ETV Bharat / bharat

Dalai Lama faces Controversy: ছোট্ট ছেলেকে নিজের 'জিভ চুষতে' বললেন দলাই লামা ! ভাইরাল ভিডিয়োয় বিতর্কের ঝড় - দলাই লামা ভাইরাল ভিডিয়ো

বেনজির বিতর্কে জড়ালেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা ৷ এক বালকের সঙ্গে চরম অশালীন আচরণ করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে ! ভাইরাল ভিডিয়ো দেখে হতবাক নেটিজেনরা উগরে দিলেন ক্ষোভ ৷

Dalai Lama faces Controversy after a Video of him with a boy goes viral on Internet
বিতর্কে দলাই লামা
author img

By

Published : Apr 9, 2023, 7:09 PM IST

নয়াদিল্লি, 9 এপ্রিল: বিতর্কে জড়ালেন বৌদ্ধ ধর্মগুরু 14তম দলাই লামা ৷ এক বালকের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে ! এই ঘটনার নেপথ্য়ে রয়েছে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ৷ যেখানে ধর্মগুরুকে একটি বালকের সঙ্গে কথা বলতে, তাকে আদর করতে দেখা যাচ্ছে ৷ অভিযোগ, ওই ভিডিয়োতেই বালকের সঙ্গে অশালীন আচরণ করেন দলাই লামা ৷ তিনি বাচ্চাটির গালের চুম্বন না করে তার ঠোঁটে চুম্বন করেন ৷ এমনকী, বালকটিকে তিনি না কি 'তাঁর জিভ চুষতে' বলেন ! এমন ঘটনা দেখে তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরা ৷ বৌদ্ধ ধর্মগুরুর এমন আচরণে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা ৷

ভারতীয় সমাজে প্রকাশ্য়ে কাউকে চুম্বন করা আজও ভালো চোখে দেখা হয় না ৷ বিশেষ করে প্রকাশ্যে কেউ কারও ঠোঁটে ঠোঁট রাখবেন, একথা অনেকেই কল্পনা করতে পারেন না ! এমনকী, বহু মানুষের কাছে এ এক বিরাট অন্য়ায় ! এখানে বাচ্চাদেরও সাধারণত গালে বা কপালে চুম্বন করা হয় ৷ পশ্চিমের দেশগুলির ধরন-ধারণ অবশ্য আলাদা ৷ সেখানে অধিকাংশ মানুষই প্রকাশ্যে ঘনিষ্ঠভাবে মেলামেশা করেন ৷ প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব, পরিবারের সদস্যদের মধ্যেও প্রকাশ্যে চুম্বন করা নিয়ে কোনও দ্বিধা থাকে না ৷ কিন্তু, ভারতীয় সমাজে এখনও এই বিষয়গুলি নিয়ে আড়াল-আবডাল করা হয় ৷

এই প্রেক্ষাপটে বৌদ্ধ ধর্মগুরু, যাঁকে শুধুমাত্র বৌদ্ধরাই নন, বরং বিশ্বের সমস্ত শান্তিকামী মানুষই শ্রদ্ধা করেন, তিনি এক বালকের ঠোঁটে চুম্বন করায় অনেকেই আহত হয়েছেন ৷ সংশ্লিষ্ট মহলের একাংশ আবার বলছেন, বিষয়টি যদি শুধুমাত্র স্নেহশীল আলতো চুম্বন পর্যন্ত থাকত, তাহলেও হয়তো অনেকেই মেনে নিতেন ৷ কিন্তু, দলাই লামা না কি বালকটিকে 'তাঁর জিভ চুষতে' বলেন !

সংশ্লিষ্ট ভিডিয়োয় দেখা গিয়েছে, ছোট্ট ছেলেটি ধর্মগুরুকে শ্রদ্ধাজ্ঞাপন করছে ৷ সেই সময়েই দলাই লামা প্রথমে তাঁর ঠোঁটে চুম্বন করেন ৷ তারপরই তিনি নিজের জিভ বের করেন এবং বালকটিকে বলেন, তাঁর জিভ চুষে দিতে ! তাঁকে না কি বলতে শোনা যায়, "তুমি কি আমার জিভ চুষে দেবে" ?

