ETV Bharat / bharat

Dalit Girl Gangraped: প্রেমের ফাঁদে ফেলে দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, দেহ মিলল খালে - Dalit girl allegedly gangraped in Andhra Pradesh

Dalit Girl Body Recovered from Canal: প্রেমের ফাঁদে ফেলে এক দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগ অন্ধ্রপ্রদেশে ৷ পরে 14 বছরের ওই নাবালিকার দেহ উদ্ধার হয়েছে একটি খাল থেকে ৷

Dalit girl gang raped in Andhra Pradesh
দলিত কিশোরীকে গণধর্ষণ
author img

By

Published : Jul 24, 2023, 2:13 PM IST

অমরাবতী, 24 জুলাই: প্রেমের ফাঁদে ফেলে দলিত কিশোরীকে লজে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ৷ তিন দিন পরে খাল থেকে মৃত অবস্থায় উদ্ধার 14 বছরের ওই নাবালিকার দেহ ৷ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ মেয়েটির বাড়ি কৃষ্ণা জেলার পালমেরুর কাছে একটি গ্রামে ৷ সে নবম শ্রেণিতে পড়ত । পুলিশের অনুমান, গণধর্ষণের শিকার হওয়ার পর মানসিক অবসাদে খালে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে ছাত্রী। অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ থেকে শুরু করে আত্মহত্যার প্ররোচনা দেওয়া-সহ পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে ।

জানা গিয়েছে, ধৃত দু'জনের মধ্যে একজনের সঙ্গে কিশোরীর আগে থেকেই পরিচয় ছিল। সে প্রায়শই মেয়েটির সঙ্গে দেখা করতে আসত ৷ আরও জানা গিয়েছে কিশোরীকে অতীতে প্রেম নিবেদনও করেছিল এই যুবক। চলতি মাসের 20 তারিখ মেয়েটিকে ফোন করে সে দেখা করতে বলে। তাতে রাজি হয় নাবালিকা ৷ এরপর স্কুলে যাওয়ার নাম করে বাড়িতে থেকে বেরোয় ৷ কিন্তু স্কুলে না ঢুকে ব্যাগটি বাইরে ফেলে রেখে চলে যায়। তদন্তে পুলিশ জানতে পেরেছে মেয়েটি একটি গাড়িতে করে বিজয়ওয়াড়া-মাচিলিপত্তনম জাতীয় সড়ক পর্যন্ত যায়। সেতুর কাছে একটি জায়গায় গাড়িটি তাকে নামিয়ে দেয় । কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর ওই যুবক এসে ছাত্রীকে নিজের গাড়িতে করে নিয়ে যায়।

সূত্রের খবর, এরপর মেয়েটিকে একটি লজে নিয়ে যায় অভিযুক্ত ৷ সেখানে তার খুড়তুতো ভাইকেও ডেকে পাঠায় ৷ তারপর দু'জনে মিলে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ । এরই মধ্যে কিশোরীর স্কুলের দারোয়ান মেয়েটির ব্যাগ বাইরে পরে থাকতে দেখেন ৷ তিনি প্রধান শিক্ষককে বিষয়টি জানান। স্কুলের তরফে এ বিষয়ে অভিভাবকদের জানানো হয় । খবর পেয়ে স্কুলে আসেন মেয়েটির মা ৷

আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে নাবালিকাকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, ধৃত 4

রাত পর্যন্ত মেয়ে বাড়ি না এলে পুলিশে অভিযোগ করে কিশোরীর পরিবার ৷ পুলিশ দুই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করে । জিজ্ঞাসাবাদে এক অভিযুক্ত জানায়, ঘটনার পর মেয়েটিকে সে তার বাড়ির কাছে নামিয়ে দিয়ে এসেছিল । এর তিনদিন পর রবিবার রাতে মভভা মন্ডলের সুরসানিপল্লির খালে মেয়েটির দেহ পাওয়া গিয়েছে।

অমরাবতী, 24 জুলাই: প্রেমের ফাঁদে ফেলে দলিত কিশোরীকে লজে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ৷ তিন দিন পরে খাল থেকে মৃত অবস্থায় উদ্ধার 14 বছরের ওই নাবালিকার দেহ ৷ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ মেয়েটির বাড়ি কৃষ্ণা জেলার পালমেরুর কাছে একটি গ্রামে ৷ সে নবম শ্রেণিতে পড়ত । পুলিশের অনুমান, গণধর্ষণের শিকার হওয়ার পর মানসিক অবসাদে খালে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে ছাত্রী। অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ থেকে শুরু করে আত্মহত্যার প্ররোচনা দেওয়া-সহ পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে ।

জানা গিয়েছে, ধৃত দু'জনের মধ্যে একজনের সঙ্গে কিশোরীর আগে থেকেই পরিচয় ছিল। সে প্রায়শই মেয়েটির সঙ্গে দেখা করতে আসত ৷ আরও জানা গিয়েছে কিশোরীকে অতীতে প্রেম নিবেদনও করেছিল এই যুবক। চলতি মাসের 20 তারিখ মেয়েটিকে ফোন করে সে দেখা করতে বলে। তাতে রাজি হয় নাবালিকা ৷ এরপর স্কুলে যাওয়ার নাম করে বাড়িতে থেকে বেরোয় ৷ কিন্তু স্কুলে না ঢুকে ব্যাগটি বাইরে ফেলে রেখে চলে যায়। তদন্তে পুলিশ জানতে পেরেছে মেয়েটি একটি গাড়িতে করে বিজয়ওয়াড়া-মাচিলিপত্তনম জাতীয় সড়ক পর্যন্ত যায়। সেতুর কাছে একটি জায়গায় গাড়িটি তাকে নামিয়ে দেয় । কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর ওই যুবক এসে ছাত্রীকে নিজের গাড়িতে করে নিয়ে যায়।

সূত্রের খবর, এরপর মেয়েটিকে একটি লজে নিয়ে যায় অভিযুক্ত ৷ সেখানে তার খুড়তুতো ভাইকেও ডেকে পাঠায় ৷ তারপর দু'জনে মিলে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ । এরই মধ্যে কিশোরীর স্কুলের দারোয়ান মেয়েটির ব্যাগ বাইরে পরে থাকতে দেখেন ৷ তিনি প্রধান শিক্ষককে বিষয়টি জানান। স্কুলের তরফে এ বিষয়ে অভিভাবকদের জানানো হয় । খবর পেয়ে স্কুলে আসেন মেয়েটির মা ৷

আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে নাবালিকাকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, ধৃত 4

রাত পর্যন্ত মেয়ে বাড়ি না এলে পুলিশে অভিযোগ করে কিশোরীর পরিবার ৷ পুলিশ দুই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করে । জিজ্ঞাসাবাদে এক অভিযুক্ত জানায়, ঘটনার পর মেয়েটিকে সে তার বাড়ির কাছে নামিয়ে দিয়ে এসেছিল । এর তিনদিন পর রবিবার রাতে মভভা মন্ডলের সুরসানিপল্লির খালে মেয়েটির দেহ পাওয়া গিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.