তিরুঅনন্তপুরম, 18 অক্টোবর : ভারী বৃষ্টি কমলেও কেরালায় আগামী তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ কোল্লাম, পাঠানামথিত্তা, কোট্টায়াম এবং ইদুক্কি প্রভৃতি জেলার পাহাড়ি এলাকায় বৃষ্টি অব্যাহত থাকায় পাঠানামথিত্তার কাকি ও পম্পা বাঁধ এবং কোল্লাম জেলার কল্লাদা বাঁধ আজ সকালে খোলা হয় ৷ পম্পা বাঁধের আশপাশের সংলগ্ন এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷
কেরালায় প্রবল বৃষ্টিতে ভূমিধসে মোট 23 জনের মৃত্যু হয়েছে ৷ কুট্টিকাল (কোট্টায়াম জেলা) এবং কোক্কায়ার (ইদুক্কি জেলা) এই দুই স্থানে গতকাল পাওয়া মৃতদেহ আজ দাহ করা হবে ৷ এদিকে এখনও সেনাবাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এই দুই জায়গাতেই নিখোঁজ ব্যক্তিদের খোঁজে অনুসন্ধান চালাবে ৷ যদি ফের ভারী বৃষ্টি হয় তাই কর্তৃপক্ষ দ্রুত তল্লাশি চালানোর চেষ্টা করছে ৷
এই বিষয়ে রাজ্যের মন্ত্রী কে রাজন, রোশি অগাস্টিন, বীণা জর্জ এবং কে রাধাকৃষ্ণন তিন ক্ষতিগ্রস্ত জেলা কোটায়াম, ইডুক্কি এবং পাঠানামথিত্তার বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ৷ জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, যে কোনও রকম জরুরি পরিস্থিতিতে উদ্ধারকার্যের জন্য নৌ-বাহিনী ও বিমান বাহিনী প্রস্তুত রয়েছে ৷
কেরালার উত্তরাঞ্চলীয় জেলাগুলিতে আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ কোঝিকোড় ও পলাক্কাদ জেলায় রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস ৷ পলাক্কাদ জেলায় 6টি বাঁধ খুলে দেওয়া হয়েছে ৷ কোঝিকোড় জেলার কাক্কায়াম বাঁধের আশেপাশের সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে ৷ বুধবার থেকে ফের কেরালায় ভারী বৃষ্টির সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে ৷
আরও পড়ুন : Kerala Flood Situation : বানভাসি কেরালায় মৃত বেড়ে 23, পিনারাইয়ের সঙ্গে কথা মোদির