ETV Bharat / bharat

Kerala Flood Situation : ভারী বৃষ্টির জেরে খুলে দেওয়া হল বাঁধ, সতর্কবার্তা কেরালায় - কেরালা

দুর্যোগের মধ্যেই কেরালায় জোরকদমে চলছে দুর্গতদের উদ্ধারকাজ ৷ আজ ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আগামী বুধবার থেকে ফের ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে কেরালা ৷ অন্তত এমনটাি জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে ৷ তাই ভারী বৃষ্টির পূর্বাভাসের আগেই নিখোঁজদের খোঁজে ফের শুরু হয়েছে দ্রুত তল্লাশি অভিযান ৷

কেরালায় বন্যা
কেরালায় বন্যা
author img

By

Published : Oct 18, 2021, 12:31 PM IST

Updated : Oct 18, 2021, 1:19 PM IST

তিরুঅনন্তপুরম, 18 অক্টোবর : ভারী বৃষ্টি কমলেও কেরালায় আগামী তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ কোল্লাম, পাঠানামথিত্তা, কোট্টায়াম এবং ইদুক্কি প্রভৃতি জেলার পাহাড়ি এলাকায় বৃষ্টি অব্যাহত থাকায় পাঠানামথিত্তার কাকি ও পম্পা বাঁধ এবং কোল্লাম জেলার কল্লাদা বাঁধ আজ সকালে খোলা হয় ৷ পম্পা বাঁধের আশপাশের সংলগ্ন এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷

বন্যা বিধ্বস্ত কেরালায় এমনই জলছবি
বন্যা বিধ্বস্ত কেরালায় এমনই জলছবি

কেরালায় প্রবল বৃষ্টিতে ভূমিধসে মোট 23 জনের মৃত্যু হয়েছে ৷ কুট্টিকাল (কোট্টায়াম জেলা) এবং কোক্কায়ার (ইদুক্কি জেলা) এই দুই স্থানে গতকাল পাওয়া মৃতদেহ আজ দাহ করা হবে ৷ এদিকে এখনও সেনাবাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এই দুই জায়গাতেই নিখোঁজ ব্যক্তিদের খোঁজে অনুসন্ধান চালাবে ৷ যদি ফের ভারী বৃষ্টি হয় তাই কর্তৃপক্ষ দ্রুত তল্লাশি চালানোর চেষ্টা করছে ৷

বন্যায় ঘরে ঢুকেছে জল, গৃহস্থালির জিনিস নিয়ে তাই নিরাপদ দূরত্বে চলে যাচ্ছে ওরা
বন্যায় ঘরে ঢুকেছে জল, গৃহস্থালির জিনিস নিয়ে তাই নিরাপদ দূরত্বে চলে যাচ্ছে ওরা

এই বিষয়ে রাজ্যের মন্ত্রী কে রাজন, রোশি অগাস্টিন, বীণা জর্জ এবং কে রাধাকৃষ্ণন তিন ক্ষতিগ্রস্ত জেলা কোটায়াম, ইডুক্কি এবং পাঠানামথিত্তার বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ৷ জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, যে কোনও রকম জরুরি পরিস্থিতিতে উদ্ধারকার্যের জন্য নৌ-বাহিনী ও বিমান বাহিনী প্রস্তুত রয়েছে ৷

দুর্গতদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী
দুর্গতদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী

কেরালার উত্তরাঞ্চলীয় জেলাগুলিতে আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ কোঝিকোড় ও পলাক্কাদ জেলায় রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস ৷ পলাক্কাদ জেলায় 6টি বাঁধ খুলে দেওয়া হয়েছে ৷ কোঝিকোড় জেলার কাক্কায়াম বাঁধের আশেপাশের সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে ৷ বুধবার থেকে ফের কেরালায় ভারী বৃষ্টির সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে ৷

ভয়াবহ বন্যা পরিস্থিতি কেরালায়, জোরকদমে চলছে উদ্ধারকাজ

আরও পড়ুন : Kerala Flood Situation : বানভাসি কেরালায় মৃত বেড়ে 23, পিনারাইয়ের সঙ্গে কথা মোদির

তিরুঅনন্তপুরম, 18 অক্টোবর : ভারী বৃষ্টি কমলেও কেরালায় আগামী তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ কোল্লাম, পাঠানামথিত্তা, কোট্টায়াম এবং ইদুক্কি প্রভৃতি জেলার পাহাড়ি এলাকায় বৃষ্টি অব্যাহত থাকায় পাঠানামথিত্তার কাকি ও পম্পা বাঁধ এবং কোল্লাম জেলার কল্লাদা বাঁধ আজ সকালে খোলা হয় ৷ পম্পা বাঁধের আশপাশের সংলগ্ন এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷

বন্যা বিধ্বস্ত কেরালায় এমনই জলছবি
বন্যা বিধ্বস্ত কেরালায় এমনই জলছবি

কেরালায় প্রবল বৃষ্টিতে ভূমিধসে মোট 23 জনের মৃত্যু হয়েছে ৷ কুট্টিকাল (কোট্টায়াম জেলা) এবং কোক্কায়ার (ইদুক্কি জেলা) এই দুই স্থানে গতকাল পাওয়া মৃতদেহ আজ দাহ করা হবে ৷ এদিকে এখনও সেনাবাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এই দুই জায়গাতেই নিখোঁজ ব্যক্তিদের খোঁজে অনুসন্ধান চালাবে ৷ যদি ফের ভারী বৃষ্টি হয় তাই কর্তৃপক্ষ দ্রুত তল্লাশি চালানোর চেষ্টা করছে ৷

বন্যায় ঘরে ঢুকেছে জল, গৃহস্থালির জিনিস নিয়ে তাই নিরাপদ দূরত্বে চলে যাচ্ছে ওরা
বন্যায় ঘরে ঢুকেছে জল, গৃহস্থালির জিনিস নিয়ে তাই নিরাপদ দূরত্বে চলে যাচ্ছে ওরা

এই বিষয়ে রাজ্যের মন্ত্রী কে রাজন, রোশি অগাস্টিন, বীণা জর্জ এবং কে রাধাকৃষ্ণন তিন ক্ষতিগ্রস্ত জেলা কোটায়াম, ইডুক্কি এবং পাঠানামথিত্তার বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ৷ জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, যে কোনও রকম জরুরি পরিস্থিতিতে উদ্ধারকার্যের জন্য নৌ-বাহিনী ও বিমান বাহিনী প্রস্তুত রয়েছে ৷

দুর্গতদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী
দুর্গতদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী

কেরালার উত্তরাঞ্চলীয় জেলাগুলিতে আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ কোঝিকোড় ও পলাক্কাদ জেলায় রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস ৷ পলাক্কাদ জেলায় 6টি বাঁধ খুলে দেওয়া হয়েছে ৷ কোঝিকোড় জেলার কাক্কায়াম বাঁধের আশেপাশের সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে ৷ বুধবার থেকে ফের কেরালায় ভারী বৃষ্টির সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে ৷

ভয়াবহ বন্যা পরিস্থিতি কেরালায়, জোরকদমে চলছে উদ্ধারকাজ

আরও পড়ুন : Kerala Flood Situation : বানভাসি কেরালায় মৃত বেড়ে 23, পিনারাইয়ের সঙ্গে কথা মোদির

Last Updated : Oct 18, 2021, 1:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.