ETV Bharat / bharat

আড়াই লাখের নিচে দৈনিক সংক্রমণ; দেশের করোনা পরিস্থিতি দেখে নিন এক ক্লিকে - COVID 19 Positive cases in India

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 3 হাজার 741 জনের ৷

আড়াই লাখের নিচে দৈনিক সংক্রমণ
আড়াই লাখের নিচে দৈনিক সংক্রমণ
author img

By

Published : May 23, 2021, 9:51 AM IST

Updated : May 23, 2021, 10:39 AM IST

নয়াদিল্লি, 23 মে : পর পর দুদিন কমল দৈনিক সংক্রমণ । আজ আড়াই লাখের নিচে নেমে গেল দৈনিক সংক্রমণ ৷ দেশের 2 কোটি 65 লাখেরও বেশি মানুষ ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ শেষ 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 2 লাখ 40 হাজার 842 জন ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 3 হাজার 741 জনের ৷ এখনও পর্যন্ত দেশে মোট 2 লাখ 99 হাজার 266 জনের মৃত্যু হয়েছে করোনার সংক্রমণে ৷

আইসিএমআরের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত মোট 32 কোটি 86 লাখ 7 হাজার 937 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এর মধ্য়ে গতকাল পরীক্ষা করা হয়েছে 21 লাখ 23 হাজার 782 টি সোয়াবের নমুনা ৷

দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 28 লাখ 5 হাজার 399 ৷ এখনও পর্যন্ত 19 কোটি 50 লাখ 4 হাজার 184 টি করোনা টিকার ডোজ় দেওয়া হয়েছে ৷ দেশে করোনা সংক্রমণ কোথায় কত, দেখে নিন এক ক্লিকে ।

  • ------------" class="align-text-top noRightClick twitterSection" data=" ------------"> ------------

নয়াদিল্লি, 23 মে : পর পর দুদিন কমল দৈনিক সংক্রমণ । আজ আড়াই লাখের নিচে নেমে গেল দৈনিক সংক্রমণ ৷ দেশের 2 কোটি 65 লাখেরও বেশি মানুষ ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ শেষ 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 2 লাখ 40 হাজার 842 জন ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 3 হাজার 741 জনের ৷ এখনও পর্যন্ত দেশে মোট 2 লাখ 99 হাজার 266 জনের মৃত্যু হয়েছে করোনার সংক্রমণে ৷

আইসিএমআরের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত মোট 32 কোটি 86 লাখ 7 হাজার 937 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এর মধ্য়ে গতকাল পরীক্ষা করা হয়েছে 21 লাখ 23 হাজার 782 টি সোয়াবের নমুনা ৷

দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 28 লাখ 5 হাজার 399 ৷ এখনও পর্যন্ত 19 কোটি 50 লাখ 4 হাজার 184 টি করোনা টিকার ডোজ় দেওয়া হয়েছে ৷ দেশে করোনা সংক্রমণ কোথায় কত, দেখে নিন এক ক্লিকে ।

  • ------------" class="align-text-top noRightClick twitterSection" data=" ------------"> ------------
Last Updated : May 23, 2021, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.