ETV Bharat / bharat

"দাওয়াইভি কড়াইভি", সতর্কবার্তা প্রধানমন্ত্রীর - pm modi

সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আমরা একটা কথা বলেই থাকি "জব তক দাওয়াই নেহি, ঢিলাই নেহি" ( অর্থাৎ যতক্ষণ না ওষুধ আসছে ততক্ষণ অসাবধান না হওয়া ) ৷ কিন্তু 2021 সালের মন্ত্র একটু অন্যরকম হওয়া উচিত ৷ এখন বলা উচিত, দাওয়াই ভি, কড়াই ভি ( ওষুধও থাকবে, সাবধানতাও থাকবে ) ৷"

Dawai bhi, kadai bhi: Modi for caution even after vaccination
Dawai bhi, kadai bhi: Modi for caution even after vaccination
author img

By

Published : Dec 31, 2020, 8:53 PM IST

দিল্লি, 31 ডিসেম্বর : ভাইরাসের আতঙ্ক আর মৃত্যুভয়ে কেটেছে গোটা বছর ৷ রোগ, ভাইরাস মুক্ত নতুন বছরের অপেক্ষারত দেশবাসীকে আশার আলো দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বর্ষশেষে জানিয়ে দিলেন, নতুন বছরের জানুয়ারিতেই মিলবে দেশে তৈরি কোরোনা টিকা ৷ তবে ভ্যাকসিন এলেও দেশবাসীকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন তিনি ৷

কোরোনা ভ্যাকসিনের আপৎকালীন প্রয়োগের অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছে সেরাম ইনস্টিটিউট, ভারত বায়োটেক এবং ফাইজ়ার ৷ সরকার নিয়োজিত একটি বিশেষজ্ঞদের দল এই আবেদন বিবেচনা করবে ৷ আজ গুজরাতের রাজকোটে এইমসের শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "ভ্যাকসিনেশন প্রোগ্রামের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে ৷ দেশের তৈরি কোরোনা টিকা পাবে মানুষ ৷" একবার বিশেষজ্ঞ প্যানেল সবুজ সঙ্কেত দিলে সর্বশেষ অনুমোদনের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে যাবে ৷ আগামী মাস থেকেই টিকা দেওয়ার কাজ শুরু করতে চাইছে কেন্দ্রীয় সরকার ৷

আরও পড়ুন : বছরের শেষ দিনটা কোভিড যোদ্ধাদের স্মরণ করার দিন: মোদি

অন্যদিকে টিকা নিয়ে আশার বাণী শোনানোর পাশাপাশি সতর্কও করেছেন প্রধানমন্ত্রী ৷ ভ্যাকসিন এলেও মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, "আমরা একটা কথা বলেই থাকি, "জব তক দাওয়াই নেহি, ঢিলাই নেহি" ( অর্থাৎ যতক্ষণ না ওষুধ আসছে ততক্ষণ অসাবধান না হওয়া ) ৷ কিন্তু 2021 সালের মন্ত্র একটু অন্যরকম হওয়া উচিত ৷ এখন বলা উচিত, দাওয়াই ভি, কড়াই ভি ( ওষুধও থাকবে, সাবধানতাও থাকবে ) ৷"

দিল্লি, 31 ডিসেম্বর : ভাইরাসের আতঙ্ক আর মৃত্যুভয়ে কেটেছে গোটা বছর ৷ রোগ, ভাইরাস মুক্ত নতুন বছরের অপেক্ষারত দেশবাসীকে আশার আলো দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বর্ষশেষে জানিয়ে দিলেন, নতুন বছরের জানুয়ারিতেই মিলবে দেশে তৈরি কোরোনা টিকা ৷ তবে ভ্যাকসিন এলেও দেশবাসীকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন তিনি ৷

কোরোনা ভ্যাকসিনের আপৎকালীন প্রয়োগের অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছে সেরাম ইনস্টিটিউট, ভারত বায়োটেক এবং ফাইজ়ার ৷ সরকার নিয়োজিত একটি বিশেষজ্ঞদের দল এই আবেদন বিবেচনা করবে ৷ আজ গুজরাতের রাজকোটে এইমসের শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "ভ্যাকসিনেশন প্রোগ্রামের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে ৷ দেশের তৈরি কোরোনা টিকা পাবে মানুষ ৷" একবার বিশেষজ্ঞ প্যানেল সবুজ সঙ্কেত দিলে সর্বশেষ অনুমোদনের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে যাবে ৷ আগামী মাস থেকেই টিকা দেওয়ার কাজ শুরু করতে চাইছে কেন্দ্রীয় সরকার ৷

আরও পড়ুন : বছরের শেষ দিনটা কোভিড যোদ্ধাদের স্মরণ করার দিন: মোদি

অন্যদিকে টিকা নিয়ে আশার বাণী শোনানোর পাশাপাশি সতর্কও করেছেন প্রধানমন্ত্রী ৷ ভ্যাকসিন এলেও মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, "আমরা একটা কথা বলেই থাকি, "জব তক দাওয়াই নেহি, ঢিলাই নেহি" ( অর্থাৎ যতক্ষণ না ওষুধ আসছে ততক্ষণ অসাবধান না হওয়া ) ৷ কিন্তু 2021 সালের মন্ত্র একটু অন্যরকম হওয়া উচিত ৷ এখন বলা উচিত, দাওয়াই ভি, কড়াই ভি ( ওষুধও থাকবে, সাবধানতাও থাকবে ) ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.