ETV Bharat / bharat

Corona in India : করোনায় স্বস্তি, দেশে আরও কমল দৈনিক সংক্রমণ; কমল মৃত্যুও

গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 60 হাজার 471 জন ৷ মৃত্যু হয়েছে 2 হাজার 726 জনের ৷

Coronavirus
Coronavirus
author img

By

Published : Jun 15, 2021, 9:54 AM IST

নয়া দিল্লি, 15 জুন : স্বস্তি দিচ্ছে দেশের করোনা পরিস্থিতি । টানা তিনদিন ধরে 10 হাজার করে কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা । আজও তাই । 75 দিন পর সর্বনিম্ন দৈনিক সংক্রমণ দেশে ৷ কমেছে মৃতের সংখ্যাও ।

স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 60 হাজার 471 জন ৷ সুস্থ হয়েছেন 1 লাখ 17 হাজার 525 জন এবং মৃত্যু হয়েছে 2 হাজার 726 জনের ৷ সব মিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি 95 লাখ 70 হাজার 881 জন ৷ মোট সুস্থ হয়েছেন 2 কোটি 82 লাখ 80 হাজার 472 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে 3 লাখ 77 হাজার 31 জনের ৷ বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 9 লাখ 13 হাজার 378 জন ৷ এখনও পর্যন্ত মোট 25 কোটি 90 লাখ 44 হাজার 72 জনকে টিকা দেওয়া হয়েছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন, Covid Origin :মোজিয়াংয়ের খনিতে লুকিয়ে ছিল কোন ভাইরাস ? বাঙালি সত্যান্বেষীর দিকেই তাকিয়ে গোটা বিশ্ব

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের তথ্য অনুযায়ী মোট 38 কোটি 13 লাখ 75 হাজার 984 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ তার মধ্যে গতকাল 17 লাখ 51 হাজার 358 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷

বিভিন্ন রাজ্যেও করোনা পরিস্থিতি এখন অনেকটাই ভালোর দিকে । ফলে বিভিন্ন রাজ্যে আনলক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে । ফের সুস্থতার পথে এগোচ্ছে দেশ ।

নয়া দিল্লি, 15 জুন : স্বস্তি দিচ্ছে দেশের করোনা পরিস্থিতি । টানা তিনদিন ধরে 10 হাজার করে কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা । আজও তাই । 75 দিন পর সর্বনিম্ন দৈনিক সংক্রমণ দেশে ৷ কমেছে মৃতের সংখ্যাও ।

স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 60 হাজার 471 জন ৷ সুস্থ হয়েছেন 1 লাখ 17 হাজার 525 জন এবং মৃত্যু হয়েছে 2 হাজার 726 জনের ৷ সব মিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি 95 লাখ 70 হাজার 881 জন ৷ মোট সুস্থ হয়েছেন 2 কোটি 82 লাখ 80 হাজার 472 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে 3 লাখ 77 হাজার 31 জনের ৷ বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 9 লাখ 13 হাজার 378 জন ৷ এখনও পর্যন্ত মোট 25 কোটি 90 লাখ 44 হাজার 72 জনকে টিকা দেওয়া হয়েছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন, Covid Origin :মোজিয়াংয়ের খনিতে লুকিয়ে ছিল কোন ভাইরাস ? বাঙালি সত্যান্বেষীর দিকেই তাকিয়ে গোটা বিশ্ব

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের তথ্য অনুযায়ী মোট 38 কোটি 13 লাখ 75 হাজার 984 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ তার মধ্যে গতকাল 17 লাখ 51 হাজার 358 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷

বিভিন্ন রাজ্যেও করোনা পরিস্থিতি এখন অনেকটাই ভালোর দিকে । ফলে বিভিন্ন রাজ্যে আনলক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে । ফের সুস্থতার পথে এগোচ্ছে দেশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.