকের ভাঙা ঘরে ঢুকে জিরিয়ে নেওয়া - তাঁকে এসব করতে দেখতে অভ্যস্ত দেশবাসী ৷ এ বার কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) এক শিশুকে নিজে হাতে চটি (Rahul Gandhi fixes young girl sandals) পরিয়ে দিয়ে নজর কাড়লেন ৷ গোটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় টুইট করে কংগ্রেস বোঝাতে চেয়েছে, রাহুলই হলেন প্রকৃত অর্থে আম আদমি ৷

রবিবার কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার (Day 11 of Bharat Jodo Yatra) একাদশতম দিনে কেরালায় মিছিলে অংশ নেন ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি ৷ সেই সময়ই ঘটে এই ঘটনা ৷ কংগ্রেস তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ যেখানে দেখা যাচ্ছে, রাস্তার মাঝে নিচু হয়ে মিছিলে অংশগ্রহণকারী এক শিশুকন্যার পায়ের চটি পরিয়ে দিচ্ছেন রাগা ৷ এই ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে কংগ্রেস লিখেছে, "পবিত্রতা...সরলতা...সৌম্যতা ৷ দেশকে জোড়ার ইচ্ছে নিয়ে তাঁরা কর্মের পথে চলছেন ৷ দেশকে ঐক্যবদ্ধ করার এক ঐতিহাসিক রেকর্ড তৈরি করছেন ৷"

ওই ভিডিয়োয় শিশুটির বাবাকে রাহুল গান্ধির ভূয়সী প্রশংসা করতে শোনা গিয়েছে ৷ তিনি বলছেন, রাহুলকে দেখার জন্য তাঁর কন্যা রবিবার ভোর চারটের সময় ঘুম থেকে উঠে পড়েছে ৷ কোলে মেয়েকে নিয়ে তিনি বলেছেন, "তিনি (রাহুল) খুব সাধারণ একটা মানুষ ৷ একেবারেই ভিআইপিদের মতো না ৷ ভারতের এমনই নেতা প্রয়োজন ৷"

  • सादगी...सरलता...सौम्यता

    देश जोड़ने का इरादा लिए वे कर्मपथ पर बढ़ रहे हैं
    देश को एकजुट करने की ऐतिहासिक इबारत गढ़ रहे हैं#BharatJodoYatra pic.twitter.com/qCHFaDs5jx

    — Congress (@INCIndia) September 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রার 11তম দিনে কৃষকদের মুখোমুখি রাহুল

দিনের শেষে এ দিনের ভারত জোড়া যাত্রা আলাপ্পুঝার ওট্টাপ্পানায় শেষ করেন রাহুল গান্ধি ৷ সেখানে বিশ্রাম নিয়ে কিছু খাওয়া দাওয়া করে কুট্টানাড় ও তার প্রতিবেশী এলাকাগুলির কৃষকদের সঙ্গে কথা বলবেন কংগ্রেস নেতারা ৷

রবিবার কংগ্রেসের এই কর্মসূচি পড়ে 11তম দিনে ৷ এ দিন যাত্রা শুরু হয় সকাল 6টা 30 মিনিটে ৷ নেতৃত্বে রাহুল গান্ধি ছাড়াও ছিলেন দলের প্রবীণ নেতা রমেশ চেন্নিথালা, কে মুরলীধরন, কোডিকুন্নিল সুরেশ, কেসি বেণুগোপাল-সহ অন্যরা ৷

আলাপ্পুঝা (কেরালা), 18 সেপ্টেম্বর: বিক্ষোভ চলাকালীন রাস্তায় বসে পড়া, মিছিলের ফাঁকে গরিব-গুর্বো কৃষকের ভাঙা ঘরে ঢুকে জিরিয়ে নেওয়া - তাঁকে এসব করতে দেখতে অভ্যস্ত দেশবাসী ৷ এ বার কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) এক শিশুকে নিজে হাতে চটি (Rahul Gandhi fixes young girl sandals) পরিয়ে দিয়ে নজর কাড়লেন ৷ গোটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় টুইট করে কংগ্রেস বোঝাতে চেয়েছে, রাহুলই হলেন প্রকৃত অর্থে আম আদমি ৷

রবিবার কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার (Day 11 of Bharat Jodo Yatra) একাদশতম দিনে কেরালায় মিছিলে অংশ নেন ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি ৷ সেই সময়ই ঘটে এই ঘটনা ৷ কংগ্রেস তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ যেখানে দেখা যাচ্ছে, রাস্তার মাঝে নিচু হয়ে মিছিলে অংশগ্রহণকারী এক শিশুকন্যার পায়ের চটি পরিয়ে দিচ্ছেন রাগা ৷ এই ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে কংগ্রেস লিখেছে, "পবিত্রতা...সরলতা...সৌম্যতা ৷ দেশকে জোড়ার ইচ্ছে নিয়ে তাঁরা কর্মের পথে চলছেন ৷ দেশকে ঐক্যবদ্ধ করার এক ঐতিহাসিক রেকর্ড তৈরি করছেন ৷"

ওই ভিডিয়োয় শিশুটির বাবাকে রাহুল গান্ধির ভূয়সী প্রশংসা করতে শোনা গিয়েছে ৷ তিনি বলছেন, রাহুলকে দেখার জন্য তাঁর কন্যা রবিবার ভোর চারটের সময় ঘুম থেকে উঠে পড়েছে ৷ কোলে মেয়েকে নিয়ে তিনি বলেছেন, "তিনি (রাহুল) খুব সাধারণ একটা মানুষ ৷ একেবারেই ভিআইপিদের মতো না ৷ ভারতের এমনই নেতা প্রয়োজন ৷"

  • सादगी...सरलता...सौम्यता

    देश जोड़ने का इरादा लिए वे कर्मपथ पर बढ़ रहे हैं
    देश को एकजुट करने की ऐतिहासिक इबारत गढ़ रहे हैं#BharatJodoYatra pic.twitter.com/qCHFaDs5jx

    — Congress (@INCIndia) September 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রার 11তম দিনে কৃষকদের মুখোমুখি রাহুল

দিনের শেষে এ দিনের ভারত জোড়া যাত্রা আলাপ্পুঝার ওট্টাপ্পানায় শেষ করেন রাহুল গান্ধি ৷ সেখানে বিশ্রাম নিয়ে কিছু খাওয়া দাওয়া করে কুট্টানাড় ও তার প্রতিবেশী এলাকাগুলির কৃষকদের সঙ্গে কথা বলবেন কংগ্রেস নেতারা ৷

রবিবার কংগ্রেসের এই কর্মসূচি পড়ে 11তম দিনে ৷ এ দিন যাত্রা শুরু হয় সকাল 6টা 30 মিনিটে ৷ নেতৃত্বে রাহুল গান্ধি ছাড়াও ছিলেন দলের প্রবীণ নেতা রমেশ চেন্নিথালা, কে মুরলীধরন, কোডিকুন্নিল সুরেশ, কেসি বেণুগোপাল-সহ অন্যরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.