ETV Bharat / bharat

Covid Surge in India : মাত্র দশ দিনে 9 হাজার থেকে 1 লক্ষ, দেশে করোনা সংক্রমণের ছবিতে কাঁপুনি - Daily Covid Cases in India

বিশেষজ্ঞদের আশঙ্কা ওমিক্রন আবহে ভারতে দৈনিক করোনা আক্রান্তের (Daily Covid Cases in India) সংখ্যা 14 লক্ষ স্পর্শ করতে পারে ৷

Daily covid tally in india
দেশে করোনা সংক্রমণের শঙ্কার উত্থান
author img

By

Published : Jan 7, 2022, 12:28 PM IST

নয়াদিল্লি, 7 জানুয়ারি : ভারতে করোনা সংক্রমণের শঙ্কার উত্থান ৷ যাবতীয় পরিসংখ্যানকে পিছনে ফেলে কার্যত রকেট গতিতে ভারতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ ৷ স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, গত 28 ডিসেম্বর ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল 9 হাজার 195 ৷ আর শুক্রবার, 7 জানুয়ারি, দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 1 লক্ষ 17 হাজার 100 তে ৷ অর্থাৎ দশ দিনে ভারতে দৈনিক কোভিড সংক্রমণ (Daily Covid Cases in India) বেড়েছে প্রায় হাজার গুণ !

করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা 10 হাজার থেকে 1 লক্ষ হতে সময় লেগেছিল 100 দিন ৷ গত বছর দ্বিতীয় ঢেউয়ে সেই সময়সীমা কমে হয় প্রায় 50 দিন ৷ কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ে (Third Wave of Corona) সেই সময়ের ব্যবধান কমে হয়েছে মাত্র 10 দিন ! যেভাবে সংক্রমণ বেড়ে চলেছে, তাতে আশঙ্কা করা হচ্ছে কোভিড সংক্রমণের এই গতি দেশ আরও বেশ কিছুদিন প্রত্যক্ষ করবে ৷

আরও পড়ুন : দেশে করোনার তৃতীয় ঢেউ ! সংক্রমণ ছাড়াল 1 লাখের গণ্ডি

ভারতে করোনা সংক্রমণ মোকাবিলায় গঠিত টাস্ক ফোর্সের প্রধান চিকিৎসক ভিকে পল গত মাসে বলেছিলেন, ভারতে যদি ওমিক্রণ ছড়াতে শুরু করে তাহলে দৈনিক 14 লক্ষ করোনা সংক্রমণের সাক্ষী থাকতে পারে দেশ ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে দৈনিক সর্বোচ্চ 4 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছিলেন কোভিডে ৷ আশঙ্কা, করোনার এবারের ঢেউয়ে সেই সংখ্যাও ছাড়িয়ে যেতে পারে ৷

নয়াদিল্লি, 7 জানুয়ারি : ভারতে করোনা সংক্রমণের শঙ্কার উত্থান ৷ যাবতীয় পরিসংখ্যানকে পিছনে ফেলে কার্যত রকেট গতিতে ভারতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ ৷ স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, গত 28 ডিসেম্বর ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল 9 হাজার 195 ৷ আর শুক্রবার, 7 জানুয়ারি, দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 1 লক্ষ 17 হাজার 100 তে ৷ অর্থাৎ দশ দিনে ভারতে দৈনিক কোভিড সংক্রমণ (Daily Covid Cases in India) বেড়েছে প্রায় হাজার গুণ !

করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা 10 হাজার থেকে 1 লক্ষ হতে সময় লেগেছিল 100 দিন ৷ গত বছর দ্বিতীয় ঢেউয়ে সেই সময়সীমা কমে হয় প্রায় 50 দিন ৷ কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ে (Third Wave of Corona) সেই সময়ের ব্যবধান কমে হয়েছে মাত্র 10 দিন ! যেভাবে সংক্রমণ বেড়ে চলেছে, তাতে আশঙ্কা করা হচ্ছে কোভিড সংক্রমণের এই গতি দেশ আরও বেশ কিছুদিন প্রত্যক্ষ করবে ৷

আরও পড়ুন : দেশে করোনার তৃতীয় ঢেউ ! সংক্রমণ ছাড়াল 1 লাখের গণ্ডি

ভারতে করোনা সংক্রমণ মোকাবিলায় গঠিত টাস্ক ফোর্সের প্রধান চিকিৎসক ভিকে পল গত মাসে বলেছিলেন, ভারতে যদি ওমিক্রণ ছড়াতে শুরু করে তাহলে দৈনিক 14 লক্ষ করোনা সংক্রমণের সাক্ষী থাকতে পারে দেশ ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে দৈনিক সর্বোচ্চ 4 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছিলেন কোভিডে ৷ আশঙ্কা, করোনার এবারের ঢেউয়ে সেই সংখ্যাও ছাড়িয়ে যেতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.