ETV Bharat / bharat

Elephant Attack: বন্য হাতির সঙ্গে লড়াইয়ে মৃত্যু গোপালস্বামীর - গোপালস্বামী

বন্য হাতির আক্রমণে মারা গেল গোপালস্বামী (Jumbo Gopalaswamy) ৷ বুধবার সন্ধ্যায় কোলুভিজের কাছে তার শেষকৃত্য সম্পন্ন হয় ৷

Elephant Attack
Elephant Attack
author img

By

Published : Nov 24, 2022, 10:03 AM IST

মাইসোর, 24 নভেম্বর: গোপালস্বামীর মৃত্যু ৷ ভাবছেন তো কে ইনি ? না না কোনও মানুষ নয় ৷ গোপালস্বামী একটি হাতি ৷ যে মাইসোরের (Mysore) বিখ্যাত দশেরা অনুষ্ঠানে অংশ নিয়েছিল ৷ বুধবার নাগারহোল জাতীয় উদ্যানে বন্য এক হাতির আক্রমণে মারা যায় সে (Elephant Attack) ।

মঙ্গলবার গোপালস্বামীকে (Jumbo Gopalaswamy) নেরালকুপ্পে বি নদী শিবির (Neralakuppe B river camp) থেকে বনে চড়তে ছেড়ে দেওয়া হয় । তারপর সেখান থেকে কোলুভিগে জঞ্জলে (Koluvige forest) চলে যায় সে ৷ এরপর একটি বিকট শব্দ শুনে মাহুত এবং কাবাদিরা নামে দুই হাতিও বনের মধ্যে যায় ৷ তারা সেখানে গোপালস্বামীকে আহত অবস্থায় দেখতে পায় ।

আরও পড়ুন: আয়কর ভবনের ভিতরেই চাকরি প্রতারণা চক্র ! গ্রেফতার মহিলা

মঙ্গলবার দুপুর থেকে চার চিকিৎসকের একটি দল সব ধরনের চিকিৎসা দেয় গোপালস্বামীকে ৷ কিন্তু বুধবার দুপুর 1টায় মারা যায় সে । ডিসিএফ হর্ষকুমার চিকনারগুন্ডা (DCF Harsh Kumar Chiknaragunda) ও এসিএফ দয়ানন্দ (ACF Dayanand)-সহ বন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করতে যান । গতকাল সন্ধ্যায় কোলুভিগের কাছে গোপালস্বামীর শেষকৃত্য সম্পন্ন হয় ।

মাইসোর, 24 নভেম্বর: গোপালস্বামীর মৃত্যু ৷ ভাবছেন তো কে ইনি ? না না কোনও মানুষ নয় ৷ গোপালস্বামী একটি হাতি ৷ যে মাইসোরের (Mysore) বিখ্যাত দশেরা অনুষ্ঠানে অংশ নিয়েছিল ৷ বুধবার নাগারহোল জাতীয় উদ্যানে বন্য এক হাতির আক্রমণে মারা যায় সে (Elephant Attack) ।

মঙ্গলবার গোপালস্বামীকে (Jumbo Gopalaswamy) নেরালকুপ্পে বি নদী শিবির (Neralakuppe B river camp) থেকে বনে চড়তে ছেড়ে দেওয়া হয় । তারপর সেখান থেকে কোলুভিগে জঞ্জলে (Koluvige forest) চলে যায় সে ৷ এরপর একটি বিকট শব্দ শুনে মাহুত এবং কাবাদিরা নামে দুই হাতিও বনের মধ্যে যায় ৷ তারা সেখানে গোপালস্বামীকে আহত অবস্থায় দেখতে পায় ।

আরও পড়ুন: আয়কর ভবনের ভিতরেই চাকরি প্রতারণা চক্র ! গ্রেফতার মহিলা

মঙ্গলবার দুপুর থেকে চার চিকিৎসকের একটি দল সব ধরনের চিকিৎসা দেয় গোপালস্বামীকে ৷ কিন্তু বুধবার দুপুর 1টায় মারা যায় সে । ডিসিএফ হর্ষকুমার চিকনারগুন্ডা (DCF Harsh Kumar Chiknaragunda) ও এসিএফ দয়ানন্দ (ACF Dayanand)-সহ বন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করতে যান । গতকাল সন্ধ্যায় কোলুভিগের কাছে গোপালস্বামীর শেষকৃত্য সম্পন্ন হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.