আরও পড়ুন: দলাই লামা চিনের বিরুদ্ধে বৌদ্ধ ধর্ম ধ্বংসের চেষ্টার অভিযোগ তুলেছেন

এই ভিডিয়োটি পোস্ট করে এক টুইটারেত্তি লিখেছেন, "একটি বৌদ্ধ সভায় দলাই লামা একটি ভারতীয় বালককে চুম্বন করেন এবং তার জিভ ছোঁয়ার চেষ্টা করেন ! তিনি বলেন, 'আমার জিভ চুষে দাও' ! কিন্তু, তিনি এমনটা কেন করলেন ?" আর একজন টুইটার ব্যবহারকারী লেখেন, "এটি জঘন্য ছিল ৷ এবং দলাই লামার এই অশালীন আচরণের জন্য কারও কোনও কারণ ব্যাখ্য়া করার দরকার নেই ৷"

নয়াদিল্লি, 9 এপ্রিল: বিতর্কে জড়ালেন বৌদ্ধ ধর্মগুরু 14তম দলাই লামা ৷ এক বালকের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে ! এই ঘটনার নেপথ্য়ে রয়েছে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ৷ যেখানে ধর্মগুরুকে একটি বালকের সঙ্গে কথা বলতে, তাকে আদর করতে দেখা যাচ্ছে ৷ অভিযোগ, ওই ভিডিয়োতেই বালকের সঙ্গে অশালীন আচরণ করেন দলাই লামা ৷ তিনি বাচ্চাটির গালের চুম্বন না করে তার ঠোঁটে চুম্বন করেন ৷ এমনকী, বালকটিকে তিনি না কি 'তাঁর জিভ চুষতে' বলেন ! এমন ঘটনা দেখে তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরা ৷ বৌদ্ধ ধর্মগুরুর এমন আচরণে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা ৷

ভারতীয় সমাজে প্রকাশ্য়ে কাউকে চুম্বন করা আজও ভালো চোখে দেখা হয় না ৷ বিশেষ করে প্রকাশ্যে কেউ কারও ঠোঁটে ঠোঁট রাখবেন, একথা অনেকেই কল্পনা করতে পারেন না ! এমনকী, বহু মানুষের কাছে এ এক বিরাট অন্য়ায় ! এখানে বাচ্চাদেরও সাধারণত গালে বা কপালে চুম্বন করা হয় ৷ পশ্চিমের দেশগুলির ধরন-ধারণ অবশ্য আলাদা ৷ সেখানে অধিকাংশ মানুষই প্রকাশ্যে ঘনিষ্ঠভাবে মেলামেশা করেন ৷ প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব, পরিবারের সদস্যদের মধ্যেও প্রকাশ্যে চুম্বন করা নিয়ে কোনও দ্বিধা থাকে না ৷ কিন্তু, ভারতীয় সমাজে এখনও এই বিষয়গুলি নিয়ে আড়াল-আবডাল করা হয় ৷

এই প্রেক্ষাপটে বৌদ্ধ ধর্মগুরু, যাঁকে শুধুমাত্র বৌদ্ধরাই নন, বরং বিশ্বের সমস্ত শান্তিকামী মানুষই শ্রদ্ধা করেন, তিনি এক বালকের ঠোঁটে চুম্বন করায় অনেকেই আহত হয়েছেন ৷ সংশ্লিষ্ট মহলের একাংশ আবার বলছেন, বিষয়টি যদি শুধুমাত্র স্নেহশীল আলতো চুম্বন পর্যন্ত থাকত, তাহলেও হয়তো অনেকেই মেনে নিতেন ৷ কিন্তু, দলাই লামা না কি বালকটিকে 'তাঁর জিভ চুষতে' বলেন !

সংশ্লিষ্ট ভিডিয়োয় দেখা গিয়েছে, ছোট্ট ছেলেটি ধর্মগুরুকে শ্রদ্ধাজ্ঞাপন করছে ৷ সেই সময়েই দলাই লামা প্রথমে তাঁর ঠোঁটে চুম্বন করেন ৷ তারপরই তিনি নিজের জিভ বের করেন এবং বালকটিকে বলেন, তাঁর জিভ চুষে দিতে ! তাঁকে না কি বলতে শোনা যায়, "তুমি কি আমার জিভ চুষে দেবে" ?

আরও পড়ুন: দলাই লামা চিনের বিরুদ্ধে বৌদ্ধ ধর্ম ধ্বংসের চেষ্টার অভিযোগ তুলেছেন

এই ভিডিয়োটি পোস্ট করে এক টুইটারেত্তি লিখেছেন, "একটি বৌদ্ধ সভায় দলাই লামা একটি ভারতীয় বালককে চুম্বন করেন এবং তার জিভ ছোঁয়ার চেষ্টা করেন ! তিনি বলেন, 'আমার জিভ চুষে দাও' ! কিন্তু, তিনি এমনটা কেন করলেন ?" আর একজন টুইটার ব্যবহারকারী লেখেন, "এটি জঘন্য ছিল ৷ এবং দলাই লামার এই অশালীন আচরণের জন্য কারও কোনও কারণ ব্যাখ্য়া করার দরকার নেই ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